কলকাতা, 20 জুন: ভারতীয় ফুটবল দলের কোচের পদে আবেদন করেছেন ট্রেভর জেমস মর্গ্যান । অস্ট্রেলিয়ার পারথ থেকে ইমেলে লাল-হলুদের প্রাক্তন হেডস্যর জানিয়েছেন, ‘‘এটা এমন একটি পদ যা পেলে আমি খুশি হব ৷ আমি এই পদে আবেদন করেছি ।” এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল, ফেড কাপ জয় ! ইস্টবেঙ্গলের কোচ হিসেবে সফল মর্গ্যান কি এবার ‘মেন ইন ব্লু’র দায়িত্বে ?
ঈগর স্টিমাচকে বিদায় দেওয়ার পরে ভারতীয় দলের কোচ নির্বাচন বিজ্ঞাপনের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছিল ফেডারেশন । ফলে আবেদন যারা করবেন তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আব্দুল সামাদদের পরবর্তী হেডস্যর । তারই ভিত্তিতে ট্রেভর জেমস মর্গ্যান আবেদন করেছেন ।
ভারতীয় ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে দারুণ সফল এই ব্রিটিশ কোচ । সাফল্যের হার ছিল 65 শতাংশ । যা ইস্টবেঙ্গলের ইতিহাসে কোনও কোচের নেই । আই লিগ ছাড়া প্রায় সব ট্রফিই তিনি ইস্টবেঙ্গলকে দিয়েছেন । পেন ওরজি, উগা ওপারা, অ্যালান গাও, টোলগে ওজবের মতো খেলোয়াড়কে তিনি এনেছিলেন ৷ শুধু বিদেশীই নয়, রবিন সিং, বলজিৎ সিংয়ের মতো খেলোয়াড় তাঁর হাতে পড়েই ভয়ংকর হয়ে উঠেছিলেন ৷ লাল-হলুদ সমর্থকদের মধ্যে এখনও ভীষণ জনপ্রিয় ব্রিটিশ কোচ । ভারতীয় ক্লাব ফুটবলেও মর্গ্যানের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় ।
আইএসএলে কেরল ব্লাস্টার্সের সহকারী কোচ ছিলেন ৷ 2014 সালে ওই আইএসএলে ভাগ্যের পরিহাসে রানার্স হয়েছিল ‘ইয়েলো আর্মি’ । ভারতীয় ফুটবল সম্পর্কে সম্যক ধারণা রয়েছে । ফলে তিনি যে জাতীয় দলের কোচিং করানোর পক্ষে উপযুক্ত সে ব্যাপারে সন্দেহ নেই । ভুটানের জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ।
তবে ভুট্টানের দায়িত্ব এবং ভারতের দায়িত্ব সামলানোর মধ্যে তফাত রয়েছে । ফিফা প্রো-লাইসেন্সও নেই মর্গ্যানের ৷ প্রায় বছর দশেকের কাছাকাছি সময় মর্গ্যান ভারতীয় ফুটবল সার্কিটের বাইরে ৷ এই মুহূর্তে ফের ভারতে কাজ করতে আগ্রহী সাহেব কোচ । তবে সব কিছুই ফেডারেশনের বিবেচ্য ।