ETV Bharat / sports

রোহিতদের সামনে পাহাড়প্রমাণ টার্গেট, একনজরে রান তাড়া করে ভারতের সেরা পাঁচ জয়

পুণেতে ভারতের সামনে 359 রানের লক্ষ্যমাত্রা ৷ টেস্ট ক্রিকেটে রান তাড়া করে টিম ইন্ডিয়ার সেরা পাঁচ জয় কবে কবে এসেছে? দেখে নেওয়া যাক ৷

ROHIT SHARMA
মারমুখী রোহিত শর্মা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 26 অক্টোবর: তৃতীয়দিন সকালে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে লম্বা হল না নিউজিল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস ৷ এদিন সকালে মাত্র 54 রান যোগ করে 255 রানে শেষ হয় কিউয়িদের দ্বিতীয় ইনিংস ৷ পুণে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে পাহাড়প্রমাণ 359 রানের লক্ষ্যমাত্রা ৷ অর্থাৎ, সিরিজ 1-1 করতে হলে ঘরের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জিততে হবে টিম ইন্ডিয়াকে ৷ এর আগে মাত্র তিনবারই টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে তিনশোর বেশি রান তাড়া করে জিতেছে ভারত ৷ একনজরে টিম ইন্ডিয়ার রান তাড়া করে সেরা পাঁচটি জয়-

5. 264/3 বনাম শ্রীলঙ্কা (2001): চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয়ের তালিকায় পাঁচে থাকবে এটি ৷ 2001 শ্রীলঙ্কা সফরে ক্যান্ডিতে 264 রান তাড়া করে ভারতের এই জয় দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেও সর্বাধিক রান তাড়া করে জয় ৷

4. 276/5 বনাম ওয়েস্ট ইন্ডিজ (2011): নয়াদিল্লিতে 2011 সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই জয় তালিকায় চতুর্থস্থানে থাকবে ৷ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 304 রানের জবাবে 209 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য রবি অশ্বিনের হাফ-ডজন উইকেটের সৌজন্যে ক্য়ারিবিয়ানদের 180 রানে গুটিয়ে দেয় ভারত ৷ এরপর পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 276 রান তুলে নেয় ভারত ৷

3. 329/7 বনাম অস্ট্রেলিয়া (2021): এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ৷ গাব্বায় প্রথম টেস্ট জয়ের পথে 2021 বর্ডার-গাভাসকর ট্রফিতে 328 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ শুভমন গিল করেছিলেন 91 রান ৷ 89 রানে অপরাজিত থেকে মধুর জয় এনে দিয়েছিলেন স্টাম্পার-ব্য়াটার ঋষভ পন্ত ৷

2. 387/4 বনাম ইংল্য়ান্ড (2008): চেন্নাই টেস্টে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে এই জয় ঘরের মাঠে ভারতের সর্বাধিক রান তাড়া করে জয় ৷ 16 বছর আগে সেই ম্য়াচে 103 রানে অপরাজিত থেকে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ ঝোড়ো 83 রানের ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷

1. 406/4 বনাম ওয়েস্ট ইন্ডিজ (1976): সুনীল গাভাসকর ও গুন্ডাপ্পা বিশ্বনাথের শতরানে ভর করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ৷ পোর্ট অফ স্পেনে সেই ম্যাচে স্যর ভিভিয়ান রিচার্ডসের 177 রানের ভর করে প্রথম ইনিংসে 359 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ পাল্টা 228 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ এরপর ছয় উইকেটে 271 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ক্য়ারিবিয়ানরা ৷ জবাবে সর্বাধিক রান তাড়া জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া ৷

হায়দরাবাদ, 26 অক্টোবর: তৃতীয়দিন সকালে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে লম্বা হল না নিউজিল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস ৷ এদিন সকালে মাত্র 54 রান যোগ করে 255 রানে শেষ হয় কিউয়িদের দ্বিতীয় ইনিংস ৷ পুণে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে পাহাড়প্রমাণ 359 রানের লক্ষ্যমাত্রা ৷ অর্থাৎ, সিরিজ 1-1 করতে হলে ঘরের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জিততে হবে টিম ইন্ডিয়াকে ৷ এর আগে মাত্র তিনবারই টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে তিনশোর বেশি রান তাড়া করে জিতেছে ভারত ৷ একনজরে টিম ইন্ডিয়ার রান তাড়া করে সেরা পাঁচটি জয়-

5. 264/3 বনাম শ্রীলঙ্কা (2001): চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয়ের তালিকায় পাঁচে থাকবে এটি ৷ 2001 শ্রীলঙ্কা সফরে ক্যান্ডিতে 264 রান তাড়া করে ভারতের এই জয় দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেও সর্বাধিক রান তাড়া করে জয় ৷

4. 276/5 বনাম ওয়েস্ট ইন্ডিজ (2011): নয়াদিল্লিতে 2011 সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই জয় তালিকায় চতুর্থস্থানে থাকবে ৷ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 304 রানের জবাবে 209 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য রবি অশ্বিনের হাফ-ডজন উইকেটের সৌজন্যে ক্য়ারিবিয়ানদের 180 রানে গুটিয়ে দেয় ভারত ৷ এরপর পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 276 রান তুলে নেয় ভারত ৷

3. 329/7 বনাম অস্ট্রেলিয়া (2021): এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ৷ গাব্বায় প্রথম টেস্ট জয়ের পথে 2021 বর্ডার-গাভাসকর ট্রফিতে 328 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ শুভমন গিল করেছিলেন 91 রান ৷ 89 রানে অপরাজিত থেকে মধুর জয় এনে দিয়েছিলেন স্টাম্পার-ব্য়াটার ঋষভ পন্ত ৷

2. 387/4 বনাম ইংল্য়ান্ড (2008): চেন্নাই টেস্টে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে এই জয় ঘরের মাঠে ভারতের সর্বাধিক রান তাড়া করে জয় ৷ 16 বছর আগে সেই ম্য়াচে 103 রানে অপরাজিত থেকে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ ঝোড়ো 83 রানের ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷

1. 406/4 বনাম ওয়েস্ট ইন্ডিজ (1976): সুনীল গাভাসকর ও গুন্ডাপ্পা বিশ্বনাথের শতরানে ভর করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া ৷ পোর্ট অফ স্পেনে সেই ম্যাচে স্যর ভিভিয়ান রিচার্ডসের 177 রানের ভর করে প্রথম ইনিংসে 359 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ পাল্টা 228 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ এরপর ছয় উইকেটে 271 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ক্য়ারিবিয়ানরা ৷ জবাবে সর্বাধিক রান তাড়া জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.