হায়দরাবাদ, 19 মার্চ: আজ থেকে 10 বছর আগের আইপিএল ও হিন্দি ধারাভাষ্য বললেই একটা নাম মনে আসবে ৷ তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার নভজ্যোৎ সিং সিধু ৷ মাঝে তাঁর রাজনৈতিক কেরিয়ারের জন্য ধারাভাষ্যকারের মাইক ত্যাগ করেছিলেন ৷ রাজনীতির মঞ্চের পাশাপাশি, ফের একবার ক্রিকেটের মঞ্চে মাইক হাতে প্রত্যাবর্তন হচ্ছে সিধুর ৷ 22 মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে সম্প্রচারকারী টিভি চ্যানেলে ধারাভাষ্য দেবেন তিনি ৷
তবে, সিধুর তাঁর ধারাভাষ্যে ক্রিকেটীয় চর্চার থেকে বেশি চটকে ভরা মজাদার 'ওয়ান লাইনারে'র জন্য বেশি জনপ্রিয় হয়েছিলেন ৷ সঙ্গে ছিল তাঁর, শায়েরি ৷ ওভারের একটি অসাধারণ বল বা ব্যাটারের একটি অসাধারণ শটকে শায়রানা মেজাজে কীভাবে ব্যাখ্যা করতে হয়, তা নভজ্যোৎ সিং সিধুর থেকে ভালো ক্রিকেট ফিল্ডে আর কেউ পারেন না ৷ সেই শায়রানা মেজাজ এবার ফিরছে ক্রিকেট কমেন্ট্রিতে ৷ সঙ্গে মজাদার 'ওয়ান-লাইনার' ৷ যা টিভিতে ম্যাচ দেখার পাশাপাশি, দর্শকদের বাড়তি মনোরঞ্জন করবে ৷
উল্লেখ্য, 2004 সালে প্রথমবার রাজনীতিতে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ৷ সেই সময় বিজেপির টিকিটে অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন ৷ এরপর, 2008 সালে আইপিএল-এর শুরুর দিন থেকে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হন ৷ তবে, রাজনীতি ছাড়েননি ৷ 2014 সাল পর্যন্ত অমৃতসরের সাংসদ ছিলেন ৷ এরপর বিজেপির হয়ে রাজ্যসভায় যান ৷ দু’বছর পর 2016 সালে তাঁকে সরিয়ে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় নিয়ে যায় বিজেপি ৷ 2017 সালে বিজেপি ছেড়ে পঞ্জাব কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি ৷
পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়াই করে বিধায়ক হন সিধু ৷ ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারের মন্ত্রী হন তিনি ৷ পরবর্তী সময়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয় নভজ্যোৎ সিং সিধুকে ৷ কিন্তু, পঞ্জাব প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের জেরে সেই পদ থেকে ইস্তফাও দেন ৷ মাঝে অনিচ্ছাকৃত খুনের মামলায় একবছরের কারাদণ্ড ভোগ করেন ৷ গতবছর জেল থেকে ছাড়া পেয়ে প্রথমদিকে পরিবারকে সময় দিয়েছিলেন ৷ সিধুর স্ত্রী মারণ রোগ ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ বর্তমানে অস্ত্রোপচারের পর, সুস্থ রয়েছেন ৷ সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও, কংগ্রেসের সঙ্গেই রয়েছেন ৷ তারই মাঝে এবার মাইক হাতে ফের তাঁর শিকড়ের কাছে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান' ৷
আরও পড়ুন: