বার্বাডোজ, 1 জুলাই: 2007 সালের পর টি-20 ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভারতকে বিশ্বকাপ এনে দিলেন রোহিত শর্মা ৷ তবে বিশ্বসেরা হয়ে এখনই দেশে ফিরতে পারছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ টি-20 বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির আশঙ্কা থাকলেও, ভালোভাবেই শেষ হয়েছে ম্যাচ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে টিম ইন্ডিয়া ৷
T20 World Cup: Indian team stuck in Barbados due to Hurricane Beryl, flights cancelled; sources told IANS pic.twitter.com/czc8A2imdg
— IANS (@ians_india) June 30, 2024
ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড় হারিকেন 'বেরিল' আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেখানকার বিমানবন্দরে ডোমেস্টিক ও আন্তর্জাতিক সমস্ত বিমান বাতিল করা হয়েছে। আর এই বিমান বাতিলের কারণে বার্বাডোসের হোটেলে আটকে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম ৷ জানা গিয়েছে, হারিকেন 'বেরিল' তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগরে। পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই মরশুমের দ্বিতীয় ঝড় হারিকেন বেরিল আরও শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দক্ষিণ-পূর্বে অগ্রসর হচ্ছে। সোমবার সকালে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে ৷ স্থলভাগে আছড়ে পড়লে বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে হারিকেন বেরিল।
What a monster of a storm. Category 4 Hurricane Beryl as seen earlier today by the GOES-16 satellite: pic.twitter.com/0KQKfFT2y1
— The Weather Channel (@weatherchannel) July 1, 2024
আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই ঝড় নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। তাই সেখানকার বিমানবন্দরে বন্ধ রাখা হয়েছে উড়ান। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের বার্বাডোজেই আটকে থাকতে হবে। উড়ানের ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। বর্তমানে বার্বাডোজের সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় 70 জন ৷
প্রসঙ্গত, 11 বছর পর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ভারত। বিশ্বসেরা হয়ে আন্তর্জাতিক টি-20 ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজা। তাঁরা জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দিচ্ছেন। এই ফর্ম্যাটে তিন মহারথীকে আর দেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু 50 ওভার ও টেস্ট ম্যাচে এখনও তাঁদের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন দর্শকরা।