ETV Bharat / sports

নিউইয়র্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার - ICC T20 WORLD CUP - ICC T20 WORLD CUP

Team India in New York: 2 জুন শুরু হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ ৷ ভারতের প্রথম ম্যাচ 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷ তার আগে 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামবে রোহিত অ্যান্ড কোং ৷ ভারত-পাক লড়াই 9 জুন ৷

Team India start training
টিম ইন্ডিয়ার প্র্যাকটিস (জসপ্রীত বুমরার ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 11:07 AM IST

নিউইর্য়ক, 29 মে: আইপিএলে শেষে বিশ্বকাপের গণ্ডিতে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা ৷ পুরো দল এখনও মার্কিন মুলুকে না-পৌঁছলেও প্রস্তুতি শুরু করে দিলেন জয়প্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা ৷ 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া ৷

আইপিএলের কারণে বিশ্বকাপ খেলতে বেশে কয়েকটি ভাগে মার্কিন মুলুকে পৌঁছছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএলের প্লে-অফে উঠতে না-পারায় আগেই নিউইর্য়কে পৌঁছে গিয়েছন ক্যাপ্টেন রোহিত শর্মা, বুমরা, জাদেজা, সূর্য কুমাররা ৷ নিউইর্য়কে পৌঁছে প্র্যাকটিসও শুরু দিলেন তাঁরা ৷ ইনস্টাগ্রামে প্র্যাকটিসের ছবিও পোস্ট করেন বুমরা ৷ যেখান গা-ঘামাতে দেখা গিয়েছে বুমরা, জাদেজা, সূর্যকুমার, শিবম দুবে ও অক্ষর প্যাটেলকে ৷

বিশ্বকাপের মুলপূর্বে নামার আগে 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া ৷ 5 জুন নিউইর্য়কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রোহিতদের ৷ দ্বিতীয় ম্যাচেই রোহিতদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ ভারত-পাকিস্তান ম্যাচ টুর্নামেন্টের ইউএসপি ৷ এরপর তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷

টি-20 বিশ্বকাপের নবম সংস্করণে মাঠে নামার আগে একবার মাত্র ট্রফি জয়ের স্বাদ পেয়েছে 'মেন ইন ব্লু' ৷ প্রথম সংস্করণে জো'বার্গে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ তারপর থেকে মাত্র একবারই ফাইনালের যোগ্যতাঅর্জন করেছে টিম ইন্ডিয়া ৷ 2014 টি-20 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে দ্বিতীয়বার ট্রফি জয় হাতছাড়া হয় ভারতের ৷

অস্ট্রেলিয়ার মাটিতে 2022 বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে সাফল্য পায়নি ভারত ৷ এবারও সেই রোহিতের উপর আস্থা রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ বিরাট কোহলির দলে থাকা নিয়ে সংশয় থাকলেও তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাননি নির্বাচকরা ৷ কারণ টুর্নামেন্টে সর্বাধিক 1141 রান এসেছে কোহলির ব্যাট থেকে ৷ শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বাধিক গড় (81.50) রয়েছে বিরাটের ঝুলিতে ৷ এছাড়াও টুর্নামেন্টে সর্বাধিক 14টি হাফ-সেঞ্চুরির মালিকও কোহলি ৷ সদ্যসমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠতে না-পারলেও ব্যাট হাতে সফল ছিলেন বিরাট ৷ জিতেছেন অরেঞ্জ ক্যাপ ৷ যদিও এটাই সম্ভবত শেষ টি-20 বিশ্বকাপ কোহলির ৷ স্বভাবতই ট্রফি জিতেই বিদায় নিতে চাইবেন 'চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস' বিরাট ৷ ক্যাপ্টেন হিসেবে দেশকে কোনও ট্রফি দিতে না-পারলেও ব্যাটার হিসেবে ছাপ রেখেছেন কোহলি ৷

নিউইর্য়ক, 29 মে: আইপিএলে শেষে বিশ্বকাপের গণ্ডিতে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা ৷ পুরো দল এখনও মার্কিন মুলুকে না-পৌঁছলেও প্রস্তুতি শুরু করে দিলেন জয়প্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা ৷ 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া ৷

আইপিএলের কারণে বিশ্বকাপ খেলতে বেশে কয়েকটি ভাগে মার্কিন মুলুকে পৌঁছছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএলের প্লে-অফে উঠতে না-পারায় আগেই নিউইর্য়কে পৌঁছে গিয়েছন ক্যাপ্টেন রোহিত শর্মা, বুমরা, জাদেজা, সূর্য কুমাররা ৷ নিউইর্য়কে পৌঁছে প্র্যাকটিসও শুরু দিলেন তাঁরা ৷ ইনস্টাগ্রামে প্র্যাকটিসের ছবিও পোস্ট করেন বুমরা ৷ যেখান গা-ঘামাতে দেখা গিয়েছে বুমরা, জাদেজা, সূর্যকুমার, শিবম দুবে ও অক্ষর প্যাটেলকে ৷

বিশ্বকাপের মুলপূর্বে নামার আগে 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া ৷ 5 জুন নিউইর্য়কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রোহিতদের ৷ দ্বিতীয় ম্যাচেই রোহিতদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ ভারত-পাকিস্তান ম্যাচ টুর্নামেন্টের ইউএসপি ৷ এরপর তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷

টি-20 বিশ্বকাপের নবম সংস্করণে মাঠে নামার আগে একবার মাত্র ট্রফি জয়ের স্বাদ পেয়েছে 'মেন ইন ব্লু' ৷ প্রথম সংস্করণে জো'বার্গে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ তারপর থেকে মাত্র একবারই ফাইনালের যোগ্যতাঅর্জন করেছে টিম ইন্ডিয়া ৷ 2014 টি-20 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে দ্বিতীয়বার ট্রফি জয় হাতছাড়া হয় ভারতের ৷

অস্ট্রেলিয়ার মাটিতে 2022 বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে সাফল্য পায়নি ভারত ৷ এবারও সেই রোহিতের উপর আস্থা রেখেছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ বিরাট কোহলির দলে থাকা নিয়ে সংশয় থাকলেও তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাননি নির্বাচকরা ৷ কারণ টুর্নামেন্টে সর্বাধিক 1141 রান এসেছে কোহলির ব্যাট থেকে ৷ শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বাধিক গড় (81.50) রয়েছে বিরাটের ঝুলিতে ৷ এছাড়াও টুর্নামেন্টে সর্বাধিক 14টি হাফ-সেঞ্চুরির মালিকও কোহলি ৷ সদ্যসমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠতে না-পারলেও ব্যাট হাতে সফল ছিলেন বিরাট ৷ জিতেছেন অরেঞ্জ ক্যাপ ৷ যদিও এটাই সম্ভবত শেষ টি-20 বিশ্বকাপ কোহলির ৷ স্বভাবতই ট্রফি জিতেই বিদায় নিতে চাইবেন 'চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস' বিরাট ৷ ক্যাপ্টেন হিসেবে দেশকে কোনও ট্রফি দিতে না-পারলেও ব্যাটার হিসেবে ছাপ রেখেছেন কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.