ETV Bharat / sports

অধিনায়কের হাত ধরে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সির আত্মপ্রকাশ - Team India New Jersey - TEAM INDIA NEW JERSEY

Team India T20 WC Jersey: অবশেষে আনুষ্ঠানিকভাবে সামনে এল ভারতের টি-20 বিশ্বকাপের জার্সি ৷ সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয়া জার্সি উন্মোচন দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই সচিব জয় শাহ ৷

Team India T20 WC Jersey
টিম ইন্ডিয়ার নয়া জার্সি (বিসিসিআই-এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 6:28 PM IST

আমেদাবাদ, 13 মে: কিট প্রস্তুতকারক সংস্থার তরফে সামনে এসেছিল দিনকয়েক আগেই ৷ তবে সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সামনে আনা হল আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নয়া জার্সি ৷ অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহের হাত ধরে এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আত্মপ্রকাশ হল টিম ইন্ডিয়ার আনকোরা জার্সি ৷

গত 6 মে জনপ্রিয় কিট প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল নয়া জার্সির লুক ৷ পরদিন অর্থাৎ, 7 মে থেকে অ্যাডিডাস স্টোরগুলো থেকে সেই জার্সি কিনতেও পারছেন অনুরাগীরা ৷ রোহিতদের বিশ্বকাপের জার্সি প্রকাশ করে সোশাল মিডিয়ায় অ্যাডিডাস ক্যাপশন হিসেবে লিখেছিল, "এক জার্সি, এক দেশ ৷"

এদিন আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই জার্সি উন্মোচিত হয় ৷ বিসিসিআই জার্সি প্রকাশের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ করে লেখে, "আমাদের প্রিয় দলকে নতুন রঙে স্বাগত জানানোর সময় এসেছে ৷ বোর্ড সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা এবং কিট পার্টনার অ্যাডিডাসের হাত ধরে আত্মপ্রকাশ হল টিম ইন্ডিয়ার নয়া টি-20 জার্সি ৷"

আমূল কিছু পরিবর্তন না-হলেও নয়া জার্সির হাতা বা স্লিভের রং রাখা হয়েছে গেরুয়া ৷ যা জাতীয় পতাকার একটি রং-ও বটে ৷ 2024 সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 5 জুন আইরিশদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রোহিতদের ৷ 9 জুন পাকিস্তানের মুখোমুখি তাঁরা ৷ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে বিশ্বকাপের স্কোয়াড ৷

আরও পড়ুন:

  1. নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির!
  2. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত

আমেদাবাদ, 13 মে: কিট প্রস্তুতকারক সংস্থার তরফে সামনে এসেছিল দিনকয়েক আগেই ৷ তবে সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সামনে আনা হল আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নয়া জার্সি ৷ অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহের হাত ধরে এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আত্মপ্রকাশ হল টিম ইন্ডিয়ার আনকোরা জার্সি ৷

গত 6 মে জনপ্রিয় কিট প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল নয়া জার্সির লুক ৷ পরদিন অর্থাৎ, 7 মে থেকে অ্যাডিডাস স্টোরগুলো থেকে সেই জার্সি কিনতেও পারছেন অনুরাগীরা ৷ রোহিতদের বিশ্বকাপের জার্সি প্রকাশ করে সোশাল মিডিয়ায় অ্যাডিডাস ক্যাপশন হিসেবে লিখেছিল, "এক জার্সি, এক দেশ ৷"

এদিন আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই জার্সি উন্মোচিত হয় ৷ বিসিসিআই জার্সি প্রকাশের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ করে লেখে, "আমাদের প্রিয় দলকে নতুন রঙে স্বাগত জানানোর সময় এসেছে ৷ বোর্ড সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা এবং কিট পার্টনার অ্যাডিডাসের হাত ধরে আত্মপ্রকাশ হল টিম ইন্ডিয়ার নয়া টি-20 জার্সি ৷"

আমূল কিছু পরিবর্তন না-হলেও নয়া জার্সির হাতা বা স্লিভের রং রাখা হয়েছে গেরুয়া ৷ যা জাতীয় পতাকার একটি রং-ও বটে ৷ 2024 সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 5 জুন আইরিশদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রোহিতদের ৷ 9 জুন পাকিস্তানের মুখোমুখি তাঁরা ৷ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে বিশ্বকাপের স্কোয়াড ৷

আরও পড়ুন:

  1. নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির!
  2. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.