ETV Bharat / sports

বিশ্বকাপে অভিযান শুরুর আগে পার্কে অনুশীলন, নিউইয়র্কের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ দ্রাবিড় - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 5:22 PM IST

T20 World Cup 2024: নিউইয়র্কে পাবলিক পার্কে অনুশীলন করছেন রোহিত, কোহলিরা ৷ আর এনিয়েই এবার ক্ষোভপ্রকাশ করলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ যা চূড়ান্ত অপেশাদারি মনোভাব বলে সমালোচনা করেছেন তিনি ৷

ETV BHARAT
ভারতীয় দলের পার্কে অনুশীলন নিয়ে নিজের মতামত জানালেন রাহুল দ্রাবিড় ৷ (ছবি- এএনআই)

নিউইয়র্ক, 5 জুন: বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দল নাকি অনুশীলন সেরেছে একটি পার্কে ৷ এমনই বিস্ফোরক তথ্য জানালেন দলের হোড কোচ রাহুল দ্রাবিড় ৷ যা নিয়ে তিনি ক্ষুব্ধ ৷ তবে বিষয়টির মধ্যে বেশ নতুনত্ব খুঁজে পেয়েছেন 'দ্য ওয়াল' ৷ পেশাদার ক্রিকেটে এমন পরিস্থিতির সম্মুখীন এর আগে ভারতীয় ক্রিকেটাররা হননি বলেই জানান দ্রাবিড় ৷ নিউইয়র্কে টি-20 বিশ্বকাপের গ্রুপের তিনটি ম্যাচ খেলবে ভারত ৷ কিন্তু, প্রস্তুতির জন্য ভারতীয় দলকে যে মাঠে দেওয়া হয়েছে তা আদতে কোনও মাঠ নয়, একটি পাবলিক পার্ক ৷ নিউইয়র্কে সেই জায়গাটির নাম, ক্যান্টিয়াগ পার্ক ৷ যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নাসাউ কাউন্টি ডিপার্টমেন্ট অফ পার্কস, রিক্রিয়েশন অ্যান্ড মিউজিয়াম ৷

ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে এসে কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়ে ক্ষোভ জানিয়ে গেলেন ৷ তিনি বলেন, "সাধারণত আমরা অনুশীলনের ক্ষেত্রে যা চাই তা হল, সামান্য পেশাদারিত্ব ৷ যাতে আমরা আমাদের পরিকল্পনাগুলিকে ঠিক মতো ঝালিয়ে নিতে পারি ৷ আর সবসময় আমরা সেটা করে থাকি সাধারণত ৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল, আমরা এখানে একটা পাবলিক পার্কে অনুশীলন করেছি, যা বেশ মজার ৷ কিন্তু, এটা আমাদের কাছে পুরোপুরি নতুন এবং আশ্চর্যের ৷"

জানা গিয়েছে, ক্রিকেটারদের অনুশীলনের এলাকার বাইরে, পার্কের অন্যান্য জায়গায় লোকজন ঘুরে বেড়াচ্ছে ৷ কেউ পোষ্যকে নিয়ে সেই পার্কে ঘুরতে যাচ্ছেন ৷ এমন নানান ঘটনা চোখে পড়ছে ৷ যদিও, পার্কে ঘুরতে আসা লোকজন ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে ব্যাঘাত ঘটাননি বলেই জানিয়েছেন দ্রাবিড় ৷ অনুশীলনে পুলিশের কড়া নিরাপত্তাও রয়েছে ৷ কিন্তু খোলামেলা জায়গায় এভাবে অনুশীলনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

একটি অ্যাসোসিয়েট দেশে আইসিসি টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগটি বেশ নতুনত্ব ৷ যা নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, "নতুন দেশে ও একটা নতুন জায়গায় বিশ্বকাপ খেলার বিষয়টি বেশ আলাদা অনুভূতি ৷ যে হারে বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে, এখানে বিষয়টা সেরকম নয় ৷ ক্রিকেট এখানে বড় খেলাগুলির মধ্যে পড়ে না ৷ আশা করছি যখন আমাদের ম্যাচ হবে, তখন ভারতীয় সমর্থকরা এখানে আসবেন ৷" বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ৷

নিউইয়র্ক, 5 জুন: বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দল নাকি অনুশীলন সেরেছে একটি পার্কে ৷ এমনই বিস্ফোরক তথ্য জানালেন দলের হোড কোচ রাহুল দ্রাবিড় ৷ যা নিয়ে তিনি ক্ষুব্ধ ৷ তবে বিষয়টির মধ্যে বেশ নতুনত্ব খুঁজে পেয়েছেন 'দ্য ওয়াল' ৷ পেশাদার ক্রিকেটে এমন পরিস্থিতির সম্মুখীন এর আগে ভারতীয় ক্রিকেটাররা হননি বলেই জানান দ্রাবিড় ৷ নিউইয়র্কে টি-20 বিশ্বকাপের গ্রুপের তিনটি ম্যাচ খেলবে ভারত ৷ কিন্তু, প্রস্তুতির জন্য ভারতীয় দলকে যে মাঠে দেওয়া হয়েছে তা আদতে কোনও মাঠ নয়, একটি পাবলিক পার্ক ৷ নিউইয়র্কে সেই জায়গাটির নাম, ক্যান্টিয়াগ পার্ক ৷ যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নাসাউ কাউন্টি ডিপার্টমেন্ট অফ পার্কস, রিক্রিয়েশন অ্যান্ড মিউজিয়াম ৷

ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে এসে কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়ে ক্ষোভ জানিয়ে গেলেন ৷ তিনি বলেন, "সাধারণত আমরা অনুশীলনের ক্ষেত্রে যা চাই তা হল, সামান্য পেশাদারিত্ব ৷ যাতে আমরা আমাদের পরিকল্পনাগুলিকে ঠিক মতো ঝালিয়ে নিতে পারি ৷ আর সবসময় আমরা সেটা করে থাকি সাধারণত ৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল, আমরা এখানে একটা পাবলিক পার্কে অনুশীলন করেছি, যা বেশ মজার ৷ কিন্তু, এটা আমাদের কাছে পুরোপুরি নতুন এবং আশ্চর্যের ৷"

জানা গিয়েছে, ক্রিকেটারদের অনুশীলনের এলাকার বাইরে, পার্কের অন্যান্য জায়গায় লোকজন ঘুরে বেড়াচ্ছে ৷ কেউ পোষ্যকে নিয়ে সেই পার্কে ঘুরতে যাচ্ছেন ৷ এমন নানান ঘটনা চোখে পড়ছে ৷ যদিও, পার্কে ঘুরতে আসা লোকজন ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে ব্যাঘাত ঘটাননি বলেই জানিয়েছেন দ্রাবিড় ৷ অনুশীলনে পুলিশের কড়া নিরাপত্তাও রয়েছে ৷ কিন্তু খোলামেলা জায়গায় এভাবে অনুশীলনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

একটি অ্যাসোসিয়েট দেশে আইসিসি টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগটি বেশ নতুনত্ব ৷ যা নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, "নতুন দেশে ও একটা নতুন জায়গায় বিশ্বকাপ খেলার বিষয়টি বেশ আলাদা অনুভূতি ৷ যে হারে বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে, এখানে বিষয়টা সেরকম নয় ৷ ক্রিকেট এখানে বড় খেলাগুলির মধ্যে পড়ে না ৷ আশা করছি যখন আমাদের ম্যাচ হবে, তখন ভারতীয় সমর্থকরা এখানে আসবেন ৷" বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.