হায়দরাবাদ, 14 অক্টোবর: ডেভিড ওয়ার্নার ছেড়ে যাওয়ার পর ওপেনিংয়ে যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল, স্টিভ স্মিথকে দিয়ে সাময়িক তা পূরণের চেষ্টা হয়েছিল ৷ কিন্তু আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে কোনওরকম পরীক্ষা-নিরীক্ষা নয়, তারকা অজি ব্য়াটার ফিরবেন তাঁর পছন্দের চার নম্বরেই ৷ জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি ৷
ডেভিড ওয়ার্নারের অবসরের পর চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্য়ান্ড সফরে হাতে গোনা চার ম্যাচে ওপেন করেছেন স্মিথ ৷ এর মধ্যে একটিমাত্র ইনিংসে উল্লেখযোগ্য 91 রান আসে বছর পঁয়ত্রিশের ব্য়াটারের থেকে ৷ অর্থাৎ, মোটের উপর ওপেনার হিসেবে অসফল স্মিথ ৷ তাই পর্যালোচনা করে ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে তারকা ব্যাটারকে তাঁর অভ্যস্ত পজিশনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷
সোমবার এক ঘোষণায় প্রাক্তন ক্রিকেটার জর্জ বেইলি বলেন, "প্যাট (কামিন্স), অ্য়ান্ড্রু (ম্যাকডোনাল্ড) এবং স্টিভ স্মিথের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে ৷ ক্য়ামেরন চোট পেয়েছে সেটা আলাদা বিষয় ৷ তবে আমি যতদূর জানি স্টিভ ওদের কাছে ব্য়াটিং অর্ডারে পিছিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে ৷ প্যাট এবং অ্য়ান্ড্রুও বিষয়টিতে সম্মত হয়েছে ৷" উল্লেখযোগ্যভাবে, ট্রেভিস হেডকে প্রস্তাব দেওয়া হলে লাল বলের ক্রিকেটে তিনি ওপেনিংয়ে ইচ্ছুক নন বলে জানিয়েছেন ৷ ফলত বর্ডার-গাভাসকর ট্রফিতে 'ব্যাগি গ্রিন'দের যে নয়া ওপেনিং জুটি দেখা যাবে, তা নিশ্চিত ৷
Steve Smith's request to move back into the middle order has been granted ahead of the Border-Gavaskar Trophy 🏏
— ICC (@ICC) October 14, 2024
More from #WTC25 👉 https://t.co/KZ9hbgHDG0 pic.twitter.com/pQgIt6UVLP
আর নয়া ওপেনারের খোঁজে ভারতের বিরুদ্ধে ট্যুর ম্য়াচের জন্য ক্যামেরন ব্য়ানক্রফট, মার্কাস হ্যারিস এবং তরুণ স্যাম কনস্টাসের নাম ঘোষণা করা হয়েছে ৷ মনে করা হচ্ছে এদের মধ্যেই কাউকেই ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ওপেন করতে দেখা যাবে ৷