পাল্লাকেলে, 28 জুলাই: শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজ। এরপর রয়েছে আরও তিনটি ওয়ান-ডে ম্যাচ ৷ টি-20 সিরিজের প্রথম ম্যাচটিতে 43 রানে দ্বীপরাষ্ট্রকে হারিয়েছে সূর্য কুমারের ভারত ৷ ভারতীয় টি-20 দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের জুটি একটি বিশেষ ছাপ রাখতে চায় ৷ এক ম্যাচ আগে থাকতেই আজ তাঁরা চান সিরিজ নিজেদের হেফাজতে করতে ৷ কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরুর আগে বাধা দেয় বৃষ্টি ৷
Rain has stopped play
— BCCI (@BCCI) July 28, 2024
Stay tuned for updates
Follow the Match ▶️ https://t.co/R4Ug6MQGYW#TeamIndia | #SLvIND pic.twitter.com/fa0gbuGdDA
ভেজার মাঠের কারণে টস হতে দেরি হয় ৷ নির্ধারিত সময় সাড়ে ছ'টার বদলে 7.15'তে হয় ম্যাচের টস ৷ সূর্য কুমার সিদ্ধান্ত নেন, বোলিংয়ের ৷ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে 161 রান ৷ শ্রীলঙ্কার পথুম নিসাঙ্কা তোলেন 32 রান ৷ কুশাল ম্য়ান্ডিসের ব্য়াটে আশে 53 রান ৷ 34 বল খেলে তিনি ইনিংস সাজান 6টি চার ও 2টি ছয়ে ৷ তারপর আর কোনও ব্যাটারই 26 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ এদিকে ভারতের বোলিং বিভাগ দেখান তাঁদের পারফরম্যান্স ৷ রবি বিষ্ণোই 4 ওভার বল করে 26 রান দিয়ে নেন 3টি উইকেট ৷ 2টি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া ৷ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে 161 রান ৷
Bowlers shared the spoils as Sri Lanka are restricted to 161/9 👍 👍
— BCCI (@BCCI) July 28, 2024
India's chase has begun with #TeamIndia 6/0!
Scorecard ▶️ https://t.co/R4Ug6MQGYW#SLvIND pic.twitter.com/NUC7ppjRcG
পালটা রান তাড়া করতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন ৷ দাশুন শানাঙ্কা তিন বল করতেই ফের ভেজা মাঠেক কারণে ম্যাচ দেরিতে শুরু হবে ঘোষণা হয় ৷ সাড়ে ন'টা ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ এদিকে 3 বলে 6 রান করেন যশস্বী ৷ একটি চার মারেন তিনি ৷ সঞ্জু এখনও পর্যন্ত রান করতে পারেননি ৷ সাড়ে 10টা বেজে গেলেও ম্যাচ তখনও শুরু হয়নি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ৷