ETV Bharat / sports

প্রাক্তন বিশ্বসেরাদের হারিয়ে টেস্ট চ্য়াম্পিয়নশিপে বড়সড় লাফ শ্রীলঙ্কার - WTC POINTS TABLE - WTC POINTS TABLE

WORLD TEST CHAMPIONSHIP 2023 25: গলে প্রথম টেস্টে কিউয়িদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকায় উন্নতি শ্রীলঙ্কার ৷ তালিকায় নিউজিল্যান্ডকে পিছনে ফেলল তাঁরা ৷ আপাতত কত নম্বরে দ্বীপরাষ্ট্র?

WORLD TEST CHAMPIONSHIP 2023 25
গলে কিউয়িদের হারাল শ্রীলঙ্কা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 23, 2024, 4:57 PM IST

গল, 23 সেপ্টেম্বর: পঞ্চমদিন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র দু'টি উইকেট ৷ নিউজিল্য়ান্ডের প্রয়োজন ছিল 68 রান ৷ অ্যাডভান্টেজ পরিস্থিতি থেকে ম্য়াচ হাতছাড়া করেনি দ্বীপরাষ্ট্র ৷ নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়ে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্য়বধানে এগিয়ে গিয়েছে ধনঞ্জয় ডি'সিলভা অ্যান্ড কোম্পানি ৷ শেষদিন খেলা হল মাত্র 3.4 ওভার ৷ আর গল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপেও উন্নতি হল শ্রীলঙ্কার ৷ প্রথম টেস্ট জয়ের পর আপাতত পয়েন্ট তালিকায় তিনে তাঁরা ৷

এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড ৷ ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু আগে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ছ'য়ে ছিল দ্বীপরাষ্ট্র ৷ প্রথম চারে ছিল যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ ৷ কিন্তু রবিবার চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হেরে পয়েন্ট তালিকায় ছয়ে নেমে যায় বাংলাদেশ ৷ চারে উঠে আসে শ্রীলঙ্কা ৷ সেইসঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে তিনে উঠে আসার সম্ভাবনা তৈরি হয় তাঁদের ৷

সোমবার সকালে সুযোগ হাতছাড়া করেনি দ্বীপরাষ্ট্র ৷ গতকাল 91 রানে শেষ করা কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্রকে পঞ্চমদিনের দ্বিতীয় ওভারেই প্য়াভিলিয়নে ফেরান প্রবথ জয়সূর্য ৷ 92 রানে আউট হন রাচিন ৷ দিনের চতুর্থ ওভারে উইলিয়াম ও'রুর্কিকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন জয়সূর্য ৷ সেইসঙ্গে অষ্টমবার এক ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে ভরেন বাঁ-হাতি স্পিনার ৷ 63 রানে জিতে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্ত চতুর্থ জয় তুলে নেয় সিংহলীরা ৷ 50 শতাংশ ম্য়াচ জিতে উঠে আসে তিনে ৷

WORLD TEST CHAMPIONSHIP 2023 25
WTC পয়েন্ট তালিকা (ICC WEBSITE SREENGRAB)

71.67 শতাংশ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত ৷ বাংলাদেশকে হারানোয় শীর্ষে অবস্থান আরও পোক্ত হয়েছে রোহিতব্রিগেডের ৷ 62.50 শতাংশ জয় নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ৷ আর চতুর্থস্থানে নেমে যাওয়া নিউজিল্য়ান্ডের ঝুলিতে 42.85% জয় ৷

গল, 23 সেপ্টেম্বর: পঞ্চমদিন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র দু'টি উইকেট ৷ নিউজিল্য়ান্ডের প্রয়োজন ছিল 68 রান ৷ অ্যাডভান্টেজ পরিস্থিতি থেকে ম্য়াচ হাতছাড়া করেনি দ্বীপরাষ্ট্র ৷ নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়ে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্য়বধানে এগিয়ে গিয়েছে ধনঞ্জয় ডি'সিলভা অ্যান্ড কোম্পানি ৷ শেষদিন খেলা হল মাত্র 3.4 ওভার ৷ আর গল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপেও উন্নতি হল শ্রীলঙ্কার ৷ প্রথম টেস্ট জয়ের পর আপাতত পয়েন্ট তালিকায় তিনে তাঁরা ৷

এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড ৷ ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু আগে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ছ'য়ে ছিল দ্বীপরাষ্ট্র ৷ প্রথম চারে ছিল যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ ৷ কিন্তু রবিবার চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হেরে পয়েন্ট তালিকায় ছয়ে নেমে যায় বাংলাদেশ ৷ চারে উঠে আসে শ্রীলঙ্কা ৷ সেইসঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে তিনে উঠে আসার সম্ভাবনা তৈরি হয় তাঁদের ৷

সোমবার সকালে সুযোগ হাতছাড়া করেনি দ্বীপরাষ্ট্র ৷ গতকাল 91 রানে শেষ করা কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্রকে পঞ্চমদিনের দ্বিতীয় ওভারেই প্য়াভিলিয়নে ফেরান প্রবথ জয়সূর্য ৷ 92 রানে আউট হন রাচিন ৷ দিনের চতুর্থ ওভারে উইলিয়াম ও'রুর্কিকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন জয়সূর্য ৷ সেইসঙ্গে অষ্টমবার এক ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে ভরেন বাঁ-হাতি স্পিনার ৷ 63 রানে জিতে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্ত চতুর্থ জয় তুলে নেয় সিংহলীরা ৷ 50 শতাংশ ম্য়াচ জিতে উঠে আসে তিনে ৷

WORLD TEST CHAMPIONSHIP 2023 25
WTC পয়েন্ট তালিকা (ICC WEBSITE SREENGRAB)

71.67 শতাংশ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত ৷ বাংলাদেশকে হারানোয় শীর্ষে অবস্থান আরও পোক্ত হয়েছে রোহিতব্রিগেডের ৷ 62.50 শতাংশ জয় নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ৷ আর চতুর্থস্থানে নেমে যাওয়া নিউজিল্য়ান্ডের ঝুলিতে 42.85% জয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.