ETV Bharat / sports

নিশাঙ্কার দুরন্ত শতরানে 10 বছর পর বিলেতে টেস্ট জিতল শ্রীলঙ্কা - ENG vs SL 3rd TEST

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 7:53 PM IST

SRI LANKA BEAT ENGLAND: দুরন্ত শতরানে দশ বছর পর ইংল্য়ান্ডের মাটিতে শ্রীলঙ্কাকে টেস্ট জেতালেন ওপেনার পাথুম নিশাঙ্কা ৷ তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 127 রানে অপরাজিত রইলেন তিনি ৷ তবে তৃতীয় টেস্ট হারলেও সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিল ইংরেজরা ৷

PATHUM NISSANKA
পাথুম নিশাঙ্কা (AP Photo)

লন্ডন, 9 সেপ্টেম্বর: প্রথম দু'টি ম্য়াচ জিতে সিরিজ আগেই জিতে গিয়েছিল ওলি পোপের ইংল্য়ান্ড ৷ তবে দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্ট জিতে 10 বছর পর ইংল্যান্ডের মাটিতে জয় তুলে নিল শ্রীলঙ্কা ৷ অপরাজিত শতরানে দ্বীপরাষ্ট্রকে স্মরণীয় জয় এনে দিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ৷ তৃতীয় টেস্টে রুটদের 8 উইকেটে হারাল দ্বীপরাষ্ট্র ৷ এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে উঠে এল তারা ৷

এক উইকেটে 94 রান নিয়ে চতুর্থদিন খেলা শুরু করে শ্রীলঙ্কা ৷ গতদিন 53 রানে অপরাজিত থেকে এদিন ক্রিজে নামেন নিশাঙ্কা ৷ দিনের পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারাতে হলেও তৃতীয় উইকেটে অ্য়াঞ্জেলো ম্যাথিউজকে সঙ্গে নিয়ে সহজেই বৈতরণী পার করেন ওপেনার নিশাঙ্কা ৷ 124 বলে 127 রানে অপরাজিত থাকেন তিনি ৷ মারেন 13টি চার, 2টি ছয় ৷ 32 রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ ৷ তৃতীয় উইকেটে অবিভক্ত 111 রানের জুটি জয় এনে দেয় শ্রীলঙ্কাকে ৷

শুধু 10 বছর পর জয় পাওয়াই নয়, ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দেশ হিসেবে শ্রীলঙ্কার এই জয় সর্বাধিক রান তাড়া করে জয় ৷ এর আগে 2010 সালে 180 রান তাড়া করে জিতে পাকিস্তানের দখলে ছিল এই রেকর্ড ৷ চতুর্থদিন শ্রীলঙ্কার ইনিংসের 35তম ওভারে গুস অ্যাটকিনসনের বলে তিন রান নিয়ে কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন নিশাঙ্কা ৷ তবে নিশাঙ্কার মত শ্রীলঙ্কার এই জয়ে সমান কৃতিত্ব দাবি করে দলের বোলাররাও ৷

কারণ, প্রথম ইনিংসে 62 রানে পিছিয়ে থাকা সফরকারী দলকে ম্য়াচে ফেরায় তাঁদের বোলাররা ৷ দ্বিতীয় ইনিংস তারকা সমৃদ্ধ ইংরেজ ব্য়াটিং লাইন-আপকে 156 রানে অলআউট করে দেন শ্রীলঙ্কার বোলাররা ৷ 4 উইকেট নেন ফাস্ট বোলার লাহিরু কুমারা, 3 উইকেট যায় বিশ্ব ফার্নান্ডেজের ঝুলিতে ৷ আসিথা ফার্নান্ডো নেন 2টি উইকেট ৷ হারের ফলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেল ইংল্যান্ড ৷

লন্ডন, 9 সেপ্টেম্বর: প্রথম দু'টি ম্য়াচ জিতে সিরিজ আগেই জিতে গিয়েছিল ওলি পোপের ইংল্য়ান্ড ৷ তবে দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্ট জিতে 10 বছর পর ইংল্যান্ডের মাটিতে জয় তুলে নিল শ্রীলঙ্কা ৷ অপরাজিত শতরানে দ্বীপরাষ্ট্রকে স্মরণীয় জয় এনে দিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ৷ তৃতীয় টেস্টে রুটদের 8 উইকেটে হারাল দ্বীপরাষ্ট্র ৷ এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে উঠে এল তারা ৷

এক উইকেটে 94 রান নিয়ে চতুর্থদিন খেলা শুরু করে শ্রীলঙ্কা ৷ গতদিন 53 রানে অপরাজিত থেকে এদিন ক্রিজে নামেন নিশাঙ্কা ৷ দিনের পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারাতে হলেও তৃতীয় উইকেটে অ্য়াঞ্জেলো ম্যাথিউজকে সঙ্গে নিয়ে সহজেই বৈতরণী পার করেন ওপেনার নিশাঙ্কা ৷ 124 বলে 127 রানে অপরাজিত থাকেন তিনি ৷ মারেন 13টি চার, 2টি ছয় ৷ 32 রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ ৷ তৃতীয় উইকেটে অবিভক্ত 111 রানের জুটি জয় এনে দেয় শ্রীলঙ্কাকে ৷

শুধু 10 বছর পর জয় পাওয়াই নয়, ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দেশ হিসেবে শ্রীলঙ্কার এই জয় সর্বাধিক রান তাড়া করে জয় ৷ এর আগে 2010 সালে 180 রান তাড়া করে জিতে পাকিস্তানের দখলে ছিল এই রেকর্ড ৷ চতুর্থদিন শ্রীলঙ্কার ইনিংসের 35তম ওভারে গুস অ্যাটকিনসনের বলে তিন রান নিয়ে কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন নিশাঙ্কা ৷ তবে নিশাঙ্কার মত শ্রীলঙ্কার এই জয়ে সমান কৃতিত্ব দাবি করে দলের বোলাররাও ৷

কারণ, প্রথম ইনিংসে 62 রানে পিছিয়ে থাকা সফরকারী দলকে ম্য়াচে ফেরায় তাঁদের বোলাররা ৷ দ্বিতীয় ইনিংস তারকা সমৃদ্ধ ইংরেজ ব্য়াটিং লাইন-আপকে 156 রানে অলআউট করে দেন শ্রীলঙ্কার বোলাররা ৷ 4 উইকেট নেন ফাস্ট বোলার লাহিরু কুমারা, 3 উইকেট যায় বিশ্ব ফার্নান্ডেজের ঝুলিতে ৷ আসিথা ফার্নান্ডো নেন 2টি উইকেট ৷ হারের ফলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেল ইংল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.