ETV Bharat / sports

বিস্ময় বালকের হাতে শেষ ফ্রান্সের ইউরো অভিযান, পঞ্চমবার ফাইনালে স্পেন - EURO Cup 2024 - EURO CUP 2024

Spain advanced in EURO Cup 2024 Final: 24 বছর পর ইউরো জেতার স্বপ্নে বুঁদ হয়েছিল ফ্রান্স ৷ স্পেনের দুরন্ত ফুটবলে ছিটকে গেল দিঁদিয়ের দেঁশর ছেলেরা ৷

EURO Cup 2024
লামিনে ইয়ামালের দুরন্ত ফুটবল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 6:47 AM IST

Updated : Jul 10, 2024, 7:13 AM IST

মিউনিখ, 10 জুলাই: ‘লা মাসিয়া’ ৷ স্পেনের এই অ্যাকাডেমিকে বলা হয় ফুটবল তৈরির পাঠশালা ৷ তারই সফলতম ছাত্র লিও মেসির পায়ে বিশ্বজয়ের স্বপ্ন খুইয়েছিল দিঁদিয়ের দেঁশর ফ্রান্স ৷ দু’বছর পর ফের স্বপ্নভঙ্গ ৷ লামিনে ইয়ামালের দুরন্ত ফুটবলে ইউরো অভিযান শেষ ‘কিলিয়ান এমবাপে অ্যান্ড কোং’য়ের ৷

মিউনিখের এলিয়াঞ্জ এরিনায় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট ৷ মেগা ম্যাচে 2-1 গোলে হার মানল জিনেদিন জিদানের দেশ ৷ কোলো মুয়ানির গোলে ম্যাচের 8 মিনিটেই এগিয়ে গিয়েছিল ‘লা রোজা’রা ৷ যদিও 12 মিনিটের বেশি সেই লিড ধরে রাখতে পারেনি হার্নান্দেজ, উপামেকানোরা ৷ ফলস্বরূপ পাঁচ মিনিটের মধ্যে দু’বার ফ্রান্সের জালে বল জড়ায় স্পেন ৷ গোল করেন লামিনে ইয়ামাল ও ড্যানি ওলমো ৷

গোটা টুর্নামেন্টে ফরোয়ার্ডরা দিশাহীন, ছন্দে ছিলেন না এমবাপেও ৷ অন্যদিকে, স্পেনের ডিফেন্স লাইন-আপ এবারের ইউরোর অন্যতম সেরা ৷ যদিও সমস্তকিছু সামলে টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলল দু’বারের ইউরোজয়ীরা ৷ বল দখলে অনেকটাই (49 শতাংশ) পিছিয়ে থাকলেও থেকে থেকে আক্রমণে গেল ফ্রান্স ৷ স্প্যানিশ ডিফেন্স লাইন-আপকে ব্যতিব্যস্ত করলেন এমবাপে, কোলো মুয়ানিরা ৷

এক সময় ভয়ংকর হয়ে ওঠা ফ্রান্সকে একা হাতে হারালেন লামিনে ইয়ামাল ৷ জার্মানির শ্রম আইনের গেরোয় বছর ষোলোর ফরোয়ার্ডকে পুরো নব্বই মিনিট খেলাতে পারছিলেন না কোচ লুইস দে লা ফুয়েন্তে ৷ এদিন অবশ্য প্রায় পুরো সময়টাই মাঠে থাকলেন স্প্যানিশ আর্মাডার তরুণ তুর্কী ৷ বারবার বিপদে ফেললেন ফ্রান্সের ডিফেন্ডারদের ৷

মিউনিখ, 10 জুলাই: ‘লা মাসিয়া’ ৷ স্পেনের এই অ্যাকাডেমিকে বলা হয় ফুটবল তৈরির পাঠশালা ৷ তারই সফলতম ছাত্র লিও মেসির পায়ে বিশ্বজয়ের স্বপ্ন খুইয়েছিল দিঁদিয়ের দেঁশর ফ্রান্স ৷ দু’বছর পর ফের স্বপ্নভঙ্গ ৷ লামিনে ইয়ামালের দুরন্ত ফুটবলে ইউরো অভিযান শেষ ‘কিলিয়ান এমবাপে অ্যান্ড কোং’য়ের ৷

মিউনিখের এলিয়াঞ্জ এরিনায় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট ৷ মেগা ম্যাচে 2-1 গোলে হার মানল জিনেদিন জিদানের দেশ ৷ কোলো মুয়ানির গোলে ম্যাচের 8 মিনিটেই এগিয়ে গিয়েছিল ‘লা রোজা’রা ৷ যদিও 12 মিনিটের বেশি সেই লিড ধরে রাখতে পারেনি হার্নান্দেজ, উপামেকানোরা ৷ ফলস্বরূপ পাঁচ মিনিটের মধ্যে দু’বার ফ্রান্সের জালে বল জড়ায় স্পেন ৷ গোল করেন লামিনে ইয়ামাল ও ড্যানি ওলমো ৷

গোটা টুর্নামেন্টে ফরোয়ার্ডরা দিশাহীন, ছন্দে ছিলেন না এমবাপেও ৷ অন্যদিকে, স্পেনের ডিফেন্স লাইন-আপ এবারের ইউরোর অন্যতম সেরা ৷ যদিও সমস্তকিছু সামলে টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলল দু’বারের ইউরোজয়ীরা ৷ বল দখলে অনেকটাই (49 শতাংশ) পিছিয়ে থাকলেও থেকে থেকে আক্রমণে গেল ফ্রান্স ৷ স্প্যানিশ ডিফেন্স লাইন-আপকে ব্যতিব্যস্ত করলেন এমবাপে, কোলো মুয়ানিরা ৷

এক সময় ভয়ংকর হয়ে ওঠা ফ্রান্সকে একা হাতে হারালেন লামিনে ইয়ামাল ৷ জার্মানির শ্রম আইনের গেরোয় বছর ষোলোর ফরোয়ার্ডকে পুরো নব্বই মিনিট খেলাতে পারছিলেন না কোচ লুইস দে লা ফুয়েন্তে ৷ এদিন অবশ্য প্রায় পুরো সময়টাই মাঠে থাকলেন স্প্যানিশ আর্মাডার তরুণ তুর্কী ৷ বারবার বিপদে ফেললেন ফ্রান্সের ডিফেন্ডারদের ৷

Last Updated : Jul 10, 2024, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.