ETV Bharat / sports

গাউসের ঝোড়ো ব্যাটেও হার এড়াতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, 18 রানে জয় প্রোটিয়াদের - T20 WORLD CUP 2024 - T20 WORLD CUP 2024

SA BEAT USA: আন্দ্রিয়েস গাউস আতঙ্ক তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা ৷ যুক্তরাষ্ট্রকে 195 রানের লক্ষ্যমাত্রা দিয়ে 18 রানে ম্য়াচ জিতল প্রোটিয়ারা ৷ দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কুইন্টন ডি'কক করলেন 40 বলে 74 রান ৷

ANDRIES GOUS
মারমুখী আন্দ্রিয়েস গাউস
author img

By PTI

Published : Jun 20, 2024, 9:50 AM IST

অ্যান্টিগা, 20 জুন: ঠিক যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল দক্ষিণ আফ্রিকার ৷ কষ্টার্জিত না-হলেও বুধবার অ্যান্টিগায় আন্দ্রিয়েস গাউস আতঙ্ক তাড়া করে জিতল প্রোটিয়া বাহিনী ৷ দক্ষিণ আফ্রিকাজাত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার এদিন কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকা এবং জয়ের মাঝে ৷ দক্ষিণ আফ্রিকার দেওয়া 195 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গাউসের ব্যাটে একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু গাউসের 47 বলে অপরাজিত 80 রানের ইনিংস ব্যর্থ করে সুপার এইটের প্রথম ম্যাচে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ৷

অ্যান্টিগায় টস জিতে এদিন প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র ৷ ওপেনার কুইন্টন ডি'ককের 40 বলে 74 রানের ইনিংসে বড় রানের ইমারত গড়ে দক্ষিণ আফ্রিকা ৷ ডি'কক মারেন 7টি চার, 5টি ছয় ৷ এছাড়া অধিনায়ক এইডেন মার্করামের 32 বলে 46 রান এবং হেনরিক ক্লাসেনের 22 বলে অপরাজিত 36 রানের সৌজন্য়ে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 194 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷

জবাবে 76 রান 5 উইকেট হারায় যুক্তরাষ্ট্র ৷ যখন মনে হচ্ছিল প্রোটিয়াদের জয় কেবল সময়ের অপেক্ষা, তখনই ব্যাট হাতে প্রতিরোধক গড়েন গাউস ৷ তাঁকে কিছুটা সঙ্গ দেন হরমিত সিং ৷ 22 বলে 36 রান করে হরমিত আউট হলেও 47 বলে খেলে 80 রানে অপরাজিত থেকে যান গাউস ৷ মারেন 5টি চার, 5টি ছয় ৷ যদিও তাঁর এই ইনিংস জয় এনে দিতে পারেনি দলকে ৷ 6 উইকেট হারিয়ে 20 ওভারে 176 রানে থেমে যায় যুক্তরাষ্ট্র ৷

ঘরের মাঠে মন্ধানা ‘রাজ’, শতরানের নিরিখে মিতালি’কে ছুঁলেন স্মৃতি

ব্যাট হাতে ডি'কক নায়ক হলে এদিন দক্ষিণ আফ্রিকার জয়ে বল হাতে নায়ক কাগিসো রাবাদা ৷ 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নেন তিনি ৷ সুপার এইটে গ্রুপ 'বি'র পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷

অ্যান্টিগা, 20 জুন: ঠিক যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল দক্ষিণ আফ্রিকার ৷ কষ্টার্জিত না-হলেও বুধবার অ্যান্টিগায় আন্দ্রিয়েস গাউস আতঙ্ক তাড়া করে জিতল প্রোটিয়া বাহিনী ৷ দক্ষিণ আফ্রিকাজাত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার এদিন কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকা এবং জয়ের মাঝে ৷ দক্ষিণ আফ্রিকার দেওয়া 195 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গাউসের ব্যাটে একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু গাউসের 47 বলে অপরাজিত 80 রানের ইনিংস ব্যর্থ করে সুপার এইটের প্রথম ম্যাচে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ৷

অ্যান্টিগায় টস জিতে এদিন প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র ৷ ওপেনার কুইন্টন ডি'ককের 40 বলে 74 রানের ইনিংসে বড় রানের ইমারত গড়ে দক্ষিণ আফ্রিকা ৷ ডি'কক মারেন 7টি চার, 5টি ছয় ৷ এছাড়া অধিনায়ক এইডেন মার্করামের 32 বলে 46 রান এবং হেনরিক ক্লাসেনের 22 বলে অপরাজিত 36 রানের সৌজন্য়ে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 194 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷

জবাবে 76 রান 5 উইকেট হারায় যুক্তরাষ্ট্র ৷ যখন মনে হচ্ছিল প্রোটিয়াদের জয় কেবল সময়ের অপেক্ষা, তখনই ব্যাট হাতে প্রতিরোধক গড়েন গাউস ৷ তাঁকে কিছুটা সঙ্গ দেন হরমিত সিং ৷ 22 বলে 36 রান করে হরমিত আউট হলেও 47 বলে খেলে 80 রানে অপরাজিত থেকে যান গাউস ৷ মারেন 5টি চার, 5টি ছয় ৷ যদিও তাঁর এই ইনিংস জয় এনে দিতে পারেনি দলকে ৷ 6 উইকেট হারিয়ে 20 ওভারে 176 রানে থেমে যায় যুক্তরাষ্ট্র ৷

ঘরের মাঠে মন্ধানা ‘রাজ’, শতরানের নিরিখে মিতালি’কে ছুঁলেন স্মৃতি

ব্যাট হাতে ডি'কক নায়ক হলে এদিন দক্ষিণ আফ্রিকার জয়ে বল হাতে নায়ক কাগিসো রাবাদা ৷ 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নেন তিনি ৷ সুপার এইটে গ্রুপ 'বি'র পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.