কলকাতা, 20 অগস্ট: আরজি কর ঘটনার প্রতিবাদে এবার মিছিলে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’ একটি প্রতিবাদ মিছিল করবে ৷ সন্ধে সাড়ে 7টায় হাঁটবেন ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা । ওই মিছিলেই থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সোমবার রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক্স হ্যান্ডেলের প্রোফাইল ফোটো কালো করে দিয়েছিলেন সৌরভ ৷
ডোনা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন, ‘‘আমার নাচের স্কুলের মেয়েরা আরজি কর ঘটনার প্রতিবাদে শামিল হতে চাইছে ৷ আমি ওদের সমর্থন করলাম ৷ ওদের চাওয়া তো আমারও চাওয়া ৷ আমিও হাঁটব প্রতিবাদে । তবে, যানজটের কথা ভেবে বেশিদূর যাব না ৷ বেহালা চৌরাস্তায় আমাদের নাচের স্কুল থেকে জেমস লং সরণী হয়ে ব্লাইন্ড স্কুল অবধি হেঁটে ফিরে আসব স্কুলে ৷ শান্তিপূর্ণভাবে, বেশি আওয়াজ না-তুলে হাঁটার পরিকল্পনা আছে আমাদের ।’’ আগেও ডোনা জানিয়েছিলেন, ‘রাত দখল’ প্রতিবাদ কর্মসূচিতেও তাঁর শামিল হওয়ার পরিকল্পনা ছিল ৷ মেয়ের অসুস্থতার কারণেই তাতে যোগ দিতে পারেননি ৷
সোমবার রাত দশ’টার পরে দেখা গিয়েছিল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলের ডিপি (প্রোফাইল ফোটো) বদলে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ পুরনো ডিপি সরিয়ে তা কালো করেছেন মহারাজ ৷ আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার-পড়ুয়ার পাশে দাঁড়িয়ে অনেকেই সোশাল মিডিয়া প্রোফাইলের ডিপি কালো করে ফেলেছেন ৷ সেই তালিকায় নয়া সংযোজন সৌরভ ৷ এবার প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে সরাসরি বার্তা দিতে চাইলেন তিনি ৷
শনিবার দ্বিতীয়বার আরজি করের ঘটনায় মুখ খুলেছিলেন সৌরভ ৷ রবিবার, 11 অগস্ট তাঁর করা একটি মন্তব্য বিতর্ক শুরু হয় ৷ ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়’ মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে বিভিন্নমহলে ৷ 17 অগস্ট সেই বিতর্কেই জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি ৷ জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷