ETV Bharat / sports

সেরা দল নিয়ে টি-20 বিশ্বকাপে ভারত, আগরকর-রোহিতের বাছাইকে সমর্থন সৌরভের - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 11:30 AM IST

ETV BHARAT
বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচনে সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী ৷ (নিজস্ব চিত্র)

T20 World Cup 2024: আসন্ন টি-20 বিশ্বকাপের দল বাছাই হয়ে গিয়েছে ৷ যেখানে রিঙ্কু সিং মূল দলে সুযোগ পাননি ৷ বদলে চার স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে বিসিসিআই ৷ যে সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 4 মে: আইপিএলের ফাঁকে বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী দলগুলির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত ৷ ফলে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগে দেশের সেরা ক্রিকেটারদের দেখছেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সদ্য ভারতীয় দল ঘোষণা হয়েছে ৷ যা নিয়ে সমালোচকরা তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন ৷ কিন্তু, প্রাক্তন ভারত অধিনায়ক অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটির বাছা দল দেখে খুশি ও সন্তুষ্ট ৷ একই সঙ্গে প্রবল আত্মবিশ্বাসীও তিনি ৷

15 সদস্যের টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি ৷ এখানেই শেষ নয়, কেএল রাহুল বাদ এবং সঞ্জু স্যামসনের ভারতীয় দলে সুযোগ পাওয়ার ঘটনাকেও ‘সঠিক’ বলছেন তিনি ৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে সিএবির বেঙ্গল প্রো টি-20 লিগের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ৷ তিনি বলেছেন, "সেরা দলই বিশ্বকাপে যাচ্ছে ৷ আসন্ন টি20 বিশ্বকাপের আসরে রীতিমতো শক্তিশালী দল নিয়েই হাজির হতে চলেছে ভারত ৷"

বিশ্বকাপের দল ঘোষণার আগে অনেকগুলি বিষয় নিয়ে জল্পনা ছিল ৷ যার মধ্যে ছিল রিঙ্কু সিংয়ের বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টিও ৷ ভারতীয় ক্রিকেটমহল ধরেই নিয়েছিল যে, রিঙ্কু কুড়ি-কুড়ি বিশ্বকাপের মূল দলে থাকবেন ৷ বাস্তবে দেখা গেল রিঙ্কু রয়েছেন রিজার্ভ তালিকায় ৷ কেন? সৌরভ বলছেন, "ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে টি-20 বিশ্বকাপের সময় স্পিনাররা বড় ভূমিকা নিতে চলেছেন ৷ চার স্পিনারকে দলে রাখতে গিয়েই রিঙ্কুকে রিজার্ভে থাকতে হয়েছে ৷ তার জন্য রিঙ্কুর হতাশ হওয়ার কিছু নেই ৷ বয়স কম ওর ৷ সামনে দীর্ঘ ক্রিকেট জীবন অপেক্ষা করে রয়েছে ওর জন্য ৷"

রিঙ্কুর নাম রিজার্ভে থাকাই নয়, তাহলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে আরও চমক ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চহাল—মোট চারজন স্পিনারকে নিয়ে টি 20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে রোহিত শর্মার ভারত ৷ কেন চার স্পিনার ? প্রশ্ন শেষ হওয়া মাত্র দ্রুত জবাব, "ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার বাইশ গজ মন্থরই হবে ৷ সেখানে স্পিনারদের বড় ভূমিকা নিতে হবে ৷ আমার মনে হয়, ওখানকরার পরিস্থিতির কথা বিবেচনা করে চার স্পিনারের সিদ্ধান্ত বেশ ভালো হয়েছে ৷"

ঋষভ পন্ত প্রত্যাশিতভাবেই ভারতীয় দলে ফিরেছেন ৷ বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে বিতর্কে পাত্তাই দিলেন না সৌরভ ৷ চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে শিবম দুবেও বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন ৷ সৌরভের কথায়, "কোহলি, রোহিত, ঋষভরা বরাবরই ম্যাচ উইনার ৷ সেরা দল নিয়েই ভারত বিশ্বকাপে যাচ্ছে ৷ সঞ্জুও ভারতীয় দলে সুযোগ পেয়েছে ৷ আমি ওর জন্য খুশি ৷ এই দলটার মধ্যে সফল হওয়ার সব মশলা রয়েছে ৷"

আরও পড়ুন:

  1. চার উইকেটে 'মূল্য' চোকালেন স্টার্ক, ওয়াংখেড়ে’তে এক যুগের শাপমুক্তি নাইটদের
  2. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
  3. আইএসএল চ্যাম্পিয়ন হয়ে বৃত্ত সম্পূর্ণ করার লক্ষ্যে স্থির হাবাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.