ETV Bharat / sports

'দৃষ্টান্ত তৈরি করুক শীর্ষ আদালত', আরজি করের ঘটনায় ন্য়ায়বিচার চেয়ে ফের সরব মহারাজ - RG KAR DOCTOR RAPE AND MURDER - RG KAR DOCTOR RAPE AND MURDER

SOURAV ON RG KAR INCIDENT: মেয়ে সানার সঙ্গে হেঁটেছিলেন মোমবাতি মিছিলে ৷ আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন আগেই ৷ এবার সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনায় একটি অনুরোধ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কী বললেন তিনি?

SOURAV GANGULY
সৌরভ গঙ্গোপাধ্যায় (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 2:22 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: "যা ঘটেছে তার জন্য বিচার পেতেই হবে ৷" আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে ফের সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার দেশের শীর্ষ আদালতে ফের চলছে আরজি কর কাণ্ডের শুনানি ৷ সেই শুনানির মাঝেই ফের ন্যায়বিচার চেয়ে সরব হলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ৷ সেইসঙ্গে শীর্ষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বাংলার মহারাজ ৷

সৌরভ গঙ্গোপাধ্যায় বক্তব্য (ETV Bharat)

শহরের এক পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷ শীর্ষ আদালতে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছে ৷ মঙ্গলবার বিকেল 5টা সময়ও বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে ৷ এবিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, "সুপ্রিম কোর্টের অর্ডার আমি এখনও দেখিনি ৷ তাই মন্তব্য করা উচিৎ নয় ৷ কিন্তু আমি চাইব স্বতঃস্ফূর্ত ভাবে যারা এই অরাজনৈতিক আন্দোলন করেছেন তাদের সঙ্গে থেকে মেয়েটির (তিলোত্তমা) ন্য়ায়বিচার যেন হয় ৷"

এখানেই শেষ নয় ৷ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে এরপর সৌরভ বলেন, "আমরা জানি যে কোনও মামলায় সময় লাগে ৷ কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার যেন বিচার হয় ৷ আর এমন বিচার হোক যাতে সারা পৃথিবীতে উদাহরণ হয়ে থাকে ৷ কোনও মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ না করতে পারে ৷"

আরজি কর কাণ্ডে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়েরই একটি মন্তব্য ঘিরে বেশ শোরগোল হয়েছিল ৷ ঘটনাটিকে 'বিচ্ছিন্ন' বলে বিপাকে পড়েছিলেন 'প্রিন্স অফ ক্য়ালকাটা' ৷ যদিও পরে তাঁর পুরো মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন সৌরভ ৷ পরবর্তীতে মেয়ে সানার সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণও করেছিলেন দেশের অন্যতম সফল অধিনায়ক ৷ সোমবার ফের তিনি সরব হলেন জঘন্য ঘটনার প্রতিবাদে ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: "যা ঘটেছে তার জন্য বিচার পেতেই হবে ৷" আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে ফের সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার দেশের শীর্ষ আদালতে ফের চলছে আরজি কর কাণ্ডের শুনানি ৷ সেই শুনানির মাঝেই ফের ন্যায়বিচার চেয়ে সরব হলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ৷ সেইসঙ্গে শীর্ষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বাংলার মহারাজ ৷

সৌরভ গঙ্গোপাধ্যায় বক্তব্য (ETV Bharat)

শহরের এক পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷ শীর্ষ আদালতে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছে ৷ মঙ্গলবার বিকেল 5টা সময়ও বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে ৷ এবিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, "সুপ্রিম কোর্টের অর্ডার আমি এখনও দেখিনি ৷ তাই মন্তব্য করা উচিৎ নয় ৷ কিন্তু আমি চাইব স্বতঃস্ফূর্ত ভাবে যারা এই অরাজনৈতিক আন্দোলন করেছেন তাদের সঙ্গে থেকে মেয়েটির (তিলোত্তমা) ন্য়ায়বিচার যেন হয় ৷"

এখানেই শেষ নয় ৷ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে এরপর সৌরভ বলেন, "আমরা জানি যে কোনও মামলায় সময় লাগে ৷ কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার যেন বিচার হয় ৷ আর এমন বিচার হোক যাতে সারা পৃথিবীতে উদাহরণ হয়ে থাকে ৷ কোনও মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ না করতে পারে ৷"

আরজি কর কাণ্ডে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়েরই একটি মন্তব্য ঘিরে বেশ শোরগোল হয়েছিল ৷ ঘটনাটিকে 'বিচ্ছিন্ন' বলে বিপাকে পড়েছিলেন 'প্রিন্স অফ ক্য়ালকাটা' ৷ যদিও পরে তাঁর পুরো মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন সৌরভ ৷ পরবর্তীতে মেয়ে সানার সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণও করেছিলেন দেশের অন্যতম সফল অধিনায়ক ৷ সোমবার ফের তিনি সরব হলেন জঘন্য ঘটনার প্রতিবাদে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.