কলকাতা, 30 মে: আসন্ন টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সময় শেষ হচ্ছে ৷ সেই জায়গা কাকে দেওয়া হবে তা নিয়ে দিন পনেরোরও বেশি সময় ধরে বিসিসিআই খোঁজ চালিয়েছে ৷ ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচের পদে আবেদন জমা পড়েছে বিস্তর ৷ তবে বোর্ডের তরফ থেকে দেওয়া কোচের বিজ্ঞপ্তি শেষ হয়ে গেলেও এখনও কারও নাম সামনে আসেনি ৷ কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম নিয়ে বেশ জল্পনা চলেছে ৷ তবে এরইমাঝে রোহিত-হার্দিকদের হেডস্যর নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ কী বললেন মহারাজ?
সৌরভ এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কারও জীবনে কোচের অবদান, তাঁদের পথপ্রদর্শন, এবং অবিরত অনুশীলন কারও জীবনটাই বদলে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান বিচক্ষণতার সঙ্গে বাছাই করতে হবে।"
সামনেই টি-20 বিশ্বকাপ, 'মেন ইন ব্লু'র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই
এদিকে, 27 মে আবেদনের শেষ তারিখ ছিল। বোর্ডের কাছে 3000 -এরও বেশি কোচ হতে ইচ্ছুক ব্যক্তির আবলেদন জমা পড়েছে। তবে এর মধ্যে অধিকাংশ-ই ভুয়ো। বোর্ড সেইসঙ্গে এও জানিয়েছে, কোচ বাছাই নিয়ে একদমই তাড়াহুড়ো করছে না বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি দিনই জানিয়ে দিয়েছিলেন, কোচ হিসাবে এমন কাউকে খোঁজা হচ্ছে, যিনি ভারতের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে খুব ভালো করে অবগত ৷ আর এই কথাকেই এদিন মান্যতা দিলেন, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷
এদিন সৌরভ নিজের পোস্টে কোথাও ভারতীয় ক্রিকেট বোর্ডকে টানেননি। কোনও ব্যক্তিরও নামও নেননি। কিন্তু এমন একটি সময়ে এই পোস্ট করেছেন যখন ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ বাছাই করার কাজ চলছে ৷ এই পোস্টের পর অনেকেই মনে করছেন কোচ হিসাবে সৌরভ কি তাহলে নিজের নামকেও উল্লেখ করলেন ৷
টিম ইন্ডিয়ার কোচের পদে দ্রাবিড়ীয় সভ্যতায় অবসান! 'গম্ভীর' জল্পনায় বোর্ড