ETV Bharat / sports

এবার মোটর স্পোর্টসে সৌরভ, কিনলেন কলকাতার দল - Sourav Ganguly

Sourav Ganguly New Venture: ক্রিকেট-ফুটবলের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় মোটর রেসিং গেমে পা দিলেন। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা দলের মালিক হলেন তিনি।

Sourav Ganguly
মোটর স্পোর্টসে সৌরভ (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 11:08 PM IST

কলকাতা, 11 জুলাই: ক্রিকেট ফুটবলের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় মোটর রেসিং গেমে পা দিলেন। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে তিনি কলকাতা দলের মালিক হলেন । দলের নাম কলকাতা 'রয়্যাল টাইগার রেসিং টিম'। 2024 সালের মরশুম শুরু হতে চলেছে। তার আগে মোটোর স্পোর্টসের দল কিনলেন তিনি। প্রসঙ্গত ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল তিন বছরে পা দিতে চলেছে।

ভারতের মোটর স্পোর্টসের জনপ্রিয়তা বাড়াতেই রেসিং ফেস্টিভ্যাল শুরু করেছে রেসিং প্রোমোশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। এখানে দুটো প্রধান চ্যাম্পিয়নশিপ খেলা হবে। রয়েছে ইন্ডিয়ান রেসিং লিগ এবং ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় আটটা শহর অংশ নিচ্ছে। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও অহমেদাবাদে অগাস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এত বছর কলকাতা ছিল না। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পা রাখছে কলকাতা।

সৌরভ বলেন, "ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা দলকে নিয়ে আমি এই যাত্রা শুরুর আগে মুখিয়ে রয়েছি। মোটরস্পোর্টস সবসময় আমার আবেগ ছিল । কলকাতা রয়্যাল টাইগার্সের সঙ্গে আমরা টার্গেট নিয়েছি ভারতের রেসিংকে দারুণ জায়গায় নিয়ে যেতে । পাশাপাশি মোটরস্পোর্টসে নতুন প্রজন্মকে তুলে আনতে ।"

আইপিএল ট্রফি ফেরানোর উদযাপনে নাইটদের সঙ্গী হবেন কি ভারতীয় দলের হেডস্যার ?

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে বিভিন্ন ব্যাপারে যুক্ত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে নিজেকে তুলে ধরেছেন,যুক্ত করছেন। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এরপর তিনি যান ক্রিকেট প্রশাসনে। প্রথমে সিএবি সচিব ও তারপর প্রেসিডেন্ট। এরপর বিসিসিআই-তে, প্রেসিডেন্ট হন। এরপর বিসিসিআই ছাড়ার পর আইপিএলে যুক্ত হন। সেখানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসেন। এছাড়াও আইএসএলে মোহনবাগান সুপারজায়ান্টের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। টিভিতে সঞ্চালনা করছেন। এবার ফের নতুন ভূমিকায়। সেখানে যুক্ত হল মোটরস্পোর্টসের কর্ণধারের তকমা।

কলকাতা, 11 জুলাই: ক্রিকেট ফুটবলের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায় মোটর রেসিং গেমে পা দিলেন। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে তিনি কলকাতা দলের মালিক হলেন । দলের নাম কলকাতা 'রয়্যাল টাইগার রেসিং টিম'। 2024 সালের মরশুম শুরু হতে চলেছে। তার আগে মোটোর স্পোর্টসের দল কিনলেন তিনি। প্রসঙ্গত ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল তিন বছরে পা দিতে চলেছে।

ভারতের মোটর স্পোর্টসের জনপ্রিয়তা বাড়াতেই রেসিং ফেস্টিভ্যাল শুরু করেছে রেসিং প্রোমোশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। এখানে দুটো প্রধান চ্যাম্পিয়নশিপ খেলা হবে। রয়েছে ইন্ডিয়ান রেসিং লিগ এবং ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় আটটা শহর অংশ নিচ্ছে। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও অহমেদাবাদে অগাস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এত বছর কলকাতা ছিল না। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পা রাখছে কলকাতা।

সৌরভ বলেন, "ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা দলকে নিয়ে আমি এই যাত্রা শুরুর আগে মুখিয়ে রয়েছি। মোটরস্পোর্টস সবসময় আমার আবেগ ছিল । কলকাতা রয়্যাল টাইগার্সের সঙ্গে আমরা টার্গেট নিয়েছি ভারতের রেসিংকে দারুণ জায়গায় নিয়ে যেতে । পাশাপাশি মোটরস্পোর্টসে নতুন প্রজন্মকে তুলে আনতে ।"

আইপিএল ট্রফি ফেরানোর উদযাপনে নাইটদের সঙ্গী হবেন কি ভারতীয় দলের হেডস্যার ?

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে বিভিন্ন ব্যাপারে যুক্ত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে নিজেকে তুলে ধরেছেন,যুক্ত করছেন। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এরপর তিনি যান ক্রিকেট প্রশাসনে। প্রথমে সিএবি সচিব ও তারপর প্রেসিডেন্ট। এরপর বিসিসিআই-তে, প্রেসিডেন্ট হন। এরপর বিসিসিআই ছাড়ার পর আইপিএলে যুক্ত হন। সেখানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসেন। এছাড়াও আইএসএলে মোহনবাগান সুপারজায়ান্টের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। টিভিতে সঞ্চালনা করছেন। এবার ফের নতুন ভূমিকায়। সেখানে যুক্ত হল মোটরস্পোর্টসের কর্ণধারের তকমা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.