ETV Bharat / sports

ভারতে সুবিধে করতে পারবে না বাংলাদেশ, স্পষ্ট জানালেন সৌরভ-জাদেজা - INDIA VS BANGLADESH TEST SERIES

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 10:56 PM IST

SOURAV AND JADEJA ON INDIA VS BANGLADESH TEST SERIES: ভারতীয় দল বর্তমান পাকিস্তান দলের থেকে অনেক এগিয়ে ৷ তাই বাংলাদেশ পাকিস্তানকে ঘরের মাটিতে হারিয়ে এলেও ভারত আসন্ন টেস্ট সিরিজে পরিষ্কার ফেভারিট ৷ সিএবি অনুষ্ঠান এসে জানালেন অজয় জাদেজা ৷

CAB ANNUAL AWARD CEREMONY
সিএবির অনুষ্ঠানে সৌরভ জাদেজা (ETV Bharat)

কলকাতা, 14 সেপ্টেম্বর: আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ অভিযান শুরু ভারতের ৷ পাকিস্তানের মাটিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে সিরিজ জিতে ভারতে খেলতে আসছে বাংলাদেশ ৷ তাই নাজমুল হোসেন শান্ত অ্য়ান্ড কোম্পানি ভারতকে যথেষ্ট বেগ দেবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের ৷ কিন্তু সেই ধারণাকে বিশেষ আমল দিচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জাতীয় দলে তাঁর একদা সতীর্থ অজয় জাদেজা ৷ সিএবি'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতকে পরিষ্কার ফেভারিট বাছলেন দু'জনেই ৷

ভারতের সাফল্যে আশাবাদী সৌরভ (ইটিভি ভারত)

এদিন সিএবি'র অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান দলের প্রতি সম্মান রেখেই সৌরভ জানালেন ভারতের সঙ্গে কোনও তুলনা চলে না ৷ মহারাজের কথাই প্রতিধ্বনিত হল প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজার গলায় ৷ সৌরভ বলেন, "এখানে ভারতের জিততে কোনও সমস্যা হবে না ৷ সম্মান রেখেই বলছি পাকিস্তান আর ভারত এক নয় ৷ ভারত ভারতের মাটিতে শক্তিশালী ৷ ভারতের বাইরেও শক্তিশালী ৷"

এই প্রসঙ্গে আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়েও ভবিষ্যদ্বাণী করেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ জানালেন, ভারতীয় বোলারদের বিপক্ষের 20টা উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ তাই ব্য়াট ভালো করলে ভারত যাকে ইচ্ছে হারাতে পারে ৷" যদিও কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়ে বেশি কিছু বলতে চাননি সৌরভ ৷

সৌরভের সুরেই জাদেজা বলেন, "যে কোনও দলই কোনও সিরিজ জিতলে পরের সিরিজেও জেতার খিদেটা রাখে ৷ তবে আমার মনে হয় বর্তমান পাকিস্তান দলের সঙ্গে ভারতীয় দলের অনেক তফাৎ ৷ ভারতীয় দল অনেক শক্তিশালী ৷" তবে যেহেতু বাংলাদেশ স্পিনটা ভালো খেলে এবং করে তাই জয়ের অভ্যাসটা তারা ধরে রাখতে চাইবে ৷ একইসঙ্গে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে অজিভূমে ভারত গতবারগুলোর তুলনায় রেকর্ড আরও ভালো করে জিততে চেষ্টা করবে বলে মত 196টি ওডিআই খেলা প্রাক্তন ক্রিকেটারের ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ অভিযান শুরু ভারতের ৷ পাকিস্তানের মাটিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে সিরিজ জিতে ভারতে খেলতে আসছে বাংলাদেশ ৷ তাই নাজমুল হোসেন শান্ত অ্য়ান্ড কোম্পানি ভারতকে যথেষ্ট বেগ দেবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের ৷ কিন্তু সেই ধারণাকে বিশেষ আমল দিচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জাতীয় দলে তাঁর একদা সতীর্থ অজয় জাদেজা ৷ সিএবি'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতকে পরিষ্কার ফেভারিট বাছলেন দু'জনেই ৷

ভারতের সাফল্যে আশাবাদী সৌরভ (ইটিভি ভারত)

এদিন সিএবি'র অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান দলের প্রতি সম্মান রেখেই সৌরভ জানালেন ভারতের সঙ্গে কোনও তুলনা চলে না ৷ মহারাজের কথাই প্রতিধ্বনিত হল প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজার গলায় ৷ সৌরভ বলেন, "এখানে ভারতের জিততে কোনও সমস্যা হবে না ৷ সম্মান রেখেই বলছি পাকিস্তান আর ভারত এক নয় ৷ ভারত ভারতের মাটিতে শক্তিশালী ৷ ভারতের বাইরেও শক্তিশালী ৷"

এই প্রসঙ্গে আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়েও ভবিষ্যদ্বাণী করেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ জানালেন, ভারতীয় বোলারদের বিপক্ষের 20টা উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ তাই ব্য়াট ভালো করলে ভারত যাকে ইচ্ছে হারাতে পারে ৷" যদিও কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়ে বেশি কিছু বলতে চাননি সৌরভ ৷

সৌরভের সুরেই জাদেজা বলেন, "যে কোনও দলই কোনও সিরিজ জিতলে পরের সিরিজেও জেতার খিদেটা রাখে ৷ তবে আমার মনে হয় বর্তমান পাকিস্তান দলের সঙ্গে ভারতীয় দলের অনেক তফাৎ ৷ ভারতীয় দল অনেক শক্তিশালী ৷" তবে যেহেতু বাংলাদেশ স্পিনটা ভালো খেলে এবং করে তাই জয়ের অভ্যাসটা তারা ধরে রাখতে চাইবে ৷ একইসঙ্গে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে অজিভূমে ভারত গতবারগুলোর তুলনায় রেকর্ড আরও ভালো করে জিততে চেষ্টা করবে বলে মত 196টি ওডিআই খেলা প্রাক্তন ক্রিকেটারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.