ETV Bharat / sports

ঘরের মাঠে মন্ধানা ‘রাজ’, শতরানের নিরিখে মিতালি’কে ছুঁলেন স্মৃতি - Smriti Mandhana - SMRITI MANDHANA

Smriti Mandhana bags new Record: দক্ষিণ আফ্রিকাকে দেখলেই যেন জ্বলে ওঠেন স্মৃতি মন্ধানা ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই’তেও সেঞ্চুরি করলেন ভারতের সহ-অধিনায়ক ৷ শুধু শতরানই নয়, একাধিক রেকর্ডও গড়েছেন তিনি, ছুঁয়েছেন দেশের সেরা ব্যাটারকেও ৷

Etv Bharat
স্মৃতি মন্ধানা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 19, 2024, 7:19 PM IST

বেঙ্গালুরু, 19 জুন: ‘ঘরের মাঠে’ দুরন্ত স্মৃতি মন্ধানা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রমিলা ব্রিগেড ৷ ডব্লিউপিএল’য়ের মরশুম যেখানে শেষ করেছিলেন, দেশের জার্সিতে ফের সেখান থেকে শুরু করেছেন দেশের ক্রিকেট রানি ৷ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও নজর কাড়তে পারেননি ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতেই ফের জ্বলে উঠেছেন মন্ধানা ৷ প্রথম ওডিআই’য়ের পর এবার দ্বিতীয় ম্যাচেও শতরান এল দেশের অন্যতম সেরা ব্যাটারের ব্যাটে ৷

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 120 বলে 136 রান করেছেন স্মৃতি ৷ ঝকঝকে ইনিংসে রয়েছে 18টি চার ও 2টি ছয় ৷ আজ জিতলেই সিরিজ পকেটে পুরবে দল ৷ এই অবস্থায় স্মৃতির শতরানে চালকের আসনে ‘উইমেন ইন ব্লু’ ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে স্মৃতির ব্যাট শুরু কথাই বলেনি, এসেছে একাধিক রেকর্ডও ৷ নিজের প্রাক্তন দলনেত্রী মিতালি রাজকেও ছুঁয়েছেন প্রমীলা ব্রিগেডের রানমেশিন ৷

একনজরে স্মৃতির রেকর্ড

  • প্রথম ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে পরপর দু’টি ওডিআই ম্যাচে শতরান করলেন স্মৃতি ৷ একইসঙ্গে এক সিরিজে (সমস্ত ফরম্যাট) সর্বাধিক শতরানের নিরিখে ছুঁয়েছেন সন্ধ্যা আগরওয়ালকে ৷ 1986 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দু’টি শতরান করেছিলেন সন্ধ্যা ৷
  • একদিনের ম্যাচে এখন স্মৃতির করা সেঞ্চুরির সংখ্যা 7টি ৷ মিতালি রাজের সঙ্গে একাসনে বসেছেন তাঁর প্রাক্তন সতীর্থ ৷ যদিও শতরানের নিরিখে ব্যাটারদের তালিকায় বিশ্বে 10 নম্বরে রয়েছেন মন্ধানা-রাজ ৷ একনম্বরে রয়েছেন 15টি শতরানের মালিক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ৷
  • সেঞ্চুরির সংখ্যায় বিশ্বে ওপেনারদের তালিকায় যুগ্ম তৃতীয় মন্ধানা-মিতালি জুটি ৷ সামনে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (12টি) এবং ইংল্যান্ডে ট্যামি বিউমন্ট ও শার্লট এডওয়ার্ডস (9টি) ৷

চালকের আসনে ভারত

দক্ষিণ আফ্রিকাকে দেখলেই যেন জ্বলে ওঠেন স্মৃতি ৷ ওডিআই কেরিয়ারে দ্বিতীয় সর্বাধিক রান এসেছে প্রোটিয়াদের বিরুদ্ধে ৷ শতরানের সংখ্যা 3টি ৷ এদিন অবশ্য শুধু দলের ওপেনারই নন, ক্যাপ্টেনস নক এসেছে হরমনপ্রীত কৌরের ব্যাটেও ৷ অধিনায়ক করলেন 103 রান ৷ স্মৃতি-হরমনের জোড়া সেঞ্চুরিতে ভর করে 325 রানের বিরাট পাহাড় খাড়া করেছে ভারত ৷ এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে অমল মজুমদারের মেয়েরা ৷

বেঙ্গালুরু, 19 জুন: ‘ঘরের মাঠে’ দুরন্ত স্মৃতি মন্ধানা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রমিলা ব্রিগেড ৷ ডব্লিউপিএল’য়ের মরশুম যেখানে শেষ করেছিলেন, দেশের জার্সিতে ফের সেখান থেকে শুরু করেছেন দেশের ক্রিকেট রানি ৷ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও নজর কাড়তে পারেননি ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতেই ফের জ্বলে উঠেছেন মন্ধানা ৷ প্রথম ওডিআই’য়ের পর এবার দ্বিতীয় ম্যাচেও শতরান এল দেশের অন্যতম সেরা ব্যাটারের ব্যাটে ৷

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 120 বলে 136 রান করেছেন স্মৃতি ৷ ঝকঝকে ইনিংসে রয়েছে 18টি চার ও 2টি ছয় ৷ আজ জিতলেই সিরিজ পকেটে পুরবে দল ৷ এই অবস্থায় স্মৃতির শতরানে চালকের আসনে ‘উইমেন ইন ব্লু’ ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে স্মৃতির ব্যাট শুরু কথাই বলেনি, এসেছে একাধিক রেকর্ডও ৷ নিজের প্রাক্তন দলনেত্রী মিতালি রাজকেও ছুঁয়েছেন প্রমীলা ব্রিগেডের রানমেশিন ৷

একনজরে স্মৃতির রেকর্ড

  • প্রথম ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে পরপর দু’টি ওডিআই ম্যাচে শতরান করলেন স্মৃতি ৷ একইসঙ্গে এক সিরিজে (সমস্ত ফরম্যাট) সর্বাধিক শতরানের নিরিখে ছুঁয়েছেন সন্ধ্যা আগরওয়ালকে ৷ 1986 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দু’টি শতরান করেছিলেন সন্ধ্যা ৷
  • একদিনের ম্যাচে এখন স্মৃতির করা সেঞ্চুরির সংখ্যা 7টি ৷ মিতালি রাজের সঙ্গে একাসনে বসেছেন তাঁর প্রাক্তন সতীর্থ ৷ যদিও শতরানের নিরিখে ব্যাটারদের তালিকায় বিশ্বে 10 নম্বরে রয়েছেন মন্ধানা-রাজ ৷ একনম্বরে রয়েছেন 15টি শতরানের মালিক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ৷
  • সেঞ্চুরির সংখ্যায় বিশ্বে ওপেনারদের তালিকায় যুগ্ম তৃতীয় মন্ধানা-মিতালি জুটি ৷ সামনে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (12টি) এবং ইংল্যান্ডে ট্যামি বিউমন্ট ও শার্লট এডওয়ার্ডস (9টি) ৷

চালকের আসনে ভারত

দক্ষিণ আফ্রিকাকে দেখলেই যেন জ্বলে ওঠেন স্মৃতি ৷ ওডিআই কেরিয়ারে দ্বিতীয় সর্বাধিক রান এসেছে প্রোটিয়াদের বিরুদ্ধে ৷ শতরানের সংখ্যা 3টি ৷ এদিন অবশ্য শুধু দলের ওপেনারই নন, ক্যাপ্টেনস নক এসেছে হরমনপ্রীত কৌরের ব্যাটেও ৷ অধিনায়ক করলেন 103 রান ৷ স্মৃতি-হরমনের জোড়া সেঞ্চুরিতে ভর করে 325 রানের বিরাট পাহাড় খাড়া করেছে ভারত ৷ এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে অমল মজুমদারের মেয়েরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.