কলকাতা, 27 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগের ফাইনালে মুখোমুখি স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে কলকাতা টাইগার্সকে 6 উইকেটে পরাজিত করে ফাইনালে স্ম্যাশার্স মালদা। মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্য়ায়ের অনবদ্য হাফ সেঞ্চুরিতে অনায়াস জয় পায় মালদা।
প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক পোড়েলের কলকাতা টাইগার্স ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। যা থেকে তারা বেরোতে পারেনি। স্ম্যাশার্স মালদার আগুনে বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে কলকাতা। একমাত্র অভিষেক পোড়েলের 26 বলে 29 রান ছাড়া বাকিরা সকলেই মালদার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। মুকেশ কুমার 23 রানে পাঁচ উইকেট নেন। 26 রানে দু'টি উইকেট পান ঋত্বিক চট্টোপাধ্যায়। ফলস্বরূপ কলকাতা টাইগার্স মাত্র 105 রানে শেষ হয়ে যায়।
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে স্ম্যাশার্স মালদা 16.3 ওভারে চার উইকেট হারিয়ে 109 রান করে অনায়াসে জয় তুলে নেয়। অধিনায়ক ঋত্বিক বল হাতে দুই উইকেট নেওয়ার পরে ব্যাট করতে নেমে 41 বলে 50 রান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋতম পোড়েলের 44 বলে 42 রান ৷ একসময় মালদার দুই উইকেট পড়ে গিয়েছিল সাত রানে। এই অবস্থায় বিপর্যয় থামিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান ঋত্বিকই ৷ তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই মালদার ফাইনালের ওঠার পথ গড়ে।
ইডেনে সন্ধ্যায় অন্য সেমিফাইনালে মেদিনীপুর উইজার্ডসকে পাঁচ উইকেটে হারাল মুর্শিদাবাদ কিংস। প্রথমে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ডস ঋদ্ধিমান সাহার 30 বলে 32 এবং প্রিয়াংশু শ্রীবাস্তবের 35 বলে 44 রানের সাহায্যে 6 উইকেটে 144 রান তোলে। মুর্শিদাবাদ কিংসের সুখমিৎ সিং 36 রানে দুই উইকেট নেন। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কিংসের কৌশিক ঘোষের 41 বলে 45 এবং আদিত্য পুরোহিতের 16 বলে 28 রানে ভর দিয়ে জয় তুলে নেয়। মাত্র 18.5 ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে 145 রান তোলে। আগামিকাল ফাইনালে মালদা বনাম মুর্শিদাবাদের লড়াইয়ে নির্ধারিত হবে প্রথম বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফির ঠিকানা।