কলকাতা, 29 জুন: শেষ ভালো যার সব ভালো তার। বেঙ্গল প্রো টি-20 লিগে বাংলার এই প্রবাদটি উপযুক্ত। 11 জুন থেকে শুরু হওয়া বেঙ্গল প্রো টি-20 লিগে শেষ ম্যাচ বৃষ্টি বিপর্যস্ত। শুক্রবার সন্ধ্যায় ইডেনে ছেলেদের ফাইনাল ছিল সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ। স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস পরস্পরের মুখোমুখি। ম্যাচ উপস্থিত 18 দিনের টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক।
বিশিষ্টজনদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান চেতন শর্মা, ভেঙ্কটেশ প্রসাদ, যাঁর হাতে বাংলার বোলার তৈরির দায়িত্ব দিতে চলেছে সিএবি, নরেন্দ্র হিরওয়ানি তিনিও ছিলেন। কিন্তু খেলাটাই সম্পূর্ণ করা গেল না তুমুল বৃষ্টির কারণে। বৃষ্টিই শুক্রবার সন্ধ্যায় ইডেনে খলনায়ক। অথচ আয়োজনে ত্রুটি ছিল না। উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য দু'টো ইনিংসের মাঝে লেজার-শো হয়। কিন্তু সবকিছুই বিফলে।
ইডেনে দুপুরে মেয়েদের ফাইনালটি ছিল রুদ্ধশ্বাস ম্যাচ। পাঁচ রানে মুর্শিদাবাদ কুইন্সকে হারিয়ে প্রথম বেঙ্গল টি-20 লিগ খেতাব কলকাতা টাইগার্সের। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা টাইগার্স 110 রান করে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কুইন্স নয় উইকেটে 105 রানে থেমে যায়। সন্দীপ্তা পাত্র দলের সর্বোচ্চ 45 রান করেও শেষ রক্ষা হয়নি। কলকাতা টাইগার্স ইপ্সিতা মণ্ডলের 37 এবং অধিনায়ক মিতা পাল 24 রানে ভর দিয়ে 5 উইকেটে 110 রান করে।
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কুইন্স 20 ওভারে নয় উইকেটে 105 রানে থেমে গেলে চ্যাম্পিয়ন হয় কলকাতা। সন্ধ্যায় ছেলেদের ফাইনালে বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না আকাশে। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় দর্শক ভিড় করেছিল ইডেনে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ কিংস। নৈশালোকে ব্যাট করতে নেমে স্ম্যাশার্স মালদা আট উইকেটে 116 রান করে। রণজ্যোত সিং খইরা 16 বলে 21 রান করেন। সৌরভ সিং করেন 20 রান। মুর্শিদাবাদ কিংসের দিনশাদ খান এবং জিৎ ঠাকুর দু'টো করে উইকেট নেন।
প্রত্যুত্তরে ব্যাট করতে নামে মুর্শিদাবাদ। কিন্তু 1.1 ওভার গড়াতেই বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। স্কোরবোর্ডে মুর্শিদাবাদ কিংসের রান 7। কিন্তু বৃষ্টি আর থামেনি। কভারে ঢাকা ইডেন তখন জল থইথই। সোয়া দশটা নাগাদ খেলা পরিতক্ত ঘোষণা করা হয়। সেইসঙ্গে স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়।