ETV Bharat / sports

বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী ম্যাচে জয় শিলিগুড়ির, উদ্বোধনে চমক নুসরত ভারুচা - Bengal Pro T20 League - BENGAL PRO T20 LEAGUE

Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী ম্যাচ হারবার ডায়মন্ডসের বিরুদ্ধে জয় শিলিগুড়ি স্ট্রাইকার্সের ৷ ইডেন গার্ডেন্সে মঙ্গলবার রাতে প্রথমে হারবার ডায়মন্ডস এবং দ্বিতীয় ইনিংসে শিলিগুড়ি স্ট্রাইকার্সের বোলারদের দাপট দেখা গেল ৷

ETV BHARAT
বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী ম্যাচে জয় শিলিগুড়ি স্ট্রাইকার্সের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 3:48 PM IST

কলকাতা, 12 জুন: আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-20 লিগ ৷ মঙ্গলবার থেকে আটটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টর প্রথম ম্যাচে জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে 8 রানে হারাল তারা ৷ 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন সূরজ জয়সওয়াল ৷ 141 রান ডিফেন্ড করে বেঙ্গল প্রো টি-20 লিগের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ঋত্বিক রায়চৌধুরীর শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম চমক ছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা ৷ সঙ্গে টলিপাড়ার নতুন জুটি জিৎ এবং রুক্মিণী মৈত্র ৷

এদিন প্রথমে ব্যাট করে 19.3 ওভারে 141 রানে অলআউট হয়ে যায় শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ শিলিগুড়ির হয়ে শান্তনু সর্বোচ্চ 44 রান করেন ৷ ওপেনার অঙ্কুর পাল 18 বলে 31 রানের ইনিংস খেলেন ৷ 13 বলে 20 রান করেছেন বিকাশ সিং ৷ হারবার ডায়মন্ডসের হয়ে প্রয়াস রায়বর্মণ সবচেয়ে সফল বোলার ৷ বাঁ-হাতি স্পিনার 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ 2টি করে উইকেট পেয়েছেন আমন সিং শেখাওয়াত এবং অরিত্র চট্টোপাধ্যায় ৷

জবাবে 142 রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল হারবার ডায়মন্ডস ৷ একমাত্র প্রয়াস রায়বর্মণ (32) এবং ইম্প্যাক্ট সাব বাদল সিং বলিয়ান (37) হারবার ডায়মন্ডসের হয়ে কিছুটা লড়াই চালিয়েছেন ৷ বাংলা দলের মিডিয়াম পেসার সুরজ জয়সওয়ালের 3.5 ওভারে 29 রানে 4 উইকেটের স্পেলে ধরাশায়ী হয়ে যায় অধিনায়ক মনোজ তিওয়ারির (4) দল ৷ 19.5 ওভারে 133 রানে অলআউট হয়ে যায় হারবার ডায়মন্ডস ৷

ETV BHARAT
বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী নুসরত ভারুচা ৷ (নিজস্ব চিত্র)

বেঙ্গল প্রো টি-20 লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন ৷ পুরুষদের ম্যাচে টসের কয়েনে থাকছে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ ৷ অন্যদিকে মেয়েদের খেলায় টস কয়েনে থাকবে জাতীয় মহিল দলের প্রাক্তন দলনায়িকা ঝুলন গোস্বামীর মুখ ৷ তবে, উদ্বোধনী ম্যাচে ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই মুহূর্তে তিনি টি-20 বিশ্বকাপ দেখতে সপরিবারে নিউইয়র্কে রয়েছেন ৷

কলকাতা, 12 জুন: আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-20 লিগ ৷ মঙ্গলবার থেকে আটটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টর প্রথম ম্যাচে জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে 8 রানে হারাল তারা ৷ 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন সূরজ জয়সওয়াল ৷ 141 রান ডিফেন্ড করে বেঙ্গল প্রো টি-20 লিগের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ঋত্বিক রায়চৌধুরীর শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম চমক ছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা ৷ সঙ্গে টলিপাড়ার নতুন জুটি জিৎ এবং রুক্মিণী মৈত্র ৷

এদিন প্রথমে ব্যাট করে 19.3 ওভারে 141 রানে অলআউট হয়ে যায় শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ শিলিগুড়ির হয়ে শান্তনু সর্বোচ্চ 44 রান করেন ৷ ওপেনার অঙ্কুর পাল 18 বলে 31 রানের ইনিংস খেলেন ৷ 13 বলে 20 রান করেছেন বিকাশ সিং ৷ হারবার ডায়মন্ডসের হয়ে প্রয়াস রায়বর্মণ সবচেয়ে সফল বোলার ৷ বাঁ-হাতি স্পিনার 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ 2টি করে উইকেট পেয়েছেন আমন সিং শেখাওয়াত এবং অরিত্র চট্টোপাধ্যায় ৷

জবাবে 142 রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল হারবার ডায়মন্ডস ৷ একমাত্র প্রয়াস রায়বর্মণ (32) এবং ইম্প্যাক্ট সাব বাদল সিং বলিয়ান (37) হারবার ডায়মন্ডসের হয়ে কিছুটা লড়াই চালিয়েছেন ৷ বাংলা দলের মিডিয়াম পেসার সুরজ জয়সওয়ালের 3.5 ওভারে 29 রানে 4 উইকেটের স্পেলে ধরাশায়ী হয়ে যায় অধিনায়ক মনোজ তিওয়ারির (4) দল ৷ 19.5 ওভারে 133 রানে অলআউট হয়ে যায় হারবার ডায়মন্ডস ৷

ETV BHARAT
বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী নুসরত ভারুচা ৷ (নিজস্ব চিত্র)

বেঙ্গল প্রো টি-20 লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন ৷ পুরুষদের ম্যাচে টসের কয়েনে থাকছে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ ৷ অন্যদিকে মেয়েদের খেলায় টস কয়েনে থাকবে জাতীয় মহিল দলের প্রাক্তন দলনায়িকা ঝুলন গোস্বামীর মুখ ৷ তবে, উদ্বোধনী ম্যাচে ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই মুহূর্তে তিনি টি-20 বিশ্বকাপ দেখতে সপরিবারে নিউইয়র্কে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.