বিশাপত্তনম, 4 ফেব্রুয়ারি: একবছরের অপেক্ষার পর অবশেষে টেস্টে রানে ফিরলেন শুভমন ৷ শুধু রানে ফিরলেন না ৷ সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিলেন ৷ তাও আবার যখন জিমি অ্যান্ডারসনের স্যুইং বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো বাকি ব্যাটাররা ধসে পড়লেন তখন ঢাল হলেন পঞ্জাব ব্যাটার ৷ গতবছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে টেস্ট সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাটে ৷ মাঝে ভারতের হয়ে 7টি টেস্ট খেলেছেন ৷ কিন্তু, একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি ৷ প্রায় একবছর ধরে 13 ইনিংস অপেক্ষার পর ফের সেঞ্চুরি দিয়েই ফর্মে ফিরলেন ভারতীয় ক্রিকেটের 'ব্লু-আইড বয়' ৷
এদিন 132 বলে টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি করলেন শুভমন ৷ তবে, দিনের শুরুটা একেবারেই 'শুভ' হয়নি ভারতের জন্য ৷ তৃতীয়দিনের দ্বিতীয় ওভারে জিমি অ্যান্ডারসনের অসাধারণ আউট স্যুইংগার অধিনায়ক রোহিত শর্মার (13) অফস্টাম্প উড়িয়ে দেয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই জিমির শিকার হন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়াল (17) ৷ এরপর শ্রেয়স আইয়ারের (29) সঙ্গে 81 রানের পার্টনারশিপ করেন শুভমন ৷
এদিন শ্রেয়স সেট হয়ে যাওয়ার পর ভালোই খেলছিলেন ৷ কিন্তু ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের অসাধারণ ক্যাচে ফিরতে হয় তাঁকে ৷ টম হার্টলির বল মিড-অফের উপর দিয়ে মারেন তিনি ৷ কিন্তু, মিড-অফ থেকে দৌড়ে বাউন্ডারি লাইনের কাছে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন স্টোকস ৷ পরপরই মাত্র 9 রানে রেহান আহমেদের শিকার হন রজত পাতিদার (9) ৷ শুভমন 104 রানে শোয়েব বসিরের শিকার হওয়ার আগে অক্ষর প্যাটেলের সঙ্গে 89 রানের পার্টনারশিপ করেন ৷
ইতিমধ্যে, ভারত দ্বিতীয় ইনিংসে সাড়ে তিনশো রানের বেশি লিড নিয়েছে ৷ ক্রিজে রয়েছেন রবি অশ্বিন এবং শ্রীকর ভরত ৷ 45 রান আসে অক্ষরের ব্যাটে ৷ চারশো বা তার বেশি রানের লিড নিয়ে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে চাপে ফেলাই এখন লক্ষ্য রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷ তবে, সেক্ষেত্রে জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমারের ভূমিকা চতুর্থ ইনিংসে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ সঙ্গে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে থ্রি-লায়নদের ৷
আরও পড়ুন: