মুম্বই, 1 মার্চ: গোপাল অতি সুবোধ বালক... বোর্ডের কন্ট্র্যাক্ট থেকে বাদ পড়ার পরেই বাধ্য ছেলের মতো ঘরোয়া ক্রিকেটে নামছেন শ্রেয়স আইয়ার ৷ শনিবার 41 বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই তামিলনাড়ুর বিরুদ্ধে সেমি-ফাইনাল খেলতে নামবে ৷ ওই ম্যাচেই মাঠে ফিরছেন নাইট অধিনায়ক ৷ কুঁচকি ও পিঠের চোটে কোয়ার্টার ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ এবার বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা থেকে বাদ পড়ার পরেই দলে ফিরলেন আইয়ার ।
তামিলনাড়ুর প্রধান ভরসা তাদের স্পিন বোলিং ৷ অধিনায়ক আর সাই কিশোর (47টি উইকেট) এবং বাঁ-হাতি স্পিনার এস অজিত রাম (41টি উইকেট) সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন ৷ যাদের বিরুদ্ধে রঞ্জির সবচেয়ে ধারাবাহিক দলের অন্যতম ভরসা শ্রেয়স ।
বুধবার ভারতীয় ক্রিকেট দলের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই ৷ যে তালিকা থেকে বাদ গিয়েছে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণের নাম ৷ শ্রেয়স এর আগের তালিকায় বি ক্যাটাগরিতে ছিলেন ৷ ঈশান ছিলেন সি ক্যাটেগরিতে ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে না-খেলা এবং টিম ম্যানেজমেন্টের নির্দেশ না শোনার কারণে, দুই ক্রিকেটারকে নিয়ে বোর্ডের শীর্ষস্তরেও অসন্তোষ ছিল ৷ সাংবাদিক বৈঠকে যা নিয়ে নাম না-করেই অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ করেছিলেন ৷ তারই প্রভাব দেখা গেল বোর্ডের বার্ষিক চুক্তিতে ৷
মুম্বই একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, অমোঘ ভাটকল, মুশির খান, প্রসাদ পাওয়ার (উইকেটরক্ষক), হার্দিক তামোর (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধুমাল, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্থি, রয়স্টন ডায়াস, ধাওয়াল কুলকার্নি
তামিলনাড়ু একাদশ: আর সাই কিশোর (অধিনায়ক), প্রদোষ রঞ্জন পল (উইকেটরক্ষক), বাবা ইন্দ্রজিত, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), সুরেশ লোকেশ্বর (উইকেটরক্ষক), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, বিমল খুমর, বালসুব্রমনিয়ম সচিন, ওয়াশিংটন সুন্দর, সন্দীপ ওয়ারিয়ার, ত্রিলোক নাগ, টি নটরাজন, মহম্মদ মহম্মদ, এস অজিত রাম
আরও পড়ুন: