ETV Bharat / sports

পোষ্যকে পরালেন সোনার পদক, বাড়ি ফিরেই প্রস্তুতিতে অলিম্পিক্স চ্যাম্পিয়ন; দেখুন ভিডিয়ো - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

RYAN CROUSER STARTS PRATICE FOR LOS ANGELES: একটা স্বর্ণপদকের জন্য যখন আকুতি আসমুদ্র-হিমাচলে, তখন সোনার পদক শোভা পাচ্ছে মার্কিন অ্যাথলিটের পোষ্যের গলায় ৷ প্য়ারিসে সোনা জিতে বাড়ি ফিরে তা পোষ্য সারমেয়কে পরিয়ে দিলেন শটপুটার রিয়ান ক্রাউজার ৷

RYAN CROUSER
রিয়ান ক্রাউজার ও তাঁর পোষ্য (AP Photo/ Instagram Screenshot)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 11, 2024, 3:46 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: রিও ডি জেনেইরো 2016, টোকিয়ো 2020-র পর প্যারিস 2024 ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতে নিয়েছেন রিয়ান ক্রাউজার ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতেও খিদে তো কমেইনি, বরং আগামী অলিম্পিক্স দেশের মাটিতে হওয়ায় তাগিদ যেন আরও বেশি যুক্তরাষ্ট্রের শটপুটারের ৷ তাই সোনা জিতে এতটুকু সময় নষ্ট নয়, বাড়ি ফিরে লস অ্যাঞ্জেলসের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিলেন ক্রাউজার ৷ আর প্যারিসে জেতা সোনার পদক পরিয়ে দিলেন পোষ্য সারমেয়কে ৷

শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন ক্রাউজার ৷ যেখানে দেখা যাচ্ছে বাড়িতে অনুশীলনে মগ্ন মার্কিন শটপুটার ৷ আর কিছুটা দূরে তাঁর অনুশীলন উপভোগ করছেন তাঁর পোষ্য সারমেয় ৷ তার গলায় প্যারিসে জেতা ক্রাউজারের সোনার পদক ৷ ভিডিয়ো পোস্ট করে সোনাজয়ী শটপুটার লেখেন, "বাড়ি ফেরা সবসময়ই আনন্দের ৷"

ক্রাউজারের সোশাল মিডিয়া পোস্ট মজার সব কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ পোষ্যের গলায় স্বর্ণপদক ঝোলানোর বিষয়টি বেশ উপভোগ করছেন অনুরাগীরা ৷ এক অনুরাগী মজা করেই লিখেছেন, "রিয়ান তোমার সারমেয়ও সোনা জিতে ফেলল, তুমি কবে জিতবে?" অন্যান্যরাও বেশ উপভোগ করেছেন শটপুটারের এই ভিডিয়ো ৷

অলিম্পিক্সে টানা তিনবার সোনার পাশাপাশি দু'বারে বিশ্বচ্যাম্পিয়নও বটে রিয়ান ক্রাউজার ৷ গত 3 অগস্ট 22.90 মিটার ছুড়ে শটপুটে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দেন তিনি ৷ পুরুষদের শটপুটে রুপোও যায় যুক্তরাষ্ট্রের ঝুলিতে ৷ ব্রোঞ্জ জিতে নেয় ব্রাজিল ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ শটপুটে টানা তিনবার পোডিয়াম শীর্ষে ফিনিশ করা প্রথম অ্যাথলিট তিনিই ৷ সাম্প্রতিক সময়ে চোট পাওয়ায় তৈরি হয়েছিল উদ্বেগ ৷ কিন্তু উদ্বেগ কাটিয়ে ফের সোনা নিয়ে এলেন ক্রাউজার ৷

হায়দরাবাদ, 11 অগস্ট: রিও ডি জেনেইরো 2016, টোকিয়ো 2020-র পর প্যারিস 2024 ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতে নিয়েছেন রিয়ান ক্রাউজার ৷ টানা তিন অলিম্পিক্সে সোনার পদক জিতেও খিদে তো কমেইনি, বরং আগামী অলিম্পিক্স দেশের মাটিতে হওয়ায় তাগিদ যেন আরও বেশি যুক্তরাষ্ট্রের শটপুটারের ৷ তাই সোনা জিতে এতটুকু সময় নষ্ট নয়, বাড়ি ফিরে লস অ্যাঞ্জেলসের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিলেন ক্রাউজার ৷ আর প্যারিসে জেতা সোনার পদক পরিয়ে দিলেন পোষ্য সারমেয়কে ৷

শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন ক্রাউজার ৷ যেখানে দেখা যাচ্ছে বাড়িতে অনুশীলনে মগ্ন মার্কিন শটপুটার ৷ আর কিছুটা দূরে তাঁর অনুশীলন উপভোগ করছেন তাঁর পোষ্য সারমেয় ৷ তার গলায় প্যারিসে জেতা ক্রাউজারের সোনার পদক ৷ ভিডিয়ো পোস্ট করে সোনাজয়ী শটপুটার লেখেন, "বাড়ি ফেরা সবসময়ই আনন্দের ৷"

ক্রাউজারের সোশাল মিডিয়া পোস্ট মজার সব কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ পোষ্যের গলায় স্বর্ণপদক ঝোলানোর বিষয়টি বেশ উপভোগ করছেন অনুরাগীরা ৷ এক অনুরাগী মজা করেই লিখেছেন, "রিয়ান তোমার সারমেয়ও সোনা জিতে ফেলল, তুমি কবে জিতবে?" অন্যান্যরাও বেশ উপভোগ করেছেন শটপুটারের এই ভিডিয়ো ৷

অলিম্পিক্সে টানা তিনবার সোনার পাশাপাশি দু'বারে বিশ্বচ্যাম্পিয়নও বটে রিয়ান ক্রাউজার ৷ গত 3 অগস্ট 22.90 মিটার ছুড়ে শটপুটে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দেন তিনি ৷ পুরুষদের শটপুটে রুপোও যায় যুক্তরাষ্ট্রের ঝুলিতে ৷ ব্রোঞ্জ জিতে নেয় ব্রাজিল ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ শটপুটে টানা তিনবার পোডিয়াম শীর্ষে ফিনিশ করা প্রথম অ্যাথলিট তিনিই ৷ সাম্প্রতিক সময়ে চোট পাওয়ায় তৈরি হয়েছিল উদ্বেগ ৷ কিন্তু উদ্বেগ কাটিয়ে ফের সোনা নিয়ে এলেন ক্রাউজার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.