নয়াদিল্লি, 24 অগস্ট: ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন শিখর ধাওয়ান ৷ শনিবার সাতসকালে এক্স হ্যান্ডেলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা জানান বাঁ-হাতি এই ভারতীয় ওপেনার ৷
ধাওয়ান শেষবার ভারতীয় দলের জার্সি পরেছিলেন 2 বছর আগে ৷ 2022 সালের 10 ডিসেম্বর, চট্টগ্রামেে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে খেলেছিলেন বাঁ-হাতি এই ওপেনার ৷ এটাই ছিল জাতীয় দলের হয়ে ধাওয়ানের শেষ ম্যাচ ৷ তারপর থেকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে শুভমন গিলকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ জাতীয় দলের হয়ে শেষ ব্যাট হাতে নামার ঠিক 2 বছর পর এক ভিডিয়ো বার্তায় অবসরের কথা ঘোষণা করেন ধাওয়ান ৷
As I close this chapter of my cricketing journey, I carry with me countless memories and gratitude. Thank you for the love and support! Jai Hind! 🇮🇳 pic.twitter.com/QKxRH55Lgx
— Shikhar Dhawan (@SDhawan25) August 24, 2024
38 বছরের ভারতীয় এই ব্যাটার শনিবার সকালে এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো বার্তা দিয়ে লেখেন," খেলোয়াড় হিসেবে আমার ক্রিকেট জার্নি শেষ করলাম ৷ একই সঙ্গে অসংখ্য ভালো স্মৃতি বহন করে এগিয়ে যাব ৷ আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ ! জয় হিন্দ !"
দেশের হয়ে 34টি টেস্ট, 167টি ওয়ান ডে এবং 68টি টি-20 খেলা ধাওয়ানের ভারতীয় দলে অভিষেক হয়েছিল 2010 সালে বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের হাত ধরে ৷ অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন দিল্লির এই ব্যাটার ৷
ভিডিয়ো বার্তায় ধাওয়ান বলেন, "আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যখন পিছনে এবং সামনে তাকাই, তখনই আমি কেবল স্মৃতি এবং একটি নতুন জীবন দেখতে পাই ৷ ভারতের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল এবং আমি তা পূরণ করতে পেরেছি ৷ আমি অনেকের কাছে কৃতজ্ঞ ৷ সবার আগে, আমার পরিবার, আমার শৈশব কোচ এবং আমার টিম ৷ যে দলের সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়েছি ৷ এই দল ছিল আমার কাছে নতুন পরিবার ৷ যা আমাকে খ্যাতি ও প্রচুর ভালোবাসা দিয়েছে ৷"
তিনি আরও বলেন, "আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি ৷ আমার ক্রিকেট যাত্রাকে এখানেই বিদায় জানাচ্ছি ৷ আমি তৃপ্ত ৷ দেশের জন্য অনেক খেলেছি ৷ নিজেকে বলছি, দেশের হয়ে আর না-খেলতে পারার জন্য মন খারাপ না-করে খুশি হও যে আপনি খেলার সুযোগ পেয়েছি বলে ৷"
বর্ণময় ক্রিকেট কেরিয়ারে অনায়াসে রান আসত তাঁর ব্যাট থেকে ৷ কারণ তিনি একজন আক্রমণাত্মক ব্যাটার হিসেবে বোলারদের কাছে পরিচিত ছিলেন ৷ তিন ফরম্যাটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ ওয়ান ডে ক্রিকেট ছিল তাঁর শক্তি ৷ দেশের হয়ে 167টি ম্যাচে 17টি সেঞ্চুরি এবং 39টি অর্ধশতক-সহ 44.11 গড়ে 6,793 রান করেছেন ৷
টেস্ট ক্রিকেটেও মুরালী বিজয়ের সঙ্গে জুটি অনেক দিন ভারতীয় ইনিংসের গোরাপত্তন করেছেন ৷ 34টি টেস্টে 40.61 গড়ে 2,315 রান করেছেন ৷ 7টি সেঞ্চুরি এবং 5টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে ৷ সর্বোচ্চ 190 রান ৷ আর টি-20 ফর্ম্যাটে দেশের হয়ে 68টি ম্যাচ খেলেছেন ধাওয়ান ৷ সর্বোচ্চ 92 ৷ 11টি হাফ সেঞ্চুরি ৷ 27.9 গড়ে মোট 1,759 রান এসেছে তাঁর ব্যাট থেকে ৷