ETV Bharat / sports

'দেশের সংকটে নিশ্চুপ থাকায় ব্যথিত', অন্তিম টেস্টের আগে ক্ষমা চাইলেন শাকিব - SHAKIB AL HASAN APOLOGISES

শেষ টেস্ট খেলতে নামার আগে ব্যথিত শাকিব আল হাসান ৷ দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন মৌন থাকায় চেয়ে নিলেন ক্ষমা ৷ কী বললেন কিংবদন্তি?

SHAKIB AL HASAN APOLOGISES
শাকিব আল হাসান (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 3:06 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের মাটিতে ক্রিকেটের কুলীন ফর্ম্যাটকে বিদায় জানানোর প্রাক্কালে অনুরাগী তথা দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন শাকিব আল হাসান ৷ ছাত্র আন্দোলনের জেরে সম্প্রতি বাংলাদেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ সরকারের পতন এবং সর্বোপরি শ'য়ে শ'য়ে ছাত্রমৃত্যু সত্ত্বেও প্রাক্তন ক্রিকেট অধিনায়কের মৌনতা ব্যথিত করেছিল দেশবাসীকে ৷ নিজে পূর্বতন সরকারের একজন সাংসদ হিসেবে নিশ্চুপ থাকায় ব্য়াপক সমালোচিত হতে হয়েছিল পড়শি দেশের ক্রিকেট কিংবদন্তিকে ৷ বৃহস্পতিবার ফেসবুকে এক লম্বা পোস্টে ক্ষমা চেয়ে নিলেন ক্রিকেটার ৷

এদিন লম্বা পোস্টে রক্তক্ষয়ী আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি সমবেদনা জানিয়ে একদা বিশ্বের পয়লা নম্বর অলরাউন্ডার লেখেন, "শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাঁদের প্রতি এবং তাঁদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনও কিছুতেই পূরণযোগ্য নয়।"

এরপর শাকিব লেখেন, "সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।" শাকিব এরপর অনুরাগীদের জানান, অনুরাগীদের জন্যই তিনি আজ শাকিব আল হাসান ৷ তাই কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে দেশের মানুষের সমর্থন চেয়ে নেন তিনি ৷ বাঁ-হাতি অলরাউন্ডার জানান, জন্মস্থান মাগুরার মানুষের উন্নয়নই তাঁর রাজনীতিতে আসার একমাত্র অভিপ্রায় ছিল ৷

তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অবসর নেওয়ার বিষয়টি সহজ ছিল না শাকিব আল হাসানের কাছে ৷ সম্প্রতি, ছাত্র আন্দোলনের জেরে দেশে ঘটে যাওয়া এক মৃত্যুর ঘটনায় শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয় ৷ সে সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷ দেশের মাটিতে তাই শেষ টেস্ট খেলার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছিলেন দেশের হয়ে চারশোরও বেশি ম্য়াচ খেলা ক্রিকেটার ৷ নয়া বোর্ড সভাপতি ফারুখ আহমেদ প্রাথমিকভাবে তাঁর সেই আবেদন খারিজ করলেও পরবর্তীতে নয়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের মাটিতে কিংবদন্তির শেষ টেস্টের জন্য পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের মাটিতে ক্রিকেটের কুলীন ফর্ম্যাটকে বিদায় জানানোর প্রাক্কালে অনুরাগী তথা দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন শাকিব আল হাসান ৷ ছাত্র আন্দোলনের জেরে সম্প্রতি বাংলাদেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ সরকারের পতন এবং সর্বোপরি শ'য়ে শ'য়ে ছাত্রমৃত্যু সত্ত্বেও প্রাক্তন ক্রিকেট অধিনায়কের মৌনতা ব্যথিত করেছিল দেশবাসীকে ৷ নিজে পূর্বতন সরকারের একজন সাংসদ হিসেবে নিশ্চুপ থাকায় ব্য়াপক সমালোচিত হতে হয়েছিল পড়শি দেশের ক্রিকেট কিংবদন্তিকে ৷ বৃহস্পতিবার ফেসবুকে এক লম্বা পোস্টে ক্ষমা চেয়ে নিলেন ক্রিকেটার ৷

এদিন লম্বা পোস্টে রক্তক্ষয়ী আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি সমবেদনা জানিয়ে একদা বিশ্বের পয়লা নম্বর অলরাউন্ডার লেখেন, "শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাঁদের প্রতি এবং তাঁদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনও কিছুতেই পূরণযোগ্য নয়।"

এরপর শাকিব লেখেন, "সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।" শাকিব এরপর অনুরাগীদের জানান, অনুরাগীদের জন্যই তিনি আজ শাকিব আল হাসান ৷ তাই কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে দেশের মানুষের সমর্থন চেয়ে নেন তিনি ৷ বাঁ-হাতি অলরাউন্ডার জানান, জন্মস্থান মাগুরার মানুষের উন্নয়নই তাঁর রাজনীতিতে আসার একমাত্র অভিপ্রায় ছিল ৷

তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অবসর নেওয়ার বিষয়টি সহজ ছিল না শাকিব আল হাসানের কাছে ৷ সম্প্রতি, ছাত্র আন্দোলনের জেরে দেশে ঘটে যাওয়া এক মৃত্যুর ঘটনায় শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয় ৷ সে সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷ দেশের মাটিতে তাই শেষ টেস্ট খেলার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছিলেন দেশের হয়ে চারশোরও বেশি ম্য়াচ খেলা ক্রিকেটার ৷ নয়া বোর্ড সভাপতি ফারুখ আহমেদ প্রাথমিকভাবে তাঁর সেই আবেদন খারিজ করলেও পরবর্তীতে নয়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের মাটিতে কিংবদন্তির শেষ টেস্টের জন্য পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.