নয়াদিল্লি, 6 মার্চ: মহিলা ক্রিকেটে সবচেয়ে দ্রুত বোলিং করে ইতিহাস গড়লেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। প্রথমবার কোনও মহিলা ক্রিকেটার 130 বা তার বেশি গতিতে বোলিং করেছেন ৷ উইমেন্স প্রিমিয়ার লিগে 132.1 কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন তিনি ৷ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে দ্রুতগতির বলটি করেন শাবনিম ৷ দিল্লি ক্যাপিটালস উইমেন্সের বিরুদ্ধে সেই ম্যাচটি অবশ্য এমআই উইমেন্স দল 29 রানে হেরেছে ৷
দিল্লি ক্যাপিটালস উইমেন্স দলের ক্যাপ্টেন মেগ ল্যাননিংকে বলটি করেন শাবনিম ইসমাইল ৷ 132 কিলোমিটার/82.08 মাইল প্রতি ঘণ্টার গতিবেগে বলটি ল্যাননিংয়ের প্যাডে গিয়ে লাগে ৷ ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বল ছিল সেটি ৷ উল্লেখ্য, এর আগে মহিলা ক্রিকেটে দ্রুতগতির বল করার রেকর্ডও শাবনিম ইসমাইলের নামেই ছিল ৷ 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 128 কিলোমিটার প্রতি ঘণ্টায় (79.54 মাইল প্রতি ঘণ্টা) বল করেছিলেন তিনি ৷ এর আগে 2022 মহিলা ক্রিকেট বিশ্বকাপে 127 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করার নজির গড়েছিলেন শাবনিম ৷ মেয়েদের 50 ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে দ্রুতগতিতে করা বল ৷
কীভাবে নিজের এই রেকর্ড ভাঙলেন তিনি ? তাও আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকার শাবনিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি জানতামও না এই বিষয়টি ৷ বোলিং করার সময় জায়ান্ট স্ক্রিনের দিকে খুব একটা তাকাই না প্রয়োজন না পড়লে ৷ তাই বলের গতি কত ছিল, তা দেখিনি ৷" তবে, গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শাবনিম ইসমাইল 4 ওভারে মাত্র 1 উইকেট নিয়ে 46 রান দিয়েছিলেন ৷
ম্যাচে 193 রান তাড়া করতে নেমে মুম্বইয়ের মহিলা দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 163 রানে থেমে যায় ৷ এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স 6 পয়েন্ট নিয়ে রানরেটের নিরিখে 3 নম্বরে রয়েছে ৷ সেখানে দিল্লি ক্যাপিটালস উইমেন্স 8 পয়েন্ট একনম্বরে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 6 পয়েন্ট ও রানরেটের দৌলতে দু’নম্বর স্থানে আছে ৷ পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগের টেবিল টপার সরাসরি ফাইনাল খেলবে ৷ দুই ও তিননম্বর দলের মধ্যে একমাত্র প্লে-অফের ম্যাচটি হবে ৷ সেই ম্যাচে জয়ী দল একনম্বরে থাকা দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে ৷ উল্লেখ্য, গতবার মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স সরাসরি ফাইনালে গিয়েছিল ৷ আর ইউপি ওয়ারিয়ার্সকে প্লে-অফে হারিয়ে দিল্লি ফাইনালে উঠেছিল ৷ প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ৷
আরও পড়ুন: