ETV Bharat / sports

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টেক্কা, নামিবিয়াকে 5 উইকেটে হারিয়ে গ্রুপ টপার স্কটল্যান্ড - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

NAM vs SCO: বিশ্বকাপের শুরুতে বৃষ্টি ভেস্তে দিয়েছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচ ৷ তাতে দুই দল এক পয়েন্ট করে পেয়েছিল ৷ এবার নামিবিয়াকে উড়িয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল স্কটিশরা ৷ তাতে গ্রুপ-বি'র শীর্ষস্থান দখল করল স্কটল্যান্ড ৷ এই গ্রুপেই রয়েছে অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপজয়ী দলও ৷

NAM vs SCO
নামিবিয়াকে 5 উইকেটে হারাল স্কটল্যান্ড (আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 1:08 PM IST

ব্রিজটাউন, 7 জুন: চলতি টি-20 বিশ্বকাপের 12তম ম্যাচে বার্বেডোজের ব্রিজটাউনে শুক্রবার রাত সাড়ে বারোটায় (ভারতীয় সময় অনুযায়ী) মুখোমুখি হয় নামিবিয়া ও স্কটল্যান্ড ৷ তাতে পাঁচ উইকেটে নামিবিয়া 'বধ' করে স্কটিশরা ৷ প্রতিপক্ষদের চমকে দিয়ে চলতি বিশ্বকাপের দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে উঠে এল স্কটল্যান্ড। তারমধ্যে একটি ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি ৷ নামিবিয়ার বিরুদ্ধে 9 বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেওয়ার কারিগর মাইকেল লিস্ক ৷

তবে এদিন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও ভালো ব্যাট চালিয়ে দলকে মাইকেল লিস্ককে সঙ্গ দেন ৷ শেষ ম্যাচে সুপার ওভারে ওমানের বিপক্ষে 11 রানে জয় পেয়েছিল গেরহার্ড ইরাসমাসের নেতৃত্বাধীন নামিবিয়া। তবে এদিন হারতে হল স্কটল্যান্ডের কাছে ৷ এদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবারের প্রথম সুপার ওভার জয়ীরা ৷ ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান করে নামিবিয়া ৷ তাঁদের অধিনায়ক জেরার্ড এরাসমাস 52 রান করেন। 52 রানের ইনিংসে ছিল 5টি চার এবং 2টি ছয়। 28 রান করেন জেন গ্রিন ৷ 20 রান করেন নিকো ডেভিন ৷

এদিন স্কটিশদের হয়ে দুরন্ত বোলিং করেন ব্র্যাড হুইল ৷ 3টি উইকেট নেন তিনি ৷ ব্র্যাডলি কারি, 4 ওভারে নেন 2 উইকেট, মাত্র 16 রানের বিনিময়ে ৷ রান তাড়া করতে নেমে রিচি বেরিংটনরা ভালো খেলেন ৷ অধিনায়ক অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরত যান দাগ-আউটে ৷ 47 রানের ইনিংসে তিনি 2টি চার ও 2টি ছক্কা হাঁকান ৷ পরে ম্যাচের সেরা মাইকেল লিস্ক 17 বলে 35 রান করেন ৷ পাঁচ উইকেট হারালেও 9 বল বাকি থাকতে 157 তুলে নেয় স্কটিশরা ৷

ব্রিজটাউন, 7 জুন: চলতি টি-20 বিশ্বকাপের 12তম ম্যাচে বার্বেডোজের ব্রিজটাউনে শুক্রবার রাত সাড়ে বারোটায় (ভারতীয় সময় অনুযায়ী) মুখোমুখি হয় নামিবিয়া ও স্কটল্যান্ড ৷ তাতে পাঁচ উইকেটে নামিবিয়া 'বধ' করে স্কটিশরা ৷ প্রতিপক্ষদের চমকে দিয়ে চলতি বিশ্বকাপের দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে উঠে এল স্কটল্যান্ড। তারমধ্যে একটি ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি ৷ নামিবিয়ার বিরুদ্ধে 9 বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেওয়ার কারিগর মাইকেল লিস্ক ৷

তবে এদিন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও ভালো ব্যাট চালিয়ে দলকে মাইকেল লিস্ককে সঙ্গ দেন ৷ শেষ ম্যাচে সুপার ওভারে ওমানের বিপক্ষে 11 রানে জয় পেয়েছিল গেরহার্ড ইরাসমাসের নেতৃত্বাধীন নামিবিয়া। তবে এদিন হারতে হল স্কটল্যান্ডের কাছে ৷ এদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবারের প্রথম সুপার ওভার জয়ীরা ৷ ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান করে নামিবিয়া ৷ তাঁদের অধিনায়ক জেরার্ড এরাসমাস 52 রান করেন। 52 রানের ইনিংসে ছিল 5টি চার এবং 2টি ছয়। 28 রান করেন জেন গ্রিন ৷ 20 রান করেন নিকো ডেভিন ৷

এদিন স্কটিশদের হয়ে দুরন্ত বোলিং করেন ব্র্যাড হুইল ৷ 3টি উইকেট নেন তিনি ৷ ব্র্যাডলি কারি, 4 ওভারে নেন 2 উইকেট, মাত্র 16 রানের বিনিময়ে ৷ রান তাড়া করতে নেমে রিচি বেরিংটনরা ভালো খেলেন ৷ অধিনায়ক অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরত যান দাগ-আউটে ৷ 47 রানের ইনিংসে তিনি 2টি চার ও 2টি ছক্কা হাঁকান ৷ পরে ম্যাচের সেরা মাইকেল লিস্ক 17 বলে 35 রান করেন ৷ পাঁচ উইকেট হারালেও 9 বল বাকি থাকতে 157 তুলে নেয় স্কটিশরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.