হায়দরাবাদ, 26 অগস্ট: পাঁচদিনের ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে সরে আসার সময়টা সঠিক ছিল না ৷ টেস্ট ক্রিকেটকে 'রানমেশিন' আরও কিছুদিন নেতৃত্ব দিতে পারতেন বলে মনে করেন সঞ্জয় বাঙ্গার ৷
সম্প্রতি একটি পডকাস্টে জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বলেন, "অধিনায়কত্ব ভারতীয় দলের সর্বক্ষণের কাজ ৷ মাঠের পাশাপাশি মাঠের বাইরে দল নির্বাচন, দলের পারফরম্যান্স পর্যালোচনার মত অনেক দিকে নজর দিতে হয় ৷ ফলে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রভাব পড়ে ৷ ওই সময়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার অর্থ হল বিরাট দায়িত্ব কমাতে চেয়েছিল ৷ তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আরও লম্বা সময়ের জন্য ও অধিনায়ক থাকতে পারত ৷"
কোহলি নেতৃত্বে থাকার সময়েই ভারতের ব্য়াটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানোর দরুণ অধিনায়ক কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন বাঙ্গার ৷ তাই অধিনায়ক কোহলির খিদে সম্পর্কেও ধারণা ছিল তাঁর ৷ প্রাক্তন ব্যাটিং কোচের জানান, বিরাটের মাথায় সবসময় চলত বিদেশের মাটিতে পারফরম্যান্সের উন্নতি কীভাবে করা যায় ৷ কারণ সেই সময় ভারতের মাটিতে ভারত কার্যত অপ্রতিরোধ্য ছিল ৷ এখানেই শেষ নয় ৷ দলে ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ফিটনেসের নবজাগরণ এনেছিলেন বলেও জানিয়েছেন বাঙ্গার ৷ বাকি ক্রিকেটাররা কোহলির ফিটনেসের মন্ত্র অনুসরণ করত বলে জানান তিনি ৷
Sanjay Bangar " virat kohli should have continued for longer as a test captain.virat was driven with the fact that india had to improve their performances overseas.because in india we knew that if you come to india,india is winning 75 percent of the time."pic.twitter.com/26qctgmDR2
— Sujeet Suman (@sujeetsuman1991) August 25, 2024
পরিসংখ্যানের দিক লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলিই ৷ ভারতের অধিনায়ক হিসেবে 68টি টেস্ট ম্যাচে সর্বাধিক 40টি টেস্ট জয়ের নজির রয়েছে কোহলির ঝুলিতে ৷ 2019 তিনি টপকে গিয়েছিল এমএস ধোনির 27টি টেস্ট জয়ের রেকর্ড ৷ 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন বিরাট ৷