ETV Bharat / sports

রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে অযোধ্যায় কুম্বলে-সাইনা-মিতালি - Ram Lalla Consecration in Ayodhya

Ram Lalla's Consecration in Ayodhya: রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত হলেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা ৷ যেখানে সচিন তেন্ডুলকর, সাইনা নেহওয়াল, অনিল কুম্বলে এবং মিতালি রাজদের দেখা গেল ৷ রামভক্তিতে মাতলেন সকলে ৷ জানালেন, রাম দর্শনের জন্য ব্যাকুল হয়ে রয়েছেন তাঁরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 3:40 PM IST

রামলালার কাছে খেলার দুনিয়ার তারকারা

অযোধ্যা, 22 জানুয়ারি: রামজন্মভূমি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে অধিষ্ঠিত হলেন রামলালা ৷ প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় ক্রীড়া জগতের একাধিক বিখ্যাত মুখ ৷ সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মিতালি রাজ এবং সাইনা নেহওয়ালকে দেখা গেল রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষাও উপস্থিত ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷

এ দিনের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সচিন তেন্ডুলকরকে দেখা যায়, পায়জামা ও কুর্তা পরে মন্দিরে আসতে ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ তিনি নিজের অনুভূতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ কুম্বলে বলেন, "একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে ৷ এই বিশাল কর্মকাণ্ডের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ৷ প্রথমবার এলাম ৷ আশা করছি ভবিষ্যতে আরও অনেকবার আসব ঈশ্বরের আশির্বাদ নিতে ৷ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ৷ রামলালার আর্শিবাদ ও দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷"

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ৷ তিনিও এ দিনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন ৷ মিতালি বলেন, "আমরা সবাই এই দিনটার জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করেছি ৷ এখানে উপস্থিত হওয়ার জন্য মুখিয়ে ছিলাম ৷ এটি একটি উদযাপন এবং আমরা এই উদযাপনের অংশ হতে পেরে আনন্দিত ৷" এ দিন মিতালির সঙ্গেই দেখা যায় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালকে ৷

সাইনা নিজের অনুভূতি নিয়ে বলেন, "অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অংশ হতে পেরে, নিজেকে ধন্য মনে করছি ৷ আমি নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ সবাইকে বলব, একবার রামলালার দর্শন করতে অবশ্যই আসবেন ৷" উপস্থিত ছিলেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা ৷ তিনি বলেন, "সরযূ নদীর তীরে প্রশান্তি এবং ঐশ্বরিক শান্তির অভিজ্ঞতা হল আমাদের ৷ এই নদী অযোধ্যা এবং ভগবান রামের ইতিহাসের সাক্ষী ৷ সরযূ নদী আজও অযোধ্যার মানুষকে আশির্বাদ করে চলেছে ৷"

আরও পড়ুন:

  1. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  2. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

রামলালার কাছে খেলার দুনিয়ার তারকারা

অযোধ্যা, 22 জানুয়ারি: রামজন্মভূমি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে অধিষ্ঠিত হলেন রামলালা ৷ প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় ক্রীড়া জগতের একাধিক বিখ্যাত মুখ ৷ সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মিতালি রাজ এবং সাইনা নেহওয়ালকে দেখা গেল রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষাও উপস্থিত ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷

এ দিনের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সচিন তেন্ডুলকরকে দেখা যায়, পায়জামা ও কুর্তা পরে মন্দিরে আসতে ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ তিনি নিজের অনুভূতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ কুম্বলে বলেন, "একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে ৷ এই বিশাল কর্মকাণ্ডের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ৷ প্রথমবার এলাম ৷ আশা করছি ভবিষ্যতে আরও অনেকবার আসব ঈশ্বরের আশির্বাদ নিতে ৷ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ৷ রামলালার আর্শিবাদ ও দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷"

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ৷ তিনিও এ দিনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন ৷ মিতালি বলেন, "আমরা সবাই এই দিনটার জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করেছি ৷ এখানে উপস্থিত হওয়ার জন্য মুখিয়ে ছিলাম ৷ এটি একটি উদযাপন এবং আমরা এই উদযাপনের অংশ হতে পেরে আনন্দিত ৷" এ দিন মিতালির সঙ্গেই দেখা যায় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালকে ৷

সাইনা নিজের অনুভূতি নিয়ে বলেন, "অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অংশ হতে পেরে, নিজেকে ধন্য মনে করছি ৷ আমি নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ সবাইকে বলব, একবার রামলালার দর্শন করতে অবশ্যই আসবেন ৷" উপস্থিত ছিলেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা ৷ তিনি বলেন, "সরযূ নদীর তীরে প্রশান্তি এবং ঐশ্বরিক শান্তির অভিজ্ঞতা হল আমাদের ৷ এই নদী অযোধ্যা এবং ভগবান রামের ইতিহাসের সাক্ষী ৷ সরযূ নদী আজও অযোধ্যার মানুষকে আশির্বাদ করে চলেছে ৷"

আরও পড়ুন:

  1. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  2. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.