জম্মু ও কাশ্মীর, 24 ফেব্রুয়ারি: কথা দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্যারা-ক্রিকেট দলের অধিনায়ক আমির হুসেন লোনের সঙ্গে দেখা করবেন ৷ উপত্যকায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সেই কথা রাখলেন সচিন তেন্ডুলকর ৷ ক্রিকেট 'জেন্টলম্যানস গেমে'র থেকেও বড় ৷ সবার খেলা ৷ আর তা আরও একবার প্রমাণ হল যখন জম্মু ও কাশ্মীরের প্যারা-ক্রিকেটার আমির তাঁর অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করলেন ৷
সচিন যে হোটেলে উঠেছেন, সেখানেই আমির হুসেন লোনের সঙ্গে দেখা করেন ৷ আমির হোটেলের ঘরে ঢুকতেই ঝুঁকে সচিনকে অভিবাদন জানান ৷ তৎক্ষণাৎ সচিন তাঁকে জড়িয়ে ধরেন ৷ দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে কথা হয় ৷ আমিরের অনুশীলনের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ যেখানে তাঁকে ডান কাঁধের সঙ্গে গলার সাপোর্টে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ৷ কারণ, আমিরের দু’টি হাত নেই ৷ তবে, আছে মনের জোর ৷ আর সেই মনের জোরে ক্রিকেট খেলেন তিনি ৷ নেটে আমিরের অনুশীলনের ভিডিয়ো দেখে সচিন কথা দিয়েছিলেন, সুযোগ পেলে অবশ্যই দেখা করবেন ৷
বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে কাশ্মীর উপত্যকার মনোরম সৌন্দর্য উপভোগ করছেন মাস্টার ব্লাস্টার ৷ ছুটি কাটানোর মাঝেই শুক্রবার আমির হুসেন লোনের সঙ্গে দেখা করলেন তিনি ৷ দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ ক্রিকেট নিয়ে আলোচনা হয় ৷ সচিনের পোস্ট করা ভিডিয়োতে আমির হুসেন লোনকে একটি ছোট বাচ্চার মতো প্রতিক্রিয়া দিতে দেখা যায় ৷ কারণ, তিনি তাঁর রোল মডেলের সামনে বসেছিলেন ৷ সচিনকে সামনে পেয়ে তাঁর উৎসাহ ছিল বাধন হারা ৷
তবে, সচিন মনে করেন আমির হুসেন লোন বর্তমান প্রজন্মের আসল অনুপ্রেরণা ৷ তাঁর ক্রিকেটের প্রতি ভালোবাসা, আগ্রহ, একাগ্রতার কারণে, আজকে তিনি প্যারা-ক্রিকেটে সফল ৷ আমিরকে একটি ব্যাট উপহার দিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ যেখানে সচিনের তরফে একটি বিশেষ বার্তা লেখা রয়েছে আমিরের জন্য ৷ কাশ্মীরের প্যারা ক্রিকেটরের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্টার ৷ সেখানে তিনি লিখেছেন, "আমিরের জন্য, আসল নায়ক ৷ অনুপ্রেরণা জুগিয়ে যাও ৷"
উল্লেখ্য, 34 বছরের আমির বর্তমানে জম্মু ও কাশ্মীর প্যারা-ক্রিকেট দলের অধিনায়ক ৷ মাত্র 8 বছর বয়সে একটি দুর্ঘটনার শিকার হন আমির হুসেন লোন ৷ সেই দুর্ঘটনায় তাঁর দু’টি হাত বাদ পড়ে ৷ তবে 2013 সালে পেশাদার প্যারা-ক্রিকেট খেলা শুরু করেন আমির ৷ আর তখন থেকেই জীবন বদলে যায় তাঁর ৷
আরও পড়ুন: