ETV Bharat / sports

প্যারিসে কামাল ‘খিলাড়ি’ সচিনের, শটপাটে রুপোজয়; গড়লেন এশিয়ান রেকর্ডও - Paris Paralympics 2024

India in Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্স থেকে 21তম পদক জিতল ভারত ৷ শটপাটে রুপো জিতলেন সচিন খিলাড়ি ৷

India in Paris Paralympics 2024
প্যারিসে শটপাটে কামাল ‘খিলাড়ি’ সচিনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 3:32 PM IST

Updated : Sep 4, 2024, 3:43 PM IST

প্যারিস, 4 সেপ্টেম্বর: প্রেমের শহরে কামাল সচিন সাজেরাও খিলাড়ির ৷ প্যারিস প্যারালিম্পিক্সে দেশে এল 21তম পদক ৷ শটপাটে পোডিয়াম ফিনিশ করলেন মহারাষ্ট্রের অ্যাথলিট ৷ 16.32 মিটার দূরে লোহার বল ছুঁড়ে এশিয়ান রেকর্ডও গড়েছেন তিনি ৷ প্যারিসে এখনও পর্যন্ত 8টি রুপো পেয়েছে ভারত ৷

তাঁর সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘‘প্যারালিম্পিক্সে অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সচিন খিলাড়িকে অভিনন্দন ! শক্তি এবং সংকল্পের একটি অসাধারণ প্রদর্শনে, তিনি পুরুষদের শটপাট F46 ইভেন্টে রুপো জিতেছেন । দেশে তাঁকে নিয়ে গর্বিত ।’’

একই ইভেন্টে নেমেছিলেন আরও দুই ভারতীয় ৷ যদিও পোডিয়ামে ওঠা হল না মহম্মদ ইয়াসির ও রোহিত কুমারের ৷ 14.21 মিটার ছুঁড়ে অষ্টম স্থানে শেষ করলেন ইয়াসির ৷ নবম স্থানে শেষ করা রোহিত লোহার বল পাঠিয়েছেন 14.10 মিটার দূরে ৷

আরও পড়ুন:

প্যারিস, 4 সেপ্টেম্বর: প্রেমের শহরে কামাল সচিন সাজেরাও খিলাড়ির ৷ প্যারিস প্যারালিম্পিক্সে দেশে এল 21তম পদক ৷ শটপাটে পোডিয়াম ফিনিশ করলেন মহারাষ্ট্রের অ্যাথলিট ৷ 16.32 মিটার দূরে লোহার বল ছুঁড়ে এশিয়ান রেকর্ডও গড়েছেন তিনি ৷ প্যারিসে এখনও পর্যন্ত 8টি রুপো পেয়েছে ভারত ৷

তাঁর সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘‘প্যারালিম্পিক্সে অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সচিন খিলাড়িকে অভিনন্দন ! শক্তি এবং সংকল্পের একটি অসাধারণ প্রদর্শনে, তিনি পুরুষদের শটপাট F46 ইভেন্টে রুপো জিতেছেন । দেশে তাঁকে নিয়ে গর্বিত ।’’

একই ইভেন্টে নেমেছিলেন আরও দুই ভারতীয় ৷ যদিও পোডিয়ামে ওঠা হল না মহম্মদ ইয়াসির ও রোহিত কুমারের ৷ 14.21 মিটার ছুঁড়ে অষ্টম স্থানে শেষ করলেন ইয়াসির ৷ নবম স্থানে শেষ করা রোহিত লোহার বল পাঠিয়েছেন 14.10 মিটার দূরে ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 4, 2024, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.