প্যারিস, 4 সেপ্টেম্বর: প্রেমের শহরে কামাল সচিন সাজেরাও খিলাড়ির ৷ প্যারিস প্যারালিম্পিক্সে দেশে এল 21তম পদক ৷ শটপাটে পোডিয়াম ফিনিশ করলেন মহারাষ্ট্রের অ্যাথলিট ৷ 16.32 মিটার দূরে লোহার বল ছুঁড়ে এশিয়ান রেকর্ডও গড়েছেন তিনি ৷ প্যারিসে এখনও পর্যন্ত 8টি রুপো পেয়েছে ভারত ৷
A stellar throw & a well-deserved Silver Medal for Sachin Khilari in Men's Shot Put F46 at the #Paralympics2024! Your effort embodies the true spirit of sportsmanship & perseverance, making Bharat proud!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 4, 2024
Under the visionary leadership of the PM Shri @narendramodi ji, Bharat is… pic.twitter.com/hlLNiQpwpx
তাঁর সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘‘প্যারালিম্পিক্সে অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সচিন খিলাড়িকে অভিনন্দন ! শক্তি এবং সংকল্পের একটি অসাধারণ প্রদর্শনে, তিনি পুরুষদের শটপাট F46 ইভেন্টে রুপো জিতেছেন । দেশে তাঁকে নিয়ে গর্বিত ।’’
Congratulations to Sachin Khilari for his incredible achievement at the #Paralympics2024! In a remarkable display of strength and determination, he has won a Silver medal in the Men’s Shotput F46 event. India is proud of him. #Cheer4Bharat pic.twitter.com/JNteBI7yeO
— Narendra Modi (@narendramodi) September 4, 2024
একই ইভেন্টে নেমেছিলেন আরও দুই ভারতীয় ৷ যদিও পোডিয়ামে ওঠা হল না মহম্মদ ইয়াসির ও রোহিত কুমারের ৷ 14.21 মিটার ছুঁড়ে অষ্টম স্থানে শেষ করলেন ইয়াসির ৷ নবম স্থানে শেষ করা রোহিত লোহার বল পাঠিয়েছেন 14.10 মিটার দূরে ৷