ETV Bharat / sports

দিল্লিকে বড় রানের ব্যবধানে হারাল বেঙ্গালুরু, টানা পাঁচ ম্যাচের জয়ে 5 নম্বরে উঠলেন কোহলিরা - IPL 2024 - IPL 2024

RCB vs DC: ঘরের মাঠে কোহলিদের 'বড়' জয় ৷ ঋষভহীন দিল্লিকে 47 রানে হারিয়ে পরপর পাঁচ ম্যাচে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ তার আগে টানা ছয় ম্যাচে হারের মুখ দেখেছিলেন কোহলিরা ৷ তাই পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান ছিল একেবারে তলানিতে ৷ কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লিকে মাত দেওয়ার পর পাঁচ নম্বরে উঠে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান পাকা করল বেঙ্গালুরু অধিনায়ক ডু'প্লেসির দল ৷

RCB vs DC
যশ দালালের সঙ্গে বিরাট কোহলি (ইন্ডিয়ান প্রিমিয়র লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 7:41 AM IST

Updated : May 13, 2024, 8:08 AM IST

বেঙ্গালুরু, 13 মে: ঋষভহীন দিল্লি ক্যাপিটালস ফিকে হয়ে গেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ রবিবাসরীয় ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর মাঠে প্রথমে টস জেতেন ঋষভের দায়ভার সামলানো দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ৷ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলিদের ব্যাট করতে পাঠান অক্ষর ৷ প্রথমে ব্যাট করে কোহলিরা 9 উইকেটে হারিয়ে রান তোলেন 187 ৷ জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই 140 রানে খতম হয়ে যায় দিল্লি ৷ 47 রানের বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় ডু'প্লেসির বেঙ্গালুরু ৷ তাতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসে শেষ চারের দৌড়ে আরও এগিয়ে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে কোহলিকে সাজঘরে ফিরতে হয় মাত্র 27 রান করেই ৷ এবারের আইপিএলে তিনি দুরন্ত ছন্দে রয়েছেন ৷ 62 ম্যাচের পর সবথেকে বেশি রান নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি ৷ 661 রান সংগ্রহ করেছেন তিনি ৷ তাই অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই ৷ বেঙ্গালুরুর হয়ে সবথেকে বেশি রান করেন রজত পাতিদার ৷ 52 রান করেন তিনি ৷ 41 রান করেন উইল জ্যাকস ৷ তারপর 32 রান করেন ক্যামেরন গ্রিন ৷ অন্যদিকে, দিল্লির খলিল আহমেদ ও রশিখ সালাম 2টি করে উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ৷ রান আউট হন করণ শর্মা ও মহম্মদ সিরাজ ৷ 20 ওভার বল করে 9 উইকেট হারিয়ে 187 রান তোলে বেঙ্গালুরু ৷

পালটা রান তাড়া করতে দিল্লি শুরুতেই মুখ থুবড়ে পড়ে ৷ শুধুমাত্র অক্ষর প্যাটেলই অর্ধশতরান করেন ৷ 39 বলে 57 রান করেন দিল্লি অধিনায়ক ৷ 29 রান করেন সাই হোপ ৷ 21 রান জ্যাক ফ্রাসের ৷ এরপর আর কোনও ব্যাটারই 10 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ বল হাতে ডেলিভারিতে কামাল করেন যশ দয়াল ৷ 3.1 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ 2টি উইকেট নেন লকি ফার্গুসন ৷ 1টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, মহম্মদ সিরাজল ও ক্যামেরন গ্রিন ৷ জ্য়াক ফ্রেসরকে রান আউট করেন যশ দয়াল ৷ দুর্দান্ত রান আউট করেন ত্রিস্তান স্টাবস ৷ তাতেই ম্যাচের সেরা অজি তারকা ক্য়ামেরন গ্রিন ৷

আরও পড়ুন:

  1. চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা আরসিবি'র, অক্ষরের লড়াই সত্ত্বেও হারের মুখে দিল্লি
  2. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  3. ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের

বেঙ্গালুরু, 13 মে: ঋষভহীন দিল্লি ক্যাপিটালস ফিকে হয়ে গেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ রবিবাসরীয় ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর মাঠে প্রথমে টস জেতেন ঋষভের দায়ভার সামলানো দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ৷ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলিদের ব্যাট করতে পাঠান অক্ষর ৷ প্রথমে ব্যাট করে কোহলিরা 9 উইকেটে হারিয়ে রান তোলেন 187 ৷ জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই 140 রানে খতম হয়ে যায় দিল্লি ৷ 47 রানের বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় ডু'প্লেসির বেঙ্গালুরু ৷ তাতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসে শেষ চারের দৌড়ে আরও এগিয়ে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে কোহলিকে সাজঘরে ফিরতে হয় মাত্র 27 রান করেই ৷ এবারের আইপিএলে তিনি দুরন্ত ছন্দে রয়েছেন ৷ 62 ম্যাচের পর সবথেকে বেশি রান নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি ৷ 661 রান সংগ্রহ করেছেন তিনি ৷ তাই অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই ৷ বেঙ্গালুরুর হয়ে সবথেকে বেশি রান করেন রজত পাতিদার ৷ 52 রান করেন তিনি ৷ 41 রান করেন উইল জ্যাকস ৷ তারপর 32 রান করেন ক্যামেরন গ্রিন ৷ অন্যদিকে, দিল্লির খলিল আহমেদ ও রশিখ সালাম 2টি করে উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ৷ রান আউট হন করণ শর্মা ও মহম্মদ সিরাজ ৷ 20 ওভার বল করে 9 উইকেট হারিয়ে 187 রান তোলে বেঙ্গালুরু ৷

পালটা রান তাড়া করতে দিল্লি শুরুতেই মুখ থুবড়ে পড়ে ৷ শুধুমাত্র অক্ষর প্যাটেলই অর্ধশতরান করেন ৷ 39 বলে 57 রান করেন দিল্লি অধিনায়ক ৷ 29 রান করেন সাই হোপ ৷ 21 রান জ্যাক ফ্রাসের ৷ এরপর আর কোনও ব্যাটারই 10 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ বল হাতে ডেলিভারিতে কামাল করেন যশ দয়াল ৷ 3.1 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ 2টি উইকেট নেন লকি ফার্গুসন ৷ 1টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, মহম্মদ সিরাজল ও ক্যামেরন গ্রিন ৷ জ্য়াক ফ্রেসরকে রান আউট করেন যশ দয়াল ৷ দুর্দান্ত রান আউট করেন ত্রিস্তান স্টাবস ৷ তাতেই ম্যাচের সেরা অজি তারকা ক্য়ামেরন গ্রিন ৷

আরও পড়ুন:

  1. চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা আরসিবি'র, অক্ষরের লড়াই সত্ত্বেও হারের মুখে দিল্লি
  2. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  3. ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের
Last Updated : May 13, 2024, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.