ETV Bharat / sports

এবার 287-র ইতিহাস হায়দরাবাদেরই, ট্র্যাভিস হেডের ব্যাটে রানের পাহাড়ের সামনে বেঙ্গালুরু - IPL 2024 - IPL 2024

RCB vs SRH: চলতি আইপিএলে ফের ইতিহাস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ ৷ ডু'প্লেসির সিদ্ধান্তে প্রথমে ব্যাট করেও রানের শিখরে পৌঁছল প্যাট কামিন্সের দল ৷ 20 ওভার ব্যাট করে মাত্র 3 উইকেট হারিয়ে 287 রান তুলল অরেঞ্জ ব্রিগেড ৷

RCB vs SRH
হায়দরাবাদের ট্র্যাভিস হেডের ব্যাটে রানের পাহাড়ের সামনে বেঙ্গালুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 9:35 PM IST

Updated : Apr 15, 2024, 10:36 PM IST

বেঙ্গালুরু, 15 এপ্রিল: ফের ব্যাট হাতে বিধ্বংসী রূপ দেখালেন বিশ্বকাপ ফাইনালে ঝড় তোলা ট্র্যাভিস হেড ৷ কোটিপতি লিগের 30তম ম্যাচ ফের স্মরণীয় করে রাখল নিজামের শহরের দল ৷ প্রতিপক্ষ দল বেঙ্গালুরুর মাঠে ঘরের ছেলেদের একেবার 'খামোশ' করে রাখল সানরাইজার্স হায়দরাবাদ ৷ সেইসঙ্গে আরও একবার সর্বোচ্চ রান করে আইপিএলের ইতিহাস রচনা করল ৷ 19 দিনের মাথায় ফের নজির গড়ল অরেঞ্জ ব্রিগেড ৷ এক মরশুমে সর্বোচ্চ রানের নজিরে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ এদিন রান তুলল 287-3 ৷

এই জয়ের নায়ক অজি ব্যাটার ট্র্যাভিস হেড ৷ 102 রান একাই করেন তিনি ৷ তাঁকে সঙ্গে দেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন ৷ 67 রানের তিনিও অনবদ্য ইনিংস খেলেন ৷ বিরাট কোহলিদের জয়ের লক্ষ্য ছিল 288 রান ৷ এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ ওপেনিংয়ে নেমে কার্যত মাঠে ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ৷ 34 রানে অভিষেক আউট হওয়ার পর হেনরিক ক্লাসিন আসেন ক্রিজে ৷

102 রানের ঝকঝকে ইনিংস খেলে কোহলিদের রানের পাহাড়ে তোলার কাজটা সহজ করে দেন অজি ব্যাটার ট্র্যাভিস ৷ মাত্র 41 বলে 102 রানের ইনিংস সাজানো ছিল 9টি বাউন্ডারি আর 8টি ওভার বাউন্ডারিতে ৷ তাঁকে সঙ্গ দেন বিদেশি ব্যাটার ক্লাসেন ৷ 67 রান তোলার পর আউট হন তিনি ৷ পরে এইডেন মার্করাম 32 রান ও আব্দুল সামাদ 37 রান করেন ৷ মোট কথা, হায়দরাবাদের ইনিংস একেবারে জ্বলজ্বলে ৷

অন্যদিকে, বেঙ্গালুরুর বোলাররাদের কোনও হাতিয়ারই এদিন ধোপে টেকেনি ৷ 52 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ৷ তিনিই সানরাইজার্সের গুরুত্বপূর্ণ উইকেট দু'টি নেন ৷ ট্র্যাভিস হেড ও ক্লাসেনকেই তিনিই সাজঘরে ফেরান ৷ 68 রান দিয়ে মাত্র একটি উইকেট নেন রিস টোপলি ৷ বাকি কোনও বোলারই এদিন উইকেট নিতে পারেননি ৷

আরও পড়ুন:

  1. কোন পথে আসবে জয়? ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরিয়া ডু'প্লেসিরা
  2. রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের
  3. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার

বেঙ্গালুরু, 15 এপ্রিল: ফের ব্যাট হাতে বিধ্বংসী রূপ দেখালেন বিশ্বকাপ ফাইনালে ঝড় তোলা ট্র্যাভিস হেড ৷ কোটিপতি লিগের 30তম ম্যাচ ফের স্মরণীয় করে রাখল নিজামের শহরের দল ৷ প্রতিপক্ষ দল বেঙ্গালুরুর মাঠে ঘরের ছেলেদের একেবার 'খামোশ' করে রাখল সানরাইজার্স হায়দরাবাদ ৷ সেইসঙ্গে আরও একবার সর্বোচ্চ রান করে আইপিএলের ইতিহাস রচনা করল ৷ 19 দিনের মাথায় ফের নজির গড়ল অরেঞ্জ ব্রিগেড ৷ এক মরশুমে সর্বোচ্চ রানের নজিরে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ এদিন রান তুলল 287-3 ৷

এই জয়ের নায়ক অজি ব্যাটার ট্র্যাভিস হেড ৷ 102 রান একাই করেন তিনি ৷ তাঁকে সঙ্গে দেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন ৷ 67 রানের তিনিও অনবদ্য ইনিংস খেলেন ৷ বিরাট কোহলিদের জয়ের লক্ষ্য ছিল 288 রান ৷ এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ ওপেনিংয়ে নেমে কার্যত মাঠে ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ৷ 34 রানে অভিষেক আউট হওয়ার পর হেনরিক ক্লাসিন আসেন ক্রিজে ৷

102 রানের ঝকঝকে ইনিংস খেলে কোহলিদের রানের পাহাড়ে তোলার কাজটা সহজ করে দেন অজি ব্যাটার ট্র্যাভিস ৷ মাত্র 41 বলে 102 রানের ইনিংস সাজানো ছিল 9টি বাউন্ডারি আর 8টি ওভার বাউন্ডারিতে ৷ তাঁকে সঙ্গ দেন বিদেশি ব্যাটার ক্লাসেন ৷ 67 রান তোলার পর আউট হন তিনি ৷ পরে এইডেন মার্করাম 32 রান ও আব্দুল সামাদ 37 রান করেন ৷ মোট কথা, হায়দরাবাদের ইনিংস একেবারে জ্বলজ্বলে ৷

অন্যদিকে, বেঙ্গালুরুর বোলাররাদের কোনও হাতিয়ারই এদিন ধোপে টেকেনি ৷ 52 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ৷ তিনিই সানরাইজার্সের গুরুত্বপূর্ণ উইকেট দু'টি নেন ৷ ট্র্যাভিস হেড ও ক্লাসেনকেই তিনিই সাজঘরে ফেরান ৷ 68 রান দিয়ে মাত্র একটি উইকেট নেন রিস টোপলি ৷ বাকি কোনও বোলারই এদিন উইকেট নিতে পারেননি ৷

আরও পড়ুন:

  1. কোন পথে আসবে জয়? ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরিয়া ডু'প্লেসিরা
  2. রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের
  3. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
Last Updated : Apr 15, 2024, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.