ETV Bharat / sports

খরা কাটিয়ে টেস্টে একাদশ শতরান রোহিতের, বিপর্যয় কাটিয়ে রাজকোটে ঘুরে দাঁড়াচ্ছে ভারত - India vs England at Rajkot

India vs England: রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ৷ পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ এখন 1-1 ৷ এবার রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে সম্মুখসমরে দু'দেশ। বৃহস্পতিবার রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ হিটম্যান দীর্ঘ 6 মাস ধরে টেস্টে বড় রান পাচ্ছিলেন না, অবশেষে এদিন বড় রান করেন ভারত অধিনায়ক ৷

6 মাস রানের খরা কাটিয়ে টেস্টে হাফ সেঞ্চুরি রোহিতের
Rohit Sharma's Fifty
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 1:47 PM IST

Updated : Feb 15, 2024, 2:50 PM IST

রাজকোট, 15 ফেব্রুয়ারি: দীর্ঘ খরা কাটিয়ে রাজকোটে টেস্ট শতরান এল রোহিত শর্মার ব্যাটে ৷ রাজকোটে তৃতীয় টেস্টের তৃতীয় সেশনের শুরুতেই এদিন পাঁচদিনের ক্রিকেটে 11তম শতরানটি আসে ভারত অধিনায়কের ব্যাটে ৷ দীর্ঘ 6 মাস টেস্টে তাঁর ব্যাট থেকে কোনও বড় রান আসছিল না ৷ আজ রাজকোটে সেই খরা কাটল ৷ ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে রাজকোটে তাঁর কেরিয়ারের 17তম অর্ধশতরান করেন হিটম্যান ৷ পাশাপাশি 180 দিন পর টেস্টে তাঁর ব্যাট থেকে এল বড় রান ৷

রাজকোটে এদিন টস জিতে হিটম্যান ওপেনিংয়ে নামেন তরুণ ব্যাটার যশস্বী জসওয়ালের সঙ্গে ৷ কিছুক্ষণের মধ্য়ে যশস্বী 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ এরপর শুভমন গিল আসেন ৷ মিনিট পাঁচেকের মধ্যে তিনি প্যাভিলিয়নে ফিরে যান শূন্য রানে ৷ চার নম্বরে নামেন রজত পাতিদার ৷ তিনি 5 রানে ফিরে যান সাজঘরে ৷ তখন 33 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপরই শুরুর তিন ধাক্কা সামলে ম্যাচে ব্যাটিং বিভাগের হাল ধরতে নামেন বিশ্বের নাম্বারওয়ান অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ তারপরই দু'জন মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ৷

ঘরের মাঠে আত্মবিশ্বাসী হয়ে শুরুটা করেন জাডেজা। রোহিতও হাত খোলেন। তাঁকে সঙ্গ দেন চোট সারিয়ে দলে ফেরা জাদেজা ৷ চতুর্থ উইকেটে জুটিতে হাফ-সেঞ্চুরি করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত-জাদেজা ৷ এদিন টেস্টের 21তম অর্ধশতরান করেন জাদেজা ৷ তারপরই প্রতি বারের মতো তরবারির ঘোরানোর কায়দায় ব্যাট ঘোরান 'ঘরের ছেলে' জাড্ডু ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 97 বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, 8টি বাউন্ডারির সাহায্যে 71 বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত । এদিকে, রাজকোটের তৃতীয় টেস্টে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিনও। আর মাত্র 1টি উইকেট নিলেই তিনি টেস্ট কেরিয়ারে 500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। প্রথম দুই টেস্টের ফলাফলের পর এখন 1-1 হয়ে রয়েছে সিরিজ। তারই মধ্যে দলে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া ৷ আজকের ম্যাচে অভিষেক হয়েছে সরফরাজ খান ও ধ্রুব জুরেলের।

আরও পড়ুন:

  1. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা
  2. টি-20 বিশ্বকাপে অধিনায়ক কে? দল গঠনের আগে জানিয়ে দিল বোর্ড
  3. রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, জোড়া টেস্ট অভিষেক টিম ইন্ডিয়ার

রাজকোট, 15 ফেব্রুয়ারি: দীর্ঘ খরা কাটিয়ে রাজকোটে টেস্ট শতরান এল রোহিত শর্মার ব্যাটে ৷ রাজকোটে তৃতীয় টেস্টের তৃতীয় সেশনের শুরুতেই এদিন পাঁচদিনের ক্রিকেটে 11তম শতরানটি আসে ভারত অধিনায়কের ব্যাটে ৷ দীর্ঘ 6 মাস টেস্টে তাঁর ব্যাট থেকে কোনও বড় রান আসছিল না ৷ আজ রাজকোটে সেই খরা কাটল ৷ ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে রাজকোটে তাঁর কেরিয়ারের 17তম অর্ধশতরান করেন হিটম্যান ৷ পাশাপাশি 180 দিন পর টেস্টে তাঁর ব্যাট থেকে এল বড় রান ৷

রাজকোটে এদিন টস জিতে হিটম্যান ওপেনিংয়ে নামেন তরুণ ব্যাটার যশস্বী জসওয়ালের সঙ্গে ৷ কিছুক্ষণের মধ্য়ে যশস্বী 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ এরপর শুভমন গিল আসেন ৷ মিনিট পাঁচেকের মধ্যে তিনি প্যাভিলিয়নে ফিরে যান শূন্য রানে ৷ চার নম্বরে নামেন রজত পাতিদার ৷ তিনি 5 রানে ফিরে যান সাজঘরে ৷ তখন 33 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপরই শুরুর তিন ধাক্কা সামলে ম্যাচে ব্যাটিং বিভাগের হাল ধরতে নামেন বিশ্বের নাম্বারওয়ান অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ তারপরই দু'জন মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ৷

ঘরের মাঠে আত্মবিশ্বাসী হয়ে শুরুটা করেন জাডেজা। রোহিতও হাত খোলেন। তাঁকে সঙ্গ দেন চোট সারিয়ে দলে ফেরা জাদেজা ৷ চতুর্থ উইকেটে জুটিতে হাফ-সেঞ্চুরি করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত-জাদেজা ৷ এদিন টেস্টের 21তম অর্ধশতরান করেন জাদেজা ৷ তারপরই প্রতি বারের মতো তরবারির ঘোরানোর কায়দায় ব্যাট ঘোরান 'ঘরের ছেলে' জাড্ডু ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 97 বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, 8টি বাউন্ডারির সাহায্যে 71 বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত । এদিকে, রাজকোটের তৃতীয় টেস্টে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিনও। আর মাত্র 1টি উইকেট নিলেই তিনি টেস্ট কেরিয়ারে 500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। প্রথম দুই টেস্টের ফলাফলের পর এখন 1-1 হয়ে রয়েছে সিরিজ। তারই মধ্যে দলে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া ৷ আজকের ম্যাচে অভিষেক হয়েছে সরফরাজ খান ও ধ্রুব জুরেলের।

আরও পড়ুন:

  1. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা
  2. টি-20 বিশ্বকাপে অধিনায়ক কে? দল গঠনের আগে জানিয়ে দিল বোর্ড
  3. রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, জোড়া টেস্ট অভিষেক টিম ইন্ডিয়ার
Last Updated : Feb 15, 2024, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.