রাজকোট, 15 ফেব্রুয়ারি: মাত্র 33 রানে তিন উইকেট হারানো দলকে রাজকোটে সাহারা দিলেন রোহিত শর্মা ৷ চতুর্থ উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে চলতি সিরিজের রেকর্ড পার্টনারশিপ তো করলেনই, সেইসঙ্গে গতবছর জুলাইয়ের পর ফের লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন 'হিটম্যান' ৷ চা-বিরতি থেকে ফিরে এসেই 157 বলে টেস্ট ক্রিকেটে একাদশতম শতরানটি পূর্ণ করেন ভারতীয় ওপেনার ৷ শেষপর্যন্ত 14টি চার, 3টি ছয়ের সাহায্যে 131 রান করে মার্ক উডের শিকার হন তিনি ৷
রোহিত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর নবাগত সরফরাজ খানকে নিয়ে চতুর্থ টেস্ট শতরান পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজাও ৷ নিরঞ্জন শাহের নামে নামাঙ্কিত রাজকোট স্টেডিয়ামে টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত ৷ কিন্তু মর্নিং সেশনে ইংরেজ বোলারদের দাপটে তৃতীয় টেস্টের শুরুতে কোণঠাসা হয়ে পড়ে ভারত ৷ সেখান থেকেই দলকে টেনে তোলেন ভারত অধিনায়ক ৷ সঙ্গী হন রবীন্দ্র জাদেজা ৷ চতুর্থ উইকেটে 204 রানের পার্টনারশিপ গড়েন দু'জনে ৷ আর দুই সিনিয়রের ব্যাটেই রাজকোটে পালটা চাপে ইংরেজরা ৷
রোহিতের ধ্রুপদী শতরানের পর 198 বলে ঘরের মাঠে এদিন শতরান পূর্ণ করেন জাড্ডু ৷ চতুর্থ টেস্ট শতরান হাঁকানোর পথে জাদেজা মারেন 7টি চার ও 2টি ছয় ৷ একইসঙ্গে ক্রিকেটে কুলীন ঘরানায় এদিন 3 হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ইউটিলিটি অলরাউন্ডার ৷ বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের অনুপস্থিতিতে রাজকোটে এদিন টেস্ট অভিষেক হয় সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের ৷ শ্রীকর ভরতের পরিবর্তে স্টাম্পার-ব্যাটার হিসেবে একাদশে জায়গা করে নেন জুরেল ৷
-
Test Hundred on his home ground!
— BCCI (@BCCI) February 15, 2024
A hard fought 4th Test ton and second in Rajkot from @imjadeja 👏 👏#INDvENG @IDFCFIRSTBank pic.twitter.com/osxLb6gitm
তবে ব্যাট হাতে ব্যর্থ গত ম্যাচে অভিষেক হওয়া রজত পাতিদার (5) ৷ রান পেলেন না গত ম্যাচের দ্বিশতরানকারী যশস্বী জয়সওয়াল (10) ও শতরানকারী শুভমন গিল (0) ৷ তবে ছ'য়ে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং সরফরাজের ৷ মাত্র 48 বলে অর্ধশতরান করেন মুম্বই ব্যাটার ৷ জাদেজা শতরান পূর্ণ করার ঠিক আগে 62 রানের মাথায় রান-আউট হয়ে ফেরেন তিনি ৷ দিনের শেষে কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে ক্রিজে 110 রানে অপরাজিত রয়েছেন জাদেজা ৷ দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 326 রান ৷
আরও পড়ুন: