মিয়ামি, 29 মার্চ: মিয়ামি ওপেন 2024-এর পুরুষদের ডাবলস ফাইনালে উঠলেন ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ান ম্যাথু এবডেন জুটি ৷ সেখানকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের সেমিফাইনালে স্ট্রেট সেটে স্প্যানিশ মার্সেলো গ্র্যানোলার্স এবং আর্জেন্তাইন হোরাসিও জেবালোস জুটিকে হারিয়েছেন তাঁরা ৷ সেমিফাইনাল ম্যাচের স্কোর ছিল 6-1, 6-4 ৷
বোপান্না-এবডেন জুটি শেষ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন ৷ আর আজকে স্প্যানিশ-আর্জেন্তাইন জুটির তরফে কোনওরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি বোপান্না-এবডেনকে ৷ খুব সহজেই দু’টি সেট নিজেদের নামে করেন তাঁরা ৷ বিশেষত, প্রথম সেটে কোনও বিশেষ চেষ্টাই করতে হয়নি ইন্দো-অস্ট্রেলিয়ান জুটিকে ৷ 6-1 গেমে খুব সহজেই প্রথম সেট রোহন বোপান্নাদের ছেড়ে দেন মার্সেলো গ্র্যানোলার্স এবং হোরাসিও জেবালোস জুটি ৷
44 বছরের বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে জয়ের পর, অবশ্য কয়েকটি টুর্নামেন্টে হারতে হয়েছে তাঁকে ৷ দুবাই চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে এবং ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে রাউন্ড 32-তে হেরে বিদায় নিতে হয় রোহন বোপ্পান্না এবং তাঁর জুড়িদার ম্যাথু এবডেনকে ৷ সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে বোপান্না পুরুষদের এটিপি ডাবলস ব়্যাংকিংয়ে 1 নম্বরে রয়েছেন ৷ ফাইনালে বোপান্না-এবডেন জুটির প্রতিপক্ষ ক্রিয়েশিয়ান ইভান ডজিক এবং মার্কিন অস্টিন ক্রাজিসেক ৷
ইভান ডজিক এবং অস্টিন ক্রাজিসেক জার্মানি জুটি কেভিন ক্রাভিটজ এবং টিম পুটজকে 6-4, 6-7 (7), 10-7 তিন সেটের ম্যাচে হারিয়েছে ৷ উল্লেখ্য, ভারতীয় তারকা রোহন বোপান্নার টেনিস কেরিয়ারে এটাই প্রথম তাঁর মিয়ামি ওপেনের কোনও বিভাগে ফাইনাল খেলা ৷ সেই সঙ্গে এটিপি মাস্টার্স 1000-এর 14তম ফাইনাল খেলবেন রোহন বোপান্নার ৷
আরও পড়ুন: