ETV Bharat / sports

বুড়ো হাড়ে ভেলকি, মিয়ামি ওপেনের সেমিতে পৌঁছে প্যারিসের টিকিট নিশ্চিত বোপান্নার - Rohan Bopanna - ROHAN BOPANNA

Rohan Bopanna in Miami Open: 44 বছর বয়সেও ছুটছেন ভারতের টেনিস কিংবদন্তি ৷ মিয়ামি ওপেনের সেমি-ফাইনালে পৌঁছনোর ফলে প্যারিস অলিম্পিক্সে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করলেন রোহন বোপান্না ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 27, 2024, 6:10 PM IST

মিয়ামি গার্ডেনস, 27 মার্চ: বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়ের তকমা আগেই লেগেছিল। ওপেন যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামও জিতে ফেলেছেন । অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছেন ভারতের টেনিস কিংবদন্তি । তাতেও রোহন মাচাণ্ডা বোপান্নার জয়ের খিদেটা যেন কমছে না ৷ এবডেনকে সঙ্গী করে এবার মিয়ামি ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন বোপান্না ।

কেরিয়ারের দ্বারপ্রান্তে এসে মুকুটটাকে আরও উজ্জ্বল করছেন 'বোফর্স'। এই মুহূর্তে পুরুষদের ডাবলসে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে রয়েছেন বোপান্না ৷ মিয়ামি ওপেনের সেমিফাইনালে পৌঁছনোর ফলে এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশেই শুধু থেকে গেলেন না, প্যারিস অলিম্পিক্সের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করলেন বোপান্না ৷ জুলাই-অগস্টে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ৷

চলতি মরশুমে তৃতীয়বার কোনও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল বোপান্না-এবডেন জুটি ৷ শেষ আটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেদারল্যান্ডসের সেম ভারবিক ও অস্ট্রেলিয়ার জন-প্যাট্রিক স্মিথের জুটিকে উড়িয়ে দিয়েছেন ইন্দো-অজি জুটি ৷ ম্যাচের ফলাফল 3-6, 7-6(4), 10-7 ৷ একাধিক আনফোর্সড এররে প্রথম সেট খোয়াতে হলেও দ্বিতীয় সেটেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জুটি ৷ পাল্লা দিয়ে লড়াই চালালেও বিশ্বের এক নম্বর জুটিকে রোখার মন্ত্রটা জানা ছিল না ডাচ-অজি জুটির ৷

শেষ চারে স্পেনের মার্সেল গ্রানোলার ও আর্জেন্তিনার হোরাসিও জেবালোসের জুটির মুখোমুখি হবেন বোপান্না-এবডেন ৷ জানুয়ারিতে অ্যাডিলেড ওপেনের সেমি-ফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল ৷ দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ ফলে খোয়াতে হয়েছিল এক নম্বর স্থানও ৷ ফলে মিয়ামি ওপেন জয়ের পাশাপাশি নিজের হারানো স্থান পুনরুদ্ধার করতেও বদ্ধপরিকর বোপান্না ৷

আরও পড়ুন:

  1. বুড়ো হাড়ে ভেলকি, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসে বোপান্না
  2. অলিম্পিক্সে এই প্রথম দলগতভাবে টেবিল টেনিস, প্যারিসে যোগ্যতা অর্জন পুরুষ ও মহিলাদের
  3. ভারতে প্রতিভার অভাব নেই, কলকাতায় এসে মত টেনিস তারকা শ্বেদোভার

মিয়ামি গার্ডেনস, 27 মার্চ: বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়ের তকমা আগেই লেগেছিল। ওপেন যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামও জিতে ফেলেছেন । অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছেন ভারতের টেনিস কিংবদন্তি । তাতেও রোহন মাচাণ্ডা বোপান্নার জয়ের খিদেটা যেন কমছে না ৷ এবডেনকে সঙ্গী করে এবার মিয়ামি ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন বোপান্না ।

কেরিয়ারের দ্বারপ্রান্তে এসে মুকুটটাকে আরও উজ্জ্বল করছেন 'বোফর্স'। এই মুহূর্তে পুরুষদের ডাবলসে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে রয়েছেন বোপান্না ৷ মিয়ামি ওপেনের সেমিফাইনালে পৌঁছনোর ফলে এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশেই শুধু থেকে গেলেন না, প্যারিস অলিম্পিক্সের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করলেন বোপান্না ৷ জুলাই-অগস্টে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ৷

চলতি মরশুমে তৃতীয়বার কোনও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল বোপান্না-এবডেন জুটি ৷ শেষ আটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেদারল্যান্ডসের সেম ভারবিক ও অস্ট্রেলিয়ার জন-প্যাট্রিক স্মিথের জুটিকে উড়িয়ে দিয়েছেন ইন্দো-অজি জুটি ৷ ম্যাচের ফলাফল 3-6, 7-6(4), 10-7 ৷ একাধিক আনফোর্সড এররে প্রথম সেট খোয়াতে হলেও দ্বিতীয় সেটেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জুটি ৷ পাল্লা দিয়ে লড়াই চালালেও বিশ্বের এক নম্বর জুটিকে রোখার মন্ত্রটা জানা ছিল না ডাচ-অজি জুটির ৷

শেষ চারে স্পেনের মার্সেল গ্রানোলার ও আর্জেন্তিনার হোরাসিও জেবালোসের জুটির মুখোমুখি হবেন বোপান্না-এবডেন ৷ জানুয়ারিতে অ্যাডিলেড ওপেনের সেমি-ফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল ৷ দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ ফলে খোয়াতে হয়েছিল এক নম্বর স্থানও ৷ ফলে মিয়ামি ওপেন জয়ের পাশাপাশি নিজের হারানো স্থান পুনরুদ্ধার করতেও বদ্ধপরিকর বোপান্না ৷

আরও পড়ুন:

  1. বুড়ো হাড়ে ভেলকি, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসে বোপান্না
  2. অলিম্পিক্সে এই প্রথম দলগতভাবে টেবিল টেনিস, প্যারিসে যোগ্যতা অর্জন পুরুষ ও মহিলাদের
  3. ভারতে প্রতিভার অভাব নেই, কলকাতায় এসে মত টেনিস তারকা শ্বেদোভার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.