হায়দরাবাদ, 4 নভেম্বর: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের ৷ 92 বছরে প্রথমবার ঘরের মাঠে তিনম্য়াচের সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতীয় দলকে ৷ দু-একটা বিষয় বাদ দিলে সিরিজে দল হিসেবে সামগ্রিকভাবে ব্যর্থ ভারত ৷ মুম্বই টেস্টে প্রকট হয়েছে সেই ব্যর্থতা ৷ তবে সেই ব্যর্থতায় আশার আলো ঋষভ পন্ত ৷ ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে কঠিন পরিস্থিতিতে দু'ইনিংসেই ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ যা দেখে আইপিএল নিলামে পন্তের 50 কোটি টাকায় বিকোনো উচিত বলে জানালেন বসিত আলি ৷
নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে লাগাতার পর্যালোচনা করছিলেন প্রাক্তন পাক ব্যাটার ৷ রবিবার ভারত হোয়াইটওয়াশ হওয়ার পরও ইউটিউবে ম্যাচের পর্যালোচনা করেন আলি ৷ সেখানেই ঋষভ পন্তের ব্য়াটিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় ইনিংসে পন্তের লড়াকু ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই পিচে ও (পন্ত) যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল যেন পাটা উইকেট ৷ সকলে বলছে আইপিএল নিলামে ও 25 কোটির মত দর পাবে ৷ আমার তো মনে হয় 50 কোটি টাকা পাওয়া উচিত ৷ যেখানে চাইছিল ইচ্ছেমত খেলছিল ৷"
Basit Ali " rishabh pant scored 60 in the 1st inning and 64 in the 2nd.what can i say about this kid? people might say he’s worth 25 crore,but in my opinion,he should go for 50 crore in the ipl.when he was batting, it looked as if it was a flat pitch."pic.twitter.com/1aB2zkkQvM
— Sujeet Suman (@sujeetsuman1991) November 4, 2024
তবে পন্ত যে নিজের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো ভালো করে যাচাই করে নিয়ে তবেই দুরন্ত ইনিংস খেলেছে, তাও জানান প্রাক্তন পাক নির্বাচক ৷ প্রাক্তন পাক ব্য়াটারের কথায়, বাকিরা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে ৷ উল্লেখ্য, মুম্বই টেস্টে পন্তের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখেছিল ভারতীয় দল ৷ কিন্তু 64 রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় স্টাম্পার-ব্যাটারকে ৷
ভারতীয় ক্রিকেটারকে তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ, দিল্লি ক্যাপিটালস ধরে না-রাখায় আসন্ন আইপিএলের মেগা নিলামে উঠবেন পন্ত ৷ নয়া কোচিং স্টাফ পছন্দের না-হওয়ায় রিটেনশনের আগে পন্ত ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অব্য়াহতি চেয়ে নিয়েছিলেন বলে রিপোর্টে প্রকাশ ৷ সে যাইহোক, যে ফর্মে স্টাম্পার-ব্যাটার বিরাজ করছেন তাতে মেগা নিলামে তাঁকে নিয়ে যে চরম দর হাঁকাহাঁকি হবে, তা নিশ্চিত ৷ চেন্নাই সুপার কিংস পন্তকে পেতে ঝাঁপাবে বলেও শোনা যাচ্ছে ৷