ETV Bharat / sports

নিলামে 50 কোটি পাওয়া উচিত পন্তের, মত প্রাক্তন পাক ক্রিকেটারের - EX PAK CRICKETER PRAISES PANT

মুম্বই টেস্টে যেভাবে পন্ত ব্য়াট করেছেন তাতে নিলামে 50 কোটি টাকা পাওয়া উচিত ভারতীয় ক্রিকেটারের ৷ দাবি প্রাক্তন পাক ক্রিকেটার ও নির্বাচকের ৷

RISHABH PANT
মারমুখী পন্ত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 4, 2024, 7:33 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের ৷ 92 বছরে প্রথমবার ঘরের মাঠে তিনম্য়াচের সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতীয় দলকে ৷ দু-একটা বিষয় বাদ দিলে সিরিজে দল হিসেবে সামগ্রিকভাবে ব্যর্থ ভারত ৷ মুম্বই টেস্টে প্রকট হয়েছে সেই ব্যর্থতা ৷ তবে সেই ব্যর্থতায় আশার আলো ঋষভ পন্ত ৷ ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে কঠিন পরিস্থিতিতে দু'ইনিংসেই ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ যা দেখে আইপিএল নিলামে পন্তের 50 কোটি টাকায় বিকোনো উচিত বলে জানালেন বসিত আলি ৷

নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে লাগাতার পর্যালোচনা করছিলেন প্রাক্তন পাক ব্যাটার ৷ রবিবার ভারত হোয়াইটওয়াশ হওয়ার পরও ইউটিউবে ম্যাচের পর্যালোচনা করেন আলি ৷ সেখানেই ঋষভ পন্তের ব্য়াটিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় ইনিংসে পন্তের লড়াকু ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই পিচে ও (পন্ত) যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল যেন পাটা উইকেট ৷ সকলে বলছে আইপিএল নিলামে ও 25 কোটির মত দর পাবে ৷ আমার তো মনে হয় 50 কোটি টাকা পাওয়া উচিত ৷ যেখানে চাইছিল ইচ্ছেমত খেলছিল ৷"

তবে পন্ত যে নিজের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো ভালো করে যাচাই করে নিয়ে তবেই দুরন্ত ইনিংস খেলেছে, তাও জানান প্রাক্তন পাক নির্বাচক ৷ প্রাক্তন পাক ব্য়াটারের কথায়, বাকিরা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে ৷ উল্লেখ্য, মুম্বই টেস্টে পন্তের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখেছিল ভারতীয় দল ৷ কিন্তু 64 রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় স্টাম্পার-ব্যাটারকে ৷

ভারতীয় ক্রিকেটারকে তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ, দিল্লি ক্যাপিটালস ধরে না-রাখায় আসন্ন আইপিএলের মেগা নিলামে উঠবেন পন্ত ৷ নয়া কোচিং স্টাফ পছন্দের না-হওয়ায় রিটেনশনের আগে পন্ত ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অব্য়াহতি চেয়ে নিয়েছিলেন বলে রিপোর্টে প্রকাশ ৷ সে যাইহোক, যে ফর্মে স্টাম্পার-ব্যাটার বিরাজ করছেন তাতে মেগা নিলামে তাঁকে নিয়ে যে চরম দর হাঁকাহাঁকি হবে, তা নিশ্চিত ৷ চেন্নাই সুপার কিংস পন্তকে পেতে ঝাঁপাবে বলেও শোনা যাচ্ছে ৷

হায়দরাবাদ, 4 নভেম্বর: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের ৷ 92 বছরে প্রথমবার ঘরের মাঠে তিনম্য়াচের সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতীয় দলকে ৷ দু-একটা বিষয় বাদ দিলে সিরিজে দল হিসেবে সামগ্রিকভাবে ব্যর্থ ভারত ৷ মুম্বই টেস্টে প্রকট হয়েছে সেই ব্যর্থতা ৷ তবে সেই ব্যর্থতায় আশার আলো ঋষভ পন্ত ৷ ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে কঠিন পরিস্থিতিতে দু'ইনিংসেই ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ যা দেখে আইপিএল নিলামে পন্তের 50 কোটি টাকায় বিকোনো উচিত বলে জানালেন বসিত আলি ৷

নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে লাগাতার পর্যালোচনা করছিলেন প্রাক্তন পাক ব্যাটার ৷ রবিবার ভারত হোয়াইটওয়াশ হওয়ার পরও ইউটিউবে ম্যাচের পর্যালোচনা করেন আলি ৷ সেখানেই ঋষভ পন্তের ব্য়াটিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় ইনিংসে পন্তের লড়াকু ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই পিচে ও (পন্ত) যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল যেন পাটা উইকেট ৷ সকলে বলছে আইপিএল নিলামে ও 25 কোটির মত দর পাবে ৷ আমার তো মনে হয় 50 কোটি টাকা পাওয়া উচিত ৷ যেখানে চাইছিল ইচ্ছেমত খেলছিল ৷"

তবে পন্ত যে নিজের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো ভালো করে যাচাই করে নিয়ে তবেই দুরন্ত ইনিংস খেলেছে, তাও জানান প্রাক্তন পাক নির্বাচক ৷ প্রাক্তন পাক ব্য়াটারের কথায়, বাকিরা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে ৷ উল্লেখ্য, মুম্বই টেস্টে পন্তের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখেছিল ভারতীয় দল ৷ কিন্তু 64 রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় স্টাম্পার-ব্যাটারকে ৷

ভারতীয় ক্রিকেটারকে তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ, দিল্লি ক্যাপিটালস ধরে না-রাখায় আসন্ন আইপিএলের মেগা নিলামে উঠবেন পন্ত ৷ নয়া কোচিং স্টাফ পছন্দের না-হওয়ায় রিটেনশনের আগে পন্ত ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অব্য়াহতি চেয়ে নিয়েছিলেন বলে রিপোর্টে প্রকাশ ৷ সে যাইহোক, যে ফর্মে স্টাম্পার-ব্যাটার বিরাজ করছেন তাতে মেগা নিলামে তাঁকে নিয়ে যে চরম দর হাঁকাহাঁকি হবে, তা নিশ্চিত ৷ চেন্নাই সুপার কিংস পন্তকে পেতে ঝাঁপাবে বলেও শোনা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.