ETV Bharat / sports

'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: তারিখটা 30 ডিসেম্বর 2022 ভোরবেলা ৷ রুরকি পথ দুর্ঘটনা ৷ জানা সকলেরই ৷ সেদিন তারকা ব্যাটার ও উইকেটরক্ষক ঋষভ পন্ত দাঁড়িয়েছিল মৃত্যুর সামনে ৷ তারপর কেটে গিয়েছে 15 মাস ৷ এরমাঝে খেলার মাঠে দেখা যায়নি ঋষভ পন্তকে ৷ দীর্ঘ সুস্থতার প্রয়াসের পর আজ, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মাঠে ফিরলেন ৷ নেমেই ব্যাট হাঁকিয়ে মারলেন বাউন্ডারি ৷ 'মৃত্যুঞ্জয়ী' মাঠে নামতেই স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন দিলেন ৷

Indian Premier League 2024
Indian Premier League 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 6:08 PM IST

Updated : Mar 23, 2024, 7:09 PM IST

চণ্ডীগড়, 23 মার্চ: বেজে গিয়েছে কোটিপতি লিগের দামামা ৷ শুক্রবার আইপিএলের 17তম সংস্করণের ঢাকে কাঠি দিয়ে চিপকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের জার্নি শুরু করেছে ৷ শনিবার চণ্ডীগড়ের মুল্লানপুরের মাঠে আরও দুই দল নেমে পড়ল আইপিএল 2024-এর প্রথম ম্যাচে ৷ তবে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে অন্য একটি কারণে ৷ মৃত্যুকে জয় করে দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের প্রায় 15 মাস পর বাইশ গজে প্রত্যাবর্তন কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে মনে রাখার একটা দিন ৷ মৃত্যুকে জয় করে তারকা স্টাম্পার-ব্য়াটার মাঠে নামতেই দর্শকরা দাঁড়িয়ে, করতালি দিয়ে অভিবাদন জানালেন ৷

টস হেরে চণ্ডীগড়ে এদিন প্রথমে ব্যাট করতে নামে ঋষভ পন্ত অ্যান্ড কোম্পানি ৷ 15 মাস পর বাইশ গজে ফিরে এদিন চেনা ছন্দে দেখা গেল দিল্লি অধিনায়ককে ৷ যদিও তাঁর ইনিংস দীর্ঘায়িত হয়নি ৷ 13 বলে 18 রান ও একটি বাউন্ডারি দিয়ে সাজঘরে ফেরেন 'মৃ্ত্যুঞ্জয়ী' ৷ টস করার সময় তিনি এদিন জানান, 30 ডিসেম্বর 2022 যে দুর্ঘটনার তাঁর জীবনে ঘটেছিল, তার কথা তিনি মনে রাখতে চান না ৷ বরং খেলাটা উপভোগ করে যেতে চান ৷

এদিন দিল্লি প্রথমে ব্যাট করে 9 উইকেটে 174 রান তোলে ৷ অপরাজিত 32 রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলার অভিষেক পোড়েল ৷ চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন বাংলার স্টাম্পার-ব্যাটার। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ রান করেন 33 ৷ ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে 29 রান ৷

পঞ্জাব কিংসের আর্শদীপ সিং ও হর্ষল প্যাটেল দু'টি করে উইকেট নেন ৷ একটি করে উইকেট আসে কাগিসো রাবাদা, হারপ্রীত ব্রার ও রাহুল চাহারের ঝুলিতে ৷ রান আউট হন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ৷ এবার নিজেদের প্রথম ম্যাচ জিততে পঞ্জাব কিংসের সামনে লক্ষ্য 175 রান।

আরও পড়ুন:

  1. বাইশ গজে পন্তের প্রত্যাবর্তন, টস হেরে ব্যাট করছে দিল্লি
  2. ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন! চিন্তা-স্নায়ুচাপ-উত্তেজনার মিশ্রিত অনুভূতি ঋষভের
  3. 'দ্বিতীয় জীবন তো সবাই পায় না', মৃত্যুমুখ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের

চণ্ডীগড়, 23 মার্চ: বেজে গিয়েছে কোটিপতি লিগের দামামা ৷ শুক্রবার আইপিএলের 17তম সংস্করণের ঢাকে কাঠি দিয়ে চিপকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের জার্নি শুরু করেছে ৷ শনিবার চণ্ডীগড়ের মুল্লানপুরের মাঠে আরও দুই দল নেমে পড়ল আইপিএল 2024-এর প্রথম ম্যাচে ৷ তবে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে অন্য একটি কারণে ৷ মৃত্যুকে জয় করে দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের প্রায় 15 মাস পর বাইশ গজে প্রত্যাবর্তন কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে মনে রাখার একটা দিন ৷ মৃত্যুকে জয় করে তারকা স্টাম্পার-ব্য়াটার মাঠে নামতেই দর্শকরা দাঁড়িয়ে, করতালি দিয়ে অভিবাদন জানালেন ৷

টস হেরে চণ্ডীগড়ে এদিন প্রথমে ব্যাট করতে নামে ঋষভ পন্ত অ্যান্ড কোম্পানি ৷ 15 মাস পর বাইশ গজে ফিরে এদিন চেনা ছন্দে দেখা গেল দিল্লি অধিনায়ককে ৷ যদিও তাঁর ইনিংস দীর্ঘায়িত হয়নি ৷ 13 বলে 18 রান ও একটি বাউন্ডারি দিয়ে সাজঘরে ফেরেন 'মৃ্ত্যুঞ্জয়ী' ৷ টস করার সময় তিনি এদিন জানান, 30 ডিসেম্বর 2022 যে দুর্ঘটনার তাঁর জীবনে ঘটেছিল, তার কথা তিনি মনে রাখতে চান না ৷ বরং খেলাটা উপভোগ করে যেতে চান ৷

এদিন দিল্লি প্রথমে ব্যাট করে 9 উইকেটে 174 রান তোলে ৷ অপরাজিত 32 রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলার অভিষেক পোড়েল ৷ চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন বাংলার স্টাম্পার-ব্যাটার। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ রান করেন 33 ৷ ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে 29 রান ৷

পঞ্জাব কিংসের আর্শদীপ সিং ও হর্ষল প্যাটেল দু'টি করে উইকেট নেন ৷ একটি করে উইকেট আসে কাগিসো রাবাদা, হারপ্রীত ব্রার ও রাহুল চাহারের ঝুলিতে ৷ রান আউট হন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ৷ এবার নিজেদের প্রথম ম্যাচ জিততে পঞ্জাব কিংসের সামনে লক্ষ্য 175 রান।

আরও পড়ুন:

  1. বাইশ গজে পন্তের প্রত্যাবর্তন, টস হেরে ব্যাট করছে দিল্লি
  2. ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন! চিন্তা-স্নায়ুচাপ-উত্তেজনার মিশ্রিত অনুভূতি ঋষভের
  3. 'দ্বিতীয় জীবন তো সবাই পায় না', মৃত্যুমুখ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের
Last Updated : Mar 23, 2024, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.