ETV Bharat / sports

কেকেআর ছাড়ছেন রিঙ্কু ! কোথায় যেতে চান নাইটদের পাঁচ ছক্কার নায়ক ? - Rinku Singh - RINKU SINGH

Rinku Singh wants to play for this IPL Team: কলকাতা নাইট রাইডার্সের ‘ঘরের ছেলে’ ৷ এবার সেই কেকেআর ছাড়ছেন রিঙ্কু সিং ? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন জাতীয় দলে খেলা ব্যাটার ৷ কেকেআর ছাড়লে কোন দলে যেতে চান, তাও জানালেন ৷

Rinku Singh
কেকেআর ছাড়ছেন রিঙ্কু ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 1:24 PM IST

Updated : Aug 19, 2024, 2:16 PM IST

কলকাতা, 19 অগস্ট: 2023 আইপিএলে মোতেরা স্টেডিয়ামে পাঁচ ছক্কায় নিশ্চিত পরাজয়ের অন্ধকার থেকে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স । সৌজন্যে ছিল রিঙ্কু সিংয়ের মহাজাগতিক ইনিংস । তারপর থেকে যতবারই বিপদে পড়েছে নাইটরা, রিঙ্কুর উপর ভরসা করতে শুরু করেছে সমর্থকরা ৷ একের পর এক ম্যাচে সেই ভরসার দামও দিয়েছেন আলিগড়ের ব্যাটার ৷ এবার সেই কেকেআর ছাড়ছেন রিঙ্কু ?

শাহরুখ খানের দলের ‘ঘরের ছেলে’, 2018 থেকে কলকাতা শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরপ্রদেশের ব্যাটার । যদিও 55 লক্ষ টাকায় দলে ফেরা রিঙ্কু ডাগ-আউটেই বসে থাকতেন বেশিরভাগ সময় । কোনও কোনও ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে মাঠে নামেতেন । দুরন্ত কিছু ক্যাচও নিয়েছেন । কিন্তু ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন তিনি । চিত্রটা বদলে যায় 2022 আইপিএল থেকে ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 15 বলে 40 রানের ইনিংস খেলে শিরোনামে আসেন ৷ তারপর এক ওভারে গুজরাতের যশ দয়ালকে মারা পাঁচ ছক্কার ইনিংস তো আইপিএলের ইতিহাসে উঠে গিয়েছে ৷

সেই রিঙ্কুই এবার জানিয়ে দিলেন, 2025 আইপিএল অকশনে তাঁকে কলকাতা না-ফেরালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান ৷ স্পোর্টস তাক’কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন নাইটদের ‘সিংহ’ ৷ কেন আরসিবি ? তাও জানিয়েছেন রিঙ্কু ৷ বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন, সে কারণেই কেকেআর-এর পর তাঁর পছন্দের দল আরসিবি ৷

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুও অকশনে রিঙ্কুকে পেতে চাইবে ৷ রিঙ্কুর এলে তাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে ৷ ইতিহাস বদলাতে চাইলে আরসিবি’র চাপের মুখে বড় ইনিংস খেলা এবং ম্যাচ ফিনিশ করা ব্যাটার প্রয়োজন ৷ সেই প্রয়োজন মেটাতে পারেন রিঙ্কু ৷

কলকাতা, 19 অগস্ট: 2023 আইপিএলে মোতেরা স্টেডিয়ামে পাঁচ ছক্কায় নিশ্চিত পরাজয়ের অন্ধকার থেকে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স । সৌজন্যে ছিল রিঙ্কু সিংয়ের মহাজাগতিক ইনিংস । তারপর থেকে যতবারই বিপদে পড়েছে নাইটরা, রিঙ্কুর উপর ভরসা করতে শুরু করেছে সমর্থকরা ৷ একের পর এক ম্যাচে সেই ভরসার দামও দিয়েছেন আলিগড়ের ব্যাটার ৷ এবার সেই কেকেআর ছাড়ছেন রিঙ্কু ?

শাহরুখ খানের দলের ‘ঘরের ছেলে’, 2018 থেকে কলকাতা শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরপ্রদেশের ব্যাটার । যদিও 55 লক্ষ টাকায় দলে ফেরা রিঙ্কু ডাগ-আউটেই বসে থাকতেন বেশিরভাগ সময় । কোনও কোনও ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে মাঠে নামেতেন । দুরন্ত কিছু ক্যাচও নিয়েছেন । কিন্তু ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন তিনি । চিত্রটা বদলে যায় 2022 আইপিএল থেকে ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 15 বলে 40 রানের ইনিংস খেলে শিরোনামে আসেন ৷ তারপর এক ওভারে গুজরাতের যশ দয়ালকে মারা পাঁচ ছক্কার ইনিংস তো আইপিএলের ইতিহাসে উঠে গিয়েছে ৷

সেই রিঙ্কুই এবার জানিয়ে দিলেন, 2025 আইপিএল অকশনে তাঁকে কলকাতা না-ফেরালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান ৷ স্পোর্টস তাক’কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন নাইটদের ‘সিংহ’ ৷ কেন আরসিবি ? তাও জানিয়েছেন রিঙ্কু ৷ বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন, সে কারণেই কেকেআর-এর পর তাঁর পছন্দের দল আরসিবি ৷

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুও অকশনে রিঙ্কুকে পেতে চাইবে ৷ রিঙ্কুর এলে তাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে ৷ ইতিহাস বদলাতে চাইলে আরসিবি’র চাপের মুখে বড় ইনিংস খেলা এবং ম্যাচ ফিনিশ করা ব্যাটার প্রয়োজন ৷ সেই প্রয়োজন মেটাতে পারেন রিঙ্কু ৷

Last Updated : Aug 19, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.