ETV Bharat / sports

জিরোনার কাছে বার্সা হারতেই খেতাব রিয়ালের, 36 বার স্পেনের সেরা 'লস ব্ল্যাঙ্কোস' - La Liga Championship - LA LIGA CHAMPIONSHIP

Real Madrid Win La Liga: বার্সেলোনার হারের সঙ্গেই লা লিগা চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেল রিয়াল মাদ্রিদের ৷ তাও আবার 4 ম্যাচ বাকি থাকতেই ৷ 34 ম্যাচে 87 পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে রয়েছে রিয়াল ৷ দ্বিতীয় স্থানে জারোনা সমসংখ্যক ম্যাচ খেলে 74 পয়েন্টে রয়েছে ৷

ETV BHARAT
লা লিগায় গোলের উল্লাস বেলিংহ্যাম-লুকাদের (ছবি- রিয়াল মাদ্রিদ এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 1:22 PM IST

মাদ্রিদ, 5 মে: আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামবে রিয়াল মাদ্রিদ ৷ তার আগে খুশির হাওয়া স্যান্তিয়াগো বার্নাব্যুতে ৷ চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে নামার আগেই স্প্যানিশ লিগ অর্থাৎ, লা লিগা চ্যাম্পিয়নের খেতাব জিতলেন লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়ররা ৷ শনিবার রাতে লা লিগায় জিরোনার বিরুদ্ধে বার্সেলোনা 4-2 গোলে হারতেই রিয়ালের 36 তম লা লিগা খেতাব নিশ্চিত হয়ে যায় ৷

গতকালই রিজার্ভ বেঞ্চকে খেলিয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ কাদিজকে 3-0 গোলে হারায় ৷ আর একটা ম্যাচ জিতলেই তাদের খেতাব কার্যত নিশ্চিত হয়ে যেত ৷ সেই পরিশ্রমটা যাতে আর করতে না হয়, তার ব্যবস্থাই করে দিল জিরোনা ৷ কাদিজের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য ছিল ৷ তবে, দ্বিতীয়ার্ধের 51 মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ ৷ 68 মিনিটে জুড বেলিংহ্যাম দ্বিতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিত করে দেন ৷ ইনজুরি টাইমে 93 মিনিটে জোসেলু তৃতীয় গোল করে শেষ কফিনের পেরেকটি পুঁতে দেন ৷

তবে, রিয়ালের ম্যাচ জয়ের পরেও লা লিগা খেতাব জেতা নিশ্চিত ছিল না ৷ প্রায় একই সময়ে চলা জিরোনা বনাম বার্সেলোনা ম্যাচে সবার নজর ছিল ৷ যেখানে বার্সাকে 4-2 গোলে পর্যুদস্ত করে জিরোনা ৷ এই মরশুমে জিরোনা প্রথমবার পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে রয়েছে ৷ কাতালান ক্লাবকে তিনে ঠেলে দিয়েছে এই জয়ের পর ৷ আন্দ্রেস ক্রিস্টেনসেন 3 মিনিটে বার্সেলোনার হয়ে গোলের দরজা খুলে দেন ৷ কিন্তু, সেই লিড এক মিনিটের মধ্যে ঘুচিয়ে দেয় জিরোনার আর্তেম ডভবেয়ক ৷ 4 মিনিটে গোলশোধ করেন তিনি ৷

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে বার্সেলোনাকে 2-1 এর লিড দেন অধিনায়ক রবার্ট লেওয়ানদস্কি ৷ পেনাল্টি থেকে ইনজুরি টাইমে গোল করেন তিনি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধের খেলা 20 মিনিট গড়াতেই খেলা ঘুরতে থাকে ৷ ঘন ঘন আক্রমণে বার্সার রক্ষণকে চ্যালেঞ্জে ফেলে দেয় জিরোনা ৷ 65 মিনিটে পোর্তুর গোলে সমতা ফেরে তারা ৷ এর দু’মিনিটের মাথায় মিগুয়েল গুতেরেজ ব্যবধান বাড়িয়ে 3-2 করে দেন ৷ পোর্তু 74 মিনিটে ম্যাচে অন্তিম ও জিরোনার 4 নম্বর গোলে বার্সেলোনা 2023-24 মরশুমকে ট্রফি শূন্য করে দেন ৷

তবে, লা লিগা জয়ের উচ্ছ্বাস এখনই পালন করছে না কার্লোস আনসেলোত্তির দল ৷ আগামী 9 মে ঘরের মাঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে নামছে রিয়াল মাদ্রিদ ৷ বায়ার্নের ঘরের মাঠে 2-2 ড্র করে এসেছে রিয়াল ৷ ফলে ঘরের মাঠে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন লক্ষ্য মদ্রিচ, ভিনি, বেলিংহ্যাম, ক্রুস এবং রদ্রিগোদের ৷ দানি কার্ভাহাল কার্ড সমস্যায় প্রথম সেমিফাইনালে খেলতে পারেননি ৷ তবে দ্বিতীয় লেগে পাওয়া যাবে তাঁকে ৷ বৃহস্পতিবার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিগ জয়ের উল্লাসে মাততে চাইছে বার্নাব্যু ৷

আরও পড়ুন:

  1. এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের, বাগানকে পর্যুদস্ত করে দ্বিতীয় আইএসএল জয় মুম্বইয়ের
  2. অকায়ের জন্মের পর প্রথম গ্যালারিতে, অনুষ্কার প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন'
  3. 'ত্রিমুকুট' হাতছাড়া সবুজ-মেরুনের, যুবভারতী স্তব্ধ করে আইএসএল জয় মুম্বইয়ের

মাদ্রিদ, 5 মে: আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামবে রিয়াল মাদ্রিদ ৷ তার আগে খুশির হাওয়া স্যান্তিয়াগো বার্নাব্যুতে ৷ চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে নামার আগেই স্প্যানিশ লিগ অর্থাৎ, লা লিগা চ্যাম্পিয়নের খেতাব জিতলেন লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়ররা ৷ শনিবার রাতে লা লিগায় জিরোনার বিরুদ্ধে বার্সেলোনা 4-2 গোলে হারতেই রিয়ালের 36 তম লা লিগা খেতাব নিশ্চিত হয়ে যায় ৷

গতকালই রিজার্ভ বেঞ্চকে খেলিয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ কাদিজকে 3-0 গোলে হারায় ৷ আর একটা ম্যাচ জিতলেই তাদের খেতাব কার্যত নিশ্চিত হয়ে যেত ৷ সেই পরিশ্রমটা যাতে আর করতে না হয়, তার ব্যবস্থাই করে দিল জিরোনা ৷ কাদিজের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য ছিল ৷ তবে, দ্বিতীয়ার্ধের 51 মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ ৷ 68 মিনিটে জুড বেলিংহ্যাম দ্বিতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিত করে দেন ৷ ইনজুরি টাইমে 93 মিনিটে জোসেলু তৃতীয় গোল করে শেষ কফিনের পেরেকটি পুঁতে দেন ৷

তবে, রিয়ালের ম্যাচ জয়ের পরেও লা লিগা খেতাব জেতা নিশ্চিত ছিল না ৷ প্রায় একই সময়ে চলা জিরোনা বনাম বার্সেলোনা ম্যাচে সবার নজর ছিল ৷ যেখানে বার্সাকে 4-2 গোলে পর্যুদস্ত করে জিরোনা ৷ এই মরশুমে জিরোনা প্রথমবার পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে রয়েছে ৷ কাতালান ক্লাবকে তিনে ঠেলে দিয়েছে এই জয়ের পর ৷ আন্দ্রেস ক্রিস্টেনসেন 3 মিনিটে বার্সেলোনার হয়ে গোলের দরজা খুলে দেন ৷ কিন্তু, সেই লিড এক মিনিটের মধ্যে ঘুচিয়ে দেয় জিরোনার আর্তেম ডভবেয়ক ৷ 4 মিনিটে গোলশোধ করেন তিনি ৷

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে বার্সেলোনাকে 2-1 এর লিড দেন অধিনায়ক রবার্ট লেওয়ানদস্কি ৷ পেনাল্টি থেকে ইনজুরি টাইমে গোল করেন তিনি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধের খেলা 20 মিনিট গড়াতেই খেলা ঘুরতে থাকে ৷ ঘন ঘন আক্রমণে বার্সার রক্ষণকে চ্যালেঞ্জে ফেলে দেয় জিরোনা ৷ 65 মিনিটে পোর্তুর গোলে সমতা ফেরে তারা ৷ এর দু’মিনিটের মাথায় মিগুয়েল গুতেরেজ ব্যবধান বাড়িয়ে 3-2 করে দেন ৷ পোর্তু 74 মিনিটে ম্যাচে অন্তিম ও জিরোনার 4 নম্বর গোলে বার্সেলোনা 2023-24 মরশুমকে ট্রফি শূন্য করে দেন ৷

তবে, লা লিগা জয়ের উচ্ছ্বাস এখনই পালন করছে না কার্লোস আনসেলোত্তির দল ৷ আগামী 9 মে ঘরের মাঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে নামছে রিয়াল মাদ্রিদ ৷ বায়ার্নের ঘরের মাঠে 2-2 ড্র করে এসেছে রিয়াল ৷ ফলে ঘরের মাঠে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন লক্ষ্য মদ্রিচ, ভিনি, বেলিংহ্যাম, ক্রুস এবং রদ্রিগোদের ৷ দানি কার্ভাহাল কার্ড সমস্যায় প্রথম সেমিফাইনালে খেলতে পারেননি ৷ তবে দ্বিতীয় লেগে পাওয়া যাবে তাঁকে ৷ বৃহস্পতিবার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিগ জয়ের উল্লাসে মাততে চাইছে বার্নাব্যু ৷

আরও পড়ুন:

  1. এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের, বাগানকে পর্যুদস্ত করে দ্বিতীয় আইএসএল জয় মুম্বইয়ের
  2. অকায়ের জন্মের পর প্রথম গ্যালারিতে, অনুষ্কার প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন'
  3. 'ত্রিমুকুট' হাতছাড়া সবুজ-মেরুনের, যুবভারতী স্তব্ধ করে আইএসএল জয় মুম্বইয়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.