কানপুর, 27 সেপ্টেম্বর: শতরান করে ব্য়াকফুটে চলে যাওয়া ভারতীয় ব্যাটিংকে টেনে তোলার পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে হাফ-ডজন উইকেট ৷ চেন্নাই টেস্টে ম্য়াচ সেরার পুরস্কার জয়ী রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় টেস্টের প্রথমদিনও গড়ে ফেললেন নজির ৷ প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলেকে টপকে এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট-শিকারি হয়ে গেলেন এই ফিঙ্গার স্পিনার ৷
বাংলাদেশের বিরুদ্ধে চিপক টেস্টে 6টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে শেন ওয়ার্নের নজির ছুঁয়ে ফেলেছিলেন অশ্বিন ৷ শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথমদিন বাংলাদেশের তৃতীয় উইকেটটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এশিয়ার মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট-শিকারি হয়ে গেলেন দক্ষিণী স্পিনার ৷ কানপুর টেস্টের প্রথমদিন দ্বিতীয় সেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (31) উইকেট কব্জা করতেই অশ্বিন এশিয়ার মাটিতে 420টি উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন ৷ সেইসঙ্গে এশিয়ার মাটিতে দেশের সবচেয়ে সফল বোলার হওয়ার পথে টপকে যান কুম্বলের 419 উইকেটের নজির ৷
L.B.W!
— BCCI (@BCCI) September 27, 2024
The Bangladesh Captain departs as @ashwinravi99 strikes soon after Lunch!
Live - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/13ZhY7pIyy
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এদিন বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ৷ টস জিতে বাংলাদেশেকে প্রথমে ব্য়াট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মধ্য়াহ্নভোজের বিরতিতে 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 74 রান তুলেছিল টাইগাররা ৷ দু'টি উইকেটই যায় বঙ্গ তনয় আকাশদীপের ঝুলিতে ৷ তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশের তৃতীয় উইকেট যায় অশ্বিনের ঝুলিতে ৷ বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউ করতেই এশিয়ায় টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক হন তিনি ৷
এশিয়ায় সর্বাধিক টেস্ট উইকেটের নিরিখে সামগ্রিকভাবে যদিও অশ্বিনের অনেকটাই আগে রয়েছেন শীর্ষে থাকা মুথাইয়া মুরলিথরন ৷ তাঁর নামের পাশে রয়েছে 612টি উইকেট ৷ চিপকে দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েও একাধিক নজির গড়েছিলেন অশ্বিন ৷ লাল বলের ক্রিকেটে 37 বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে শেন ওয়ার্নকে ছুঁয়েছিলেন চেন্নাইয়ের ক্রিকেটার ৷ পাশাপাশি ভিনু মানকড়ের 69 বছরের নজির ভেঙে প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অশ্বিন ৷