অ্যাডিলেড, 5 ডিসেম্বর: শুক্রবার থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ৷ গোলাপি বলে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামছে ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ যদিও 2020-21 সিরিজে এই অ্যাডিলেডেই 36 রানে বান্ডিল হয়ে যাওয়ার লজ্জার ইতিহাসও ভাবাচ্ছে ভারতকে ৷
প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে 10 দিনের ব্যবধান ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কিন্তু সমস্যা এখন অ্যাডিলেড ওভালের আবহাওয়া ৷ বৃষ্টিতে ভেসে যেতে পারে প্রথম দিনের খেলা ৷
Anticipation is high for the second #AUSvIND Test in Adelaide if these crowds at training are anything to go by! 🤯#RunwayReport | @Qantas pic.twitter.com/C8mAHPgby7
— cricket.com.au (@cricketcomau) December 5, 2024
অ্যাডিলেডের আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার থেকে 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেড ওভালে ৷ ফলে বৃষ্টির কারণে ভেসে যেতে পারে গোলাপি বলের টেস্টের প্রথম দিনের খেলা ৷ বিকেলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকবে ৷ বিকেলের দিকে তা নামতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে । এছাড়াও, 98% ক্লাউড কভার পরিস্থিতিকে পেসার বান্ধব করে তুলবে । দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা 14% ৷ যদিও তৃতীয় দিন থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । ম্যাচের পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা 74%।
𝗣𝗿𝗲𝗽 𝗠𝗼𝗱𝗲 🔛 #TeamIndia gearing up for the Pink-Ball Test in Adelaide 👌 👌#AUSvIND pic.twitter.com/5K4DlBtOE6
— BCCI (@BCCI) December 4, 2024
পিচে 6 মিমি ঘাস থাকবে
অ্যাডিলেড ওভালের পিচ কিউরেটর ড্যামিয়ান হাফ জানিয়েছে, ভারসাম্যপূর্ণ উইকেট হবে । তবে ফ্লাড-লাইট জ্বলে গেলে ব্যাটিং করা কঠিন হবে ৷ পিচে 6 মিমি ঘাসের আচ্ছাদন থাকবে । তিনি বলেন, ‘‘ইতিহাস বলছে অ্যাডিলেডে আলোর নিচে ব্যাট করা কঠিন । পিচে 6 মিমি ঘাস থাকবে । আমরা এমন একটি পিচ তৈরি করার চেষ্টা করছি যেখানে ভালো লড়াই হবে ।’’