কানপুর, 26 সেপ্টেম্বর: রবিচন্দ্রন অশ্বিনের 6 উইকেটের সৌজন্য়ে চিপকে প্রথম টেস্টে বাংলাদেশকে 280 রানে হারিয়েছে ভারত ৷ শুক্রবার থেকে কানপুরে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শীর্ষে ওঠার লড়াইয়ে ভারতের কাছে এ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কানপুরে জিতলেই ভালো জায়গায় পৌঁছে যাবে রোহিত অ্যান্ড কোং ৷ কিন্তু এই টেস্ট ম্যাচের ওপর ঘনাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি ৷ পূর্বাভাস অনুসারে, বৃষ্টি থাবা বসাতে চলেছে কানপুর টেস্টে।
কানপুরে আপাতত প্রবল বৃষ্টি হচ্ছে ৷ আর আগামী পাঁচদিন অর্থাৎ টেস্ট ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর মধ্যে প্রথম তিনদিন নাকি বৃষ্টি হবেই ৷ প্রথম দিন অর্থাৎ (27 সেপ্টেম্বর, শুক্রবার) বৃষ্টির সম্ভাবনা 93 শতাংশ ৷ শনিবার (25 সেপ্টেম্বর) বৃষ্টির সম্ভাবনা 80 শতাংশ এবং রবিবার (29 সেপ্টেম্বর) 59 শতাংশ। ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস (30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর) উল্লেখযোগ্যভাবে 3 এবং 1 শতাংশ ৷ চেন্নাই টেস্টে সামান্য বৃষ্টি হলেও ম্যাচে তার তেমন কোনও প্রভাব পড়েনি। তবে কানপুর টেস্টে বৃষ্টির প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷
📍 Kanpur#TeamIndia hit the ground running ahead of the 2nd #INDvBAN Test 🙌@IDFCFIRSTBank pic.twitter.com/EMPiOa8HII
— BCCI (@BCCI) September 26, 2024
প্রসঙ্গত, চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে 376 রান করেছিল ৷ জবাবে বাংলাদেশ 149 রানে অলআউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন, শুভমন গিল এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। ম্যাচের চতুর্থ দিনে ভারতের বিশাল রান তাড়া করতে নেমে অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ৷ মাত্র 234 রানে গুটিয়ে গিয়েছিল তারা।
আগামিকাল সকাল সাড়ে নটা থেকে কানপুরের গ্রিনপার্কে শুরু ভারত ও বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ৷ উল্লেখ্য, এরপর টাইগার বাহিনীর বিরুদ্ধে টিম মেন ইন ব্লু'র তিনটি টি-20 ম্যাচ রয়েছে ৷ সেই ম্যাচগুলি যথাক্রমে 6, 9 ও 12 অক্টোবর ৷ প্রথম টি-20 ম্যাচটি হবে মধ্যপ্রদেশের গোয়ালিওরে ৷ পরেরটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ শেষ টি-20 ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৷
A journey full of smiles from Chennai to Kanpur 😃👌#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/awGef5q1Jd
— BCCI (@BCCI) September 25, 2024
- একনজরে ভারতীয় স্কোয়াড- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, সরফরাজ খান, যশ দয়াল ও ধ্রুব জুরেল ৷
- একনজরে বাংলাদশের স্কোয়াড- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, জাকের আলি, নাঈম হাসান, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয় ৷