ETV Bharat / sports

ফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, কীভাবে রোহিতদের হাতে উঠতে পারে বিশ্বকাপ ট্রফি? - T20 World Cup 2024 Final - T20 WORLD CUP 2024 FINAL

South Africa vs India in Final of ICC Mens T20 World Cup 2024: বিশ্বকাপের মেগা মঞ্চে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। শনিবার বার্বাডোজে ফাইনালের আগে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি কৌতুহল রয়েছে ক্রিকেটবিশ্বের, তা হল শেষ লড়াইতেও কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি ? রিজার্ভ-ডে থাকলেও যদি দু'দিনই বৃষ্টি হয়, তাহলে ফাইনালের ফলাফল কী হবে?

South Africa vs India
বাঁ-দিক থেকে এইডেন মার্করাম ও রোহিত শর্মা (আইসিসি এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 10:03 AM IST

Updated : Jun 29, 2024, 11:55 AM IST

বার্বাডোজ, 29 জুন: টি-20 বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও দল কোনও ম্যাচ না-হেরে ট্রফি জিতেছে এমন ঘটনা ঘটেনি ৷ তবে এবার সেই ইতিহাসও ঘটতে চলেছে। ভারত বা দক্ষিণ আফ্রিকা যে দলই চ্যাম্পিয়ন হোক না-কেন, রোহিত ও মার্করামরা গ্রুপ পর্ব বা সুপার এইটের কোনও ম্যাচ না-হেরে ফাইনালে উঠেছে ৷ 2011 সালের পর 2024 সালে ফের কি ভারত বিশ্বকাপ ঘরে তুলতে পারবে ? তা জানা যাবে শনিবার রাতে। l তবে বার্বাডোজে আজকের ফাইনাল ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

খারাপ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ব্রিজটাউনে। এবছরের টি-20 বিশ্বকাপের সমস্যায় ছিল অবিরাম বৃষ্টি যা টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ ভেস্তে দিয়েছে। কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও আইসিসি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ-ডে রেখেছে। কিন্তু যদি দু'দিনই বৃষ্টি হয়, তাহলে ফাইনালের ফলাফল কী হবে? কোন দল বিজয়ী হবে?

আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ 99 শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের প্রথম দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ তবে বৃষ্টি হলেও সেটার পরিমাণ কম হবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 78 শতাংশ ৷ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকায়, এবার ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ দিন রেখেছে আইসিসি ৷ যদি কোনও করণে আজকের ম্যাচ না-হয় সেক্ষেত্রে আগামিকাল হাতে রাখা হয়েছে।

ফাইনাল এবং রিজার্ভ-ডে এর জন্য মোট 190 মিনিট বরাদ্দ করা হয়েছে। তবে রিজার্ভ দিনেও যদি আবহাওয়া খারাপ থাকে, বা ম্যাচ পরিত্যক্ত হলে এবং রিজার্ভ-ডে থাকার পরেও কোনও ফল না-হলে উভয় দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

এদিকে, আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে দেখা যাবে না দ্রাবিড়কে ৷ দ্রাবিড়ের সময়কাল নিয়ে বিসিসিআই এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে ৷ 2021-এর নভেম্বরে তিনি টিম ইন্ডিয়ার হেডস্যর পদের দায়ভার পান ৷ আজ তাঁর এই পদের সময়সীমা শেষ হতে চলেছে ৷ এদিকে, আজ রাহুল দ্রাবিড়ের গুরুদায়িত্ব শেষ হতে চলেছে ৷ রোহিত-বিরাটরা আজ বিশ্বকাপ ট্রফি জিতে গুরুদক্ষিণা দিতে চান ৷

বার্বাডোজ, 29 জুন: টি-20 বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও দল কোনও ম্যাচ না-হেরে ট্রফি জিতেছে এমন ঘটনা ঘটেনি ৷ তবে এবার সেই ইতিহাসও ঘটতে চলেছে। ভারত বা দক্ষিণ আফ্রিকা যে দলই চ্যাম্পিয়ন হোক না-কেন, রোহিত ও মার্করামরা গ্রুপ পর্ব বা সুপার এইটের কোনও ম্যাচ না-হেরে ফাইনালে উঠেছে ৷ 2011 সালের পর 2024 সালে ফের কি ভারত বিশ্বকাপ ঘরে তুলতে পারবে ? তা জানা যাবে শনিবার রাতে। l তবে বার্বাডোজে আজকের ফাইনাল ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

খারাপ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ব্রিজটাউনে। এবছরের টি-20 বিশ্বকাপের সমস্যায় ছিল অবিরাম বৃষ্টি যা টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ ভেস্তে দিয়েছে। কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও আইসিসি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ-ডে রেখেছে। কিন্তু যদি দু'দিনই বৃষ্টি হয়, তাহলে ফাইনালের ফলাফল কী হবে? কোন দল বিজয়ী হবে?

আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ 99 শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের প্রথম দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ তবে বৃষ্টি হলেও সেটার পরিমাণ কম হবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 78 শতাংশ ৷ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকায়, এবার ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ দিন রেখেছে আইসিসি ৷ যদি কোনও করণে আজকের ম্যাচ না-হয় সেক্ষেত্রে আগামিকাল হাতে রাখা হয়েছে।

ফাইনাল এবং রিজার্ভ-ডে এর জন্য মোট 190 মিনিট বরাদ্দ করা হয়েছে। তবে রিজার্ভ দিনেও যদি আবহাওয়া খারাপ থাকে, বা ম্যাচ পরিত্যক্ত হলে এবং রিজার্ভ-ডে থাকার পরেও কোনও ফল না-হলে উভয় দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

এদিকে, আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে দেখা যাবে না দ্রাবিড়কে ৷ দ্রাবিড়ের সময়কাল নিয়ে বিসিসিআই এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে ৷ 2021-এর নভেম্বরে তিনি টিম ইন্ডিয়ার হেডস্যর পদের দায়ভার পান ৷ আজ তাঁর এই পদের সময়সীমা শেষ হতে চলেছে ৷ এদিকে, আজ রাহুল দ্রাবিড়ের গুরুদায়িত্ব শেষ হতে চলেছে ৷ রোহিত-বিরাটরা আজ বিশ্বকাপ ট্রফি জিতে গুরুদক্ষিণা দিতে চান ৷

Last Updated : Jun 29, 2024, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.