ETV Bharat / sports

সফর শুরুর আগে 'গুরু' গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের - Dravid Message To Gambhir - DRAVID MESSAGE TO GAMBHIR

Passing on the baton with class and grace: দ্রাবিড়ের হাত থেকে ব্যাটন নিয়ে আজই দৌড় শুরু করছেন গম্ভীর ৷ রাহুলের মতো গম্ভীরেরও কোচিং কেরিয়ার শুরু হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির হাত ধরে ৷ লখনউ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে 2 বছর কাজ করার পর টিম ইন্ডিয়ার কোচের পদে উত্তর গম্ভীরের ৷ আজ সন্ধ্যা 7টায় পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কোচিং সফর শুরু করছেন 'গুরু' গম্ভীর ৷

India vs Sri Lanka T20 series 2024
গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 1:38 PM IST

Updated : Jul 27, 2024, 2:11 PM IST

পাল্লেকেলে, 27 জুলাই: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট শেষ হয়েছে 'দ্রাবিড় অধ্যায়'৷ রাহুল দ্রাবিড়ের থেকে গৌতম গম্ভীরের হাতে উঠেছে কোচের ব্যাটন ৷ শনিবার শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার 'গুরু'গম্ভীর সফর ৷ কোচের সফর শুরুর আগে উত্তরসূরি গম্ভীরকে বিশেষ বার্তা দিলেন পূর্বসূরি দ্রাবিড় ৷

কোচের পাশাপাশি টি-20 ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্বেও পরিবর্তন হয়েছে ৷ রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন উঠেছে সূর্যকুমার যাদবের হাতে ৷ আজ পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারতের ৷ কোচিং কেরিয়ারে দ্বীপরাষ্ট্র সফরেই সূর্যোদয় চান গম্ভীর ৷ লঙ্কা সফর শুরুর ঠিক আগেই উত্তরসূরি শুভেচ্ছা বার্তা দেন পূর্বসূরি ৷

টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ গম্ভীরকে কোচ হিসেবে দ্রাবিড়ের বার্তা, "হ্যালো গম্ভীর, ভারতীয় ক্রিকেটের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর কাজে তোমাকে স্বাগত ৷ তিন সপ্তাহ আগে আমি এমন এক সফর শেষ করেছি, যা আমি কোনও দিন কল্পনাও করিনি ৷ বার্বাডোজ এবং তার কয়েকদিন পরে মুম্বাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যা দিয়ে আমি ভারতীয় দলে কর্মজীবন শেষ করেছি ৷ কোচিং কেরিয়ারে দলের সঙ্গে আমার স্মৃতি ও বন্ধুত্ব আমি বয়ে বেড়াব ৷ তোমার কোচিং কেরিয়ারের জন্যও আমি এমনটাই কামনা করি ৷ আশাকরি, প্রতিটি দলেই সম্পূর্ণ ফিট খেলোয়াড়ের তুমি পাবে ৷ সেই শুভকামনা রইল ৷ পাশাপাশি তোমার সাফল্যের জন্যও শুভকামনা রইল ৷ কারণ, আমরা জানি কোচের সফল হতে গেলে বুদ্ধিমত্তার পাশাপাশি ভাগ্যকেও সাথ দিতে হয় ৷"

খেলোয়াড় হিসেবে সাফল্যের শিখরে থেকে বাইশ গজকে 'গুডবাই' জানিয়েছিলেন দ্রাবিড় ৷ ভারতীয় ক্রিকেটের অনেক সফলতার সাক্ষী থাকলেও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদপূরণ হয়নি 'দ্য ওয়াল'-এর ৷ ক্যাপ্টেন হিসেবেও দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি দ্রাবিড় ৷ তবে প্রায় তিন বছরের কোচিং কেরিয়ারের শেষটা হয়েছে সুমধুর ৷ কোচ হিসেবে দলকে 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ঘরের মাঠে 2023 ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে তুললেও সাফল্য আসেনি ৷ তবে কোচিং কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্টে দেশকে টি-20 বিশ্বকাপ দিয়ে ভারতীয় ক্রিকেটে যাত্রা শেষ করেন রাহুল শরদ দ্রাবিড় ৷

দ্রাবিড়ের হাত থেকে ব্যাটন নিয়ে আজই দৌড় শুরু করছেন গম্ভীর ৷ খেলোয়াড় হিসেবে অবশ্য টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনারের ক্যাবিনেটে অবশ্য দু'টি বিশ্বকাপ রয়েছে ৷ 2007 টি-20 বিশ্বকাপ জয়ের পর 2011 ওয়ান ডে বিশ্বকাপ জয়েও টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য ছিলেন গম্ভীর ৷

রাহুলের মতো গম্ভীরেরেও কোচিং কেরিয়ার শুরু হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির হাত ধরে ৷ লখনউ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে 2 বছর কাজ করার পর টিম ইন্ডিয়ার কোচের পদে উত্তর গম্ভীরের ৷ আজ সন্ধ্যা 7টায় পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কোচিং সফর শুরু করছেন 'গুরু' গম্ভীর ৷

দ্বীপরাষ্ট্রে তিন ম্যাচের টি-20 সিরিজ ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ টি-20 সিরিজে নেতৃত্বের ব্যাটন সূর্যকুমারের হাতে থাকলেও ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ৷ বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রোহিত ও বিরাট কোহলি ৷ 2-7 অগস্ট ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৷

টি-20 সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে,অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খালেল আহমেদ ও মহম্মদ সিরাজ ৷

ওয়ান ডে সিরিজ ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, শিভম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সি, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খালেল আহমেদ ও হর্ষিত রানা ৷

পাল্লেকেলে, 27 জুলাই: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট শেষ হয়েছে 'দ্রাবিড় অধ্যায়'৷ রাহুল দ্রাবিড়ের থেকে গৌতম গম্ভীরের হাতে উঠেছে কোচের ব্যাটন ৷ শনিবার শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার 'গুরু'গম্ভীর সফর ৷ কোচের সফর শুরুর আগে উত্তরসূরি গম্ভীরকে বিশেষ বার্তা দিলেন পূর্বসূরি দ্রাবিড় ৷

কোচের পাশাপাশি টি-20 ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্বেও পরিবর্তন হয়েছে ৷ রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন উঠেছে সূর্যকুমার যাদবের হাতে ৷ আজ পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারতের ৷ কোচিং কেরিয়ারে দ্বীপরাষ্ট্র সফরেই সূর্যোদয় চান গম্ভীর ৷ লঙ্কা সফর শুরুর ঠিক আগেই উত্তরসূরি শুভেচ্ছা বার্তা দেন পূর্বসূরি ৷

টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ গম্ভীরকে কোচ হিসেবে দ্রাবিড়ের বার্তা, "হ্যালো গম্ভীর, ভারতীয় ক্রিকেটের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর কাজে তোমাকে স্বাগত ৷ তিন সপ্তাহ আগে আমি এমন এক সফর শেষ করেছি, যা আমি কোনও দিন কল্পনাও করিনি ৷ বার্বাডোজ এবং তার কয়েকদিন পরে মুম্বাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যা দিয়ে আমি ভারতীয় দলে কর্মজীবন শেষ করেছি ৷ কোচিং কেরিয়ারে দলের সঙ্গে আমার স্মৃতি ও বন্ধুত্ব আমি বয়ে বেড়াব ৷ তোমার কোচিং কেরিয়ারের জন্যও আমি এমনটাই কামনা করি ৷ আশাকরি, প্রতিটি দলেই সম্পূর্ণ ফিট খেলোয়াড়ের তুমি পাবে ৷ সেই শুভকামনা রইল ৷ পাশাপাশি তোমার সাফল্যের জন্যও শুভকামনা রইল ৷ কারণ, আমরা জানি কোচের সফল হতে গেলে বুদ্ধিমত্তার পাশাপাশি ভাগ্যকেও সাথ দিতে হয় ৷"

খেলোয়াড় হিসেবে সাফল্যের শিখরে থেকে বাইশ গজকে 'গুডবাই' জানিয়েছিলেন দ্রাবিড় ৷ ভারতীয় ক্রিকেটের অনেক সফলতার সাক্ষী থাকলেও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদপূরণ হয়নি 'দ্য ওয়াল'-এর ৷ ক্যাপ্টেন হিসেবেও দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি দ্রাবিড় ৷ তবে প্রায় তিন বছরের কোচিং কেরিয়ারের শেষটা হয়েছে সুমধুর ৷ কোচ হিসেবে দলকে 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ঘরের মাঠে 2023 ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে তুললেও সাফল্য আসেনি ৷ তবে কোচিং কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্টে দেশকে টি-20 বিশ্বকাপ দিয়ে ভারতীয় ক্রিকেটে যাত্রা শেষ করেন রাহুল শরদ দ্রাবিড় ৷

দ্রাবিড়ের হাত থেকে ব্যাটন নিয়ে আজই দৌড় শুরু করছেন গম্ভীর ৷ খেলোয়াড় হিসেবে অবশ্য টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনারের ক্যাবিনেটে অবশ্য দু'টি বিশ্বকাপ রয়েছে ৷ 2007 টি-20 বিশ্বকাপ জয়ের পর 2011 ওয়ান ডে বিশ্বকাপ জয়েও টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য ছিলেন গম্ভীর ৷

রাহুলের মতো গম্ভীরেরেও কোচিং কেরিয়ার শুরু হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির হাত ধরে ৷ লখনউ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে 2 বছর কাজ করার পর টিম ইন্ডিয়ার কোচের পদে উত্তর গম্ভীরের ৷ আজ সন্ধ্যা 7টায় পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কোচিং সফর শুরু করছেন 'গুরু' গম্ভীর ৷

দ্বীপরাষ্ট্রে তিন ম্যাচের টি-20 সিরিজ ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ টি-20 সিরিজে নেতৃত্বের ব্যাটন সূর্যকুমারের হাতে থাকলেও ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ৷ বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রোহিত ও বিরাট কোহলি ৷ 2-7 অগস্ট ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৷

টি-20 সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে,অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খালেল আহমেদ ও মহম্মদ সিরাজ ৷

ওয়ান ডে সিরিজ ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, শিভম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সি, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খালেল আহমেদ ও হর্ষিত রানা ৷

Last Updated : Jul 27, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.