ETV Bharat / sports

প্যারিসে হল না 'সিন্ধু সভ্যতা', প্রথমবার অলিম্পিক্স থেকে পদক ছাড়া ফিরছেন পিভি - PARIS OLYMPICS 2024

PV SINDHU EXITS FROM PARIS OLYMPICS: প্যারিস অলিম্পিক্সের রাউন্ড অফ 16 থেকে মহাপ্রস্থান ঘটল গত দু'বারের পদকজয়ী পিভি সিন্ধুর ৷ চিনের জিয়াও বিন হি'র কাছে সিন্ধু বৃহস্পতিবার হারলেন স্ট্রেট সেটে ৷ প্রতিযোগিতার ষষ্ঠ বাছাইয়ের বিরুদ্ধে সিন্ধুর বিপক্ষে ফলাফল 19-21, 14-21 ৷

PV SINDHU
পিভি সিন্ধু (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 12:41 AM IST

প্যারিস, 1 অগস্ট: পুসারলা ভেঙ্কট সিন্ধু নাকি অলিম্পিক্স থেকে পদক না-নিয়ে ফেরেন না ৷ রিও ডি জেনেইরোয় অভিষেকে রুপো, পরের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর হায়দরাবাদি শাটলারকে ঘিরে মিথ তৈরি হয়েছিল অনুরাগীমহলে ৷ বৃহস্পতিবার রাতে ভেঙে খান খান সেই মিথ ৷ প্যারিস অলিম্পিক্সের রাউন্ড অফ 16 থেকে মহাপ্রস্থান ঘটল দু'বারের পদকজয়ীর ৷ চিনের জিয়াও বিন হি'র কাছে সিন্ধু এদিন হারলেন স্ট্রেট সেটে ৷ প্রতিযোগিতার ষষ্ঠ বাছাইয়ের বিরুদ্ধে সিন্ধুর বিপক্ষে ফলাফল 19-21, 14-21 ৷

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দাপট দেখে মনে হচ্ছিল এবারেও বুঝি ধারা বজায় রাখবেন ভারতীয় শাটলার ৷ কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন হল না প্যারিসে ৷ খুব সহজেই চিনা শাটলারের কাছে পর্যুদস্ত হলেন প্রতিযোগিতার দশম বাছাই ৷ যদিও প্রথম গেমে লড়াই হয় হাড্ডাহাড্ডি ৷ একসময় প্রথম গেমে 6-10 ব্যবধানে পিছিয়ে ছিলেন সিন্ধু ৷ কিন্তু বাউন্সব্যাক করে চিনা প্রতিদ্বন্দ্বীকে ধরে ফেলে 12-12 সমতায় চলে আসেন হায়দরাবাদি ৷ তবু শেষরক্ষা হয়নি ৷ 21-19 ব্যবধানে বাজিমাত করে যান জিয়াও বিন ৷

আশা ছিল এরপরেও ৷ কিন্তু দ্বিতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করে বসেন সিন্ধু ৷ দ্বিতীয় গেমের বিরতিতে 11-5 ব্যবধানে জিয়াও এগিয়ে যেতেই ললাটলিখন পরিষ্কার হয়ে যায় ৷ বিরতির পরও বদলায়নি চিত্রটা ৷ আধিপত্য বজায় রেখে প্রথম গেমের তুলনায় অনেক সহজে দ্বিতীয় গেম ও ম্যাচে কব্জা নেন জিয়াও ৷ সেইসঙ্গে প্যারিসে যাত্রা থামে সিন্ধুর ৷

স্বদেশী এইচ এস প্রণয়কে হারিয়ে পুরুষদের ডাবলসে কোয়ার্টারে পৌঁছনো লক্ষ্য সেনের থেকেই আপাতত ব্যাডমিন্টনে বেঁচে পদকের আশা ৷ সিন্ধুর আগে এদিন পুরুষদের ডাবলসে হতাশ করেন সাত্বিক ও চিরাগ ৷ এগিয়ে গিয়েও মালয়েশিয়ান জুটির কাছে হেরে পদকের আশা শেষ হয় বিশ্বের পাঁচ নম্বর জুটির ৷

প্যারিস, 1 অগস্ট: পুসারলা ভেঙ্কট সিন্ধু নাকি অলিম্পিক্স থেকে পদক না-নিয়ে ফেরেন না ৷ রিও ডি জেনেইরোয় অভিষেকে রুপো, পরের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর হায়দরাবাদি শাটলারকে ঘিরে মিথ তৈরি হয়েছিল অনুরাগীমহলে ৷ বৃহস্পতিবার রাতে ভেঙে খান খান সেই মিথ ৷ প্যারিস অলিম্পিক্সের রাউন্ড অফ 16 থেকে মহাপ্রস্থান ঘটল দু'বারের পদকজয়ীর ৷ চিনের জিয়াও বিন হি'র কাছে সিন্ধু এদিন হারলেন স্ট্রেট সেটে ৷ প্রতিযোগিতার ষষ্ঠ বাছাইয়ের বিরুদ্ধে সিন্ধুর বিপক্ষে ফলাফল 19-21, 14-21 ৷

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দাপট দেখে মনে হচ্ছিল এবারেও বুঝি ধারা বজায় রাখবেন ভারতীয় শাটলার ৷ কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন হল না প্যারিসে ৷ খুব সহজেই চিনা শাটলারের কাছে পর্যুদস্ত হলেন প্রতিযোগিতার দশম বাছাই ৷ যদিও প্রথম গেমে লড়াই হয় হাড্ডাহাড্ডি ৷ একসময় প্রথম গেমে 6-10 ব্যবধানে পিছিয়ে ছিলেন সিন্ধু ৷ কিন্তু বাউন্সব্যাক করে চিনা প্রতিদ্বন্দ্বীকে ধরে ফেলে 12-12 সমতায় চলে আসেন হায়দরাবাদি ৷ তবু শেষরক্ষা হয়নি ৷ 21-19 ব্যবধানে বাজিমাত করে যান জিয়াও বিন ৷

আশা ছিল এরপরেও ৷ কিন্তু দ্বিতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করে বসেন সিন্ধু ৷ দ্বিতীয় গেমের বিরতিতে 11-5 ব্যবধানে জিয়াও এগিয়ে যেতেই ললাটলিখন পরিষ্কার হয়ে যায় ৷ বিরতির পরও বদলায়নি চিত্রটা ৷ আধিপত্য বজায় রেখে প্রথম গেমের তুলনায় অনেক সহজে দ্বিতীয় গেম ও ম্যাচে কব্জা নেন জিয়াও ৷ সেইসঙ্গে প্যারিসে যাত্রা থামে সিন্ধুর ৷

স্বদেশী এইচ এস প্রণয়কে হারিয়ে পুরুষদের ডাবলসে কোয়ার্টারে পৌঁছনো লক্ষ্য সেনের থেকেই আপাতত ব্যাডমিন্টনে বেঁচে পদকের আশা ৷ সিন্ধুর আগে এদিন পুরুষদের ডাবলসে হতাশ করেন সাত্বিক ও চিরাগ ৷ এগিয়ে গিয়েও মালয়েশিয়ান জুটির কাছে হেরে পদকের আশা শেষ হয় বিশ্বের পাঁচ নম্বর জুটির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.